গাজীপুরে সমকামীতার জেরে পোশাককর্মী আশেকুল হক ওরফে শরীফকে হত্যা করেছিল তার বন্ধুররা। হত্যাকাণ্ডের তিনদিন পর ২ বন্ধুকে গাইবান্ধা থেকে এবং সোমবার ভোরে অপর বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃত ৩ জনই আদালতে দায় স্বীকার করে জাবানবন্দি দিয়েছে। সোমবার বিকেলে গাজীপুর পিবিআই এবং তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান এসব তথ্য জানান।