আইনজীবী আবু হেনা মোস্তফা কামাল ওরফে মিলন অপহরণ ও মুক্তিপণ আদায় মামলায় হাবিব মিলন রাজকে আটক করেছে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আটকের পর তাকে আদালতে সোপর্দ করা হলে ঘটনার সাথে জড়িত ও অপর জড়িত আসামিদের নাম উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসুর আদালতে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সোপর্দ করা হলে আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। আসামির জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
আসামি হাবিব মিলন রাজ খুলনার দিঘলিয়ার দেয়ড়া দেবনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
এর আগে গত ৫ সেপ্টেম্বর পুলিশি অভিযান পরিচালনার মাধ্যমে খুলনার দৌলতপুর এলাকা থেকে রাজকে গ্রেফতার করা হয়। আটকের পর রাজ ঘটনার সাথে জড়িত মর্মে প্রাথমিকভাবে স্বীকার করে।
মামলার অভিযোগে জানা গেছে, অ্যাডভোকেট মিলন সাতক্ষীরার তালার বরুইহাটি গ্রামের সাংবাদিক এমএ হাকিমের ছেলে। মিলনের সাথে রাবেয়া সুলতানা রিতুর বিয়ে ঠিক হয় পারিবারিকভাবে। বিয়ের আগে ঋতুর কথামতো মিলন গত বছরের ৬ ফেব্রুয়ারি দেখা করার জন্য খুলনা পাইওনিয়র বালিকা বিদ্যালয়ের সামনে যায়। এরপর তারা মিলনকে অভয়নগরের একতারপুর গ্রামের ভাড়াবাড়িতে নিয়ে যায়। এরপর মিলনকে সেখানে জিম্মি করে মুক্তিপণ দাবি করেছিল।
এ ঘটনায় একই বছরের ৯ ফেব্রুয়ারি অপহৃত মিলনের দুলাভাই শরিফুল ইসলাম বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে অভয়গর থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩৬৪/৩৬৫/৩৮৫/৩৮৭/৩৪ অভিযোগ আনা হয়।
এরপর মামলাটি পিবিআই যশোর জেলায় স্ব-উদ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার এসআই স্নেহাশিস দাসের উপর অর্পণ করা হয়। মামলার তদন্তভার গ্রহণ করে তদন্তকারী কর্মকর্তা প্রকাশ্য ও গোপন তদন্ত এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় সংশ্লিষ্ট চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ শাহীন শিকদার, আব্দুস সালাম, সুরাইয়া এবং রাবেয়া সুলতানা রিতু।
============================================================ Advocate Shahanur Islam | An Young, Ascendant, Dedicated Human Rights Defender, Lawyer and Blogger in Bangladesh, Fighting for Ensuring Human Rights, Rule of Law, Good Governance, Peace and Social Justice For the Victim of Torture, Extra Judicial Killing, Force Disappearance, Trafficking in Persons including Ethnic, Religious, Sexual and Social Minority People.
No comments:
Post a Comment