বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর), লইয়ার্স ফর লইয়ার্স বাংলাদেশ এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ যৌথভাবে যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু/সমকামী ব্যক্তিদের সাংবিধানিক স্বীকৃতির দাবীর আন্দোলন সহ মানবাধিকারের চরম লংঘনের বিরুদ্ধে বলিষ্ট ভুমিকা রাখার কারণে মানবাধিকারকর্মী, আইনজীবী ও ব্লগার অ্যাডভোকেট শাহানূর ইসলামের বিরুদ্ধে চলমান আইনী নির্যাতন ও পুলিশই হয়রানী বন্ধ করে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার জরুরী ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছে।