কেমন আছেন এদেশে সমকামীরা? পারিবারিক-সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি, রাষ্ট্রের অসহযোগিতা, আইন, নিরাপত্তাহীনতা, সব মিলিয়ে বেশ কোণঠাসা হয়ে আছেন তারা। এমনকি সমকামীরা ক্রমশ নিগৃহীত হচ্ছেন, হতাশায় আত্মহননের পথও বেছে নিচ্ছেন কেউ কেউ।প্রকৃতিগতভাবেই তারা এমন। তাদের মতো আরও অনেকে আছেন বাংলাদেশসহ বিশ্বজুড়ে। খোদ নিজ পরিবার
Thursday, August 29, 2019
Sunday, May 26, 2019
কেমন আছে বাংলাদেশের সমকামীরা?
২০১৬ সালে ঢাকার কলাবাগানে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয়কে৷ এরপর থেকে বাংলাদেশে সমকামী আর তাঁদের নিয়ে কাজ করা মানবাধিকার কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ বাংলাদেশে সমকামীদের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন জুলহাজ মান্নান৷ ২০১৪ সাল থেকে তাঁর সম্পাদনায় বের হতে শুরু করে এলজিবিটিদের নিয়ে প্রথম পত্রিকা ‘রূপবান'৷ ২০১৬ সালের ২৫ এপ্রিল কলাবাগানের লেক সার্কাস রোডের এক বাসায় ঢুকে এই ইউএসএইড কর্মকর্তা ও তাঁর বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয়কে হত্যা করা হয়৷ তিন বছর পর এসে সম্প্রতি অভিযোগপত্র চূড়ান্ত করেছে
Subscribe to:
Posts (Atom)