নওগাঁ জেলাধীন বদলগাছি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিতছোট যমুনা নদীর বালুমহালের বালু উত্তোলনের নামে নদী তীর সংলগ্ন ফসলী জমির মাটি কাটার অভিযোগে নওগাঁর আদালতে সুয়োমটো মামলা হয়েছে!
মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব ও জেলা এডভোকেট বার এসোসিয়েশন, নওগাঁর বিজ্ঞ আইনজীবী শাহানূর ইসলাম সৈকত গত ২০শে ফ্রেব্রুয়ারী জনস্বার্থে বদলগাছি থানার এখতিয়ার সম্পন্ন নওগাঁর বিজ্ঞ আমলী আদালতে এ সংক্রান্তে দৈনিক করতোয়াসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রদর্শন ও উত্থাপনপূর্বক বিজ্ঞ বিচারকের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রার্থনা করেন।