Tuesday, September 15, 2020

সমকামী বিজিবি সদস্য খুন

সমকামিতার মাধ্যমে এক কিশোরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ঝিনাইদহের অবসরপ্রাপ্ত বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) সদস্য নুরুজ্জামানের। দীর্ঘদিন ধরে ওই কিশোরের মোবাইল খরচ, পকেট মানিও দিয়ে আসছিলেন নুরুজ্জামান। কিন্তু ব্যাংক থেকে টাকা তোলার কথা শুনেই তাকে হত্যার পরিকল্পনা করে ওই কিশোর। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

পুলিশ জানায়, গত বছরের ৯ সেপ্টেম্বর তিন সহযোগিকে নিয়ে নুরুজ্জামানের বাড়িতে গিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে মালামাল নিয়ে পালিয়ে যায় ওই কিশোর। ঘটনার ১ বছর পর গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তসহ তিন কিশোরকে। মোবাইল ট্র্যাকিং ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সমকামিতার’ অভিযোগে এক নারী গ্রেফতার

ছেলে সেজে প্রেমের জালে মেয়েদেরকে ফাঁসিয়ে সমকামিতায় বাধ্য করা নাটোরের আলোচিত নারী রুপ ওরফে রুপাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে নাটোর শহরের উপরবাজার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল মতিন জানান, অভিযুক্ত রুপা তারই ছোট বোনের ননদ সাদিয়া ইসলাম মৌ-কে প্রেমের ফাঁদে ফেলে সমকামিতায় বাধ্য করে। গত ২১ আগস্ট মেয়েটিকে নিয়ে পালিয়ে যায় রুপা। তিনদিন পর ২৪ আগস্ট মৌকে নিয়ে নিজ বাড়িতে ফিরে আসে রুপা। ওই দিনই রুপার বাসায় রুপা ও মৌ দুজনকেই বিষ পান করা অবস্থায় উদ্ধার করে স্বজনরা। উভয়কেই নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যায় মৌ। সুস্থ হয়ে নিরুদ্দেশ হয় রুপা।

Sunday, September 13, 2020

খুনের নেপথ্যে সমকামিতা

এক মাসে দুটি হত্যাকান্ড হয়। একটি গাজীপুরের কাশিমপুরে, অপরটি কুমিল্লার দাউদকান্দিতে। ঘটনার রহস্য উদঘাটনে গিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানতে পারে, দুই হত্যাকান্ডের নেপথ্যেই ছিল সমকামিতা। গত ২১ জুলাই রাত ১১টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুরে সারদাগঞ্জ মাদ্রাসার পাশে সিরাজুল ইসলামের বাড়ির পঞ্চমতলার ফ্ল্যাট থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় আশেকুল হক ওরফে শরীফ নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পোশাককর্মী আশেকুল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ারুল হক আজাদ ২২ জুলাই কাশিমপুর থানায় হত্যা মামলা করেন।

Wednesday, September 2, 2020

Statement: Ensure the protection of Human Rights Lawyer Mr. Shahanur Islam

TERRORIST ATTACK ON RIGHTS LAWYER IN BANGLADESH
Ensure the protection of Human Rights Lawyer Mr. Shahanur Islam as well as ensure exemplary punishment of Md. Jahurul Islm, his son Jobayer Hossain and other culprits.

The Monitoring Committee on Attacks on Lawyers of the International Association of People’s Lawyers (IAPL), Paris Bar (Barreau de Paris), France, Pan African Human Rights Defenders Network, Soth Africa, South Asian Network for Refugees IDPs & Migrants (SANRIM), Srilanka , Twin Cities Nonviolent, USA, International CURE, Washington, DC, USA, Rights First International, UK, Free Trade Union Centre of Srilanka, Human Rights Alliance Bangladesh (HRAB), Bangladesh Centre for Human Rights and Development (BCHRD), Manab Unnayan Kendra (MUk), Meherpur, Bangladesh, Human Rights Development Project (HRDP), Kulna, Bangladesh, Plain Welfare Truth Foundation, Naogaon, Bangladesh, Law for Nation, Dhaka, Bangladesh, Nice Foundation, Khulna, Bangladesh, Amader Ain, Dhaka, Bangladesh, Bangladesh Institute of Human Rights (BIHR), JusticeMakers Bangladesh , Lawyers for Lawyers Bangladesh and others prominent international and national human rights and development expert and lawyers condemn the terrorist attack on human rights lawyer Mr. Shahanur Islam in Bangladesh and call for exemplary punishment against the culprit after a quick and impartial investigation.

Tuesday, September 1, 2020

সমকামিতার জেরেই আশুলিয়ায় সৌদি প্রবাসীকে হত্যা

সাভারের আশুলিয়ায় সমকামিতার জেরেই সেন্টু সরকার (৩৫) নামে এক সৌদি প্রবাসীকে তার নিজ বাড়িতে গলাকেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনার ৬ দিন পর নোয়াখালী থেকে অভিযুক্ত শাকিল আহমেদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি দু’জন মিলে এ হত্যাকাণ্ড সংঘটিত করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।