Wednesday, June 1, 2022

নারায়নগঞ্জে সিটি কাউন্সেলরের নির্দেশে যৌন সংখ্যালঘু হিজরা ব্যাক্তিকে নির্যাতন ও তুলে নিয়ে যাওয়ার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন।

নারায়নগঞ্জে সিটি কাউন্সেলরের নির্দেশে যৌন সংখ্যালঘু সমকামী হিজরা সম্প্রদায়ের দুই ব্যক্তিকে নির্যাতন ও এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেছে।


একই সাথে উক্ত ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার পূর্বক দায়ীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ ।

Friday, May 27, 2022

বরিশালে যৌন সংখ্যালঘু সমকামী শিক্ষককে বরখাস্ত করার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশের প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ।

বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ফার্সেসি বিভাগের যৌন সংখ্যালঘু সমকামী সম্প্রদায়ের এক শিক্ষককে ছাত্রদের সমকামিতার প্রস্তাব দেওয়‌ার মিথ্যা অভিযোগে সাময়িক অব‌্যাহতি দেওয়ার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

একই সাথে উক্ত ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তপূর্বক জড়িত অপরাধীকে বিচারে দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে জাস্টিসমেকার্স বাংলাদেশ ।

গত ২৬ মে ২০২২ খ্রীষ্টাব্দ তারিখে অনলাইন পত্রিকা বিডিনিউজ২৪ ডট কম এ প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ফার্সেসি বিভাগের চুক্তিভিত্তিক এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের সমকামিতার প্রস্তাব দেওয়‌ার অভিযোগ ওঠায় তাকে সাময়িক অব‌্যাহতি দেওয়া হয়েছে।

Tuesday, May 17, 2022

১৭ মে সমকামীতাভীতির বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস ২০২২ উপলক্ষে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ এর যৌথ বিবৃতি

যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু সমকামী ব্যক্তির সাংবিধানিক স্বীকৃতি প্রদান পুর্দবক দণ্ডবিধির ৩৭৭ ধারা বিলোপ করে তাদের সুরক্ষা প্রদান আইন প্রনয়ন করা হোক। 


যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু সমকামী সম্প্রদায় অর্থাৎ লেজবিয়ান, গে, বাইসেক্সুয়াল এবং ট্রানজেণ্ডার ব্যক্তি  সমাজের আর দশজন ব্যক্তির চেয়ে আলাদা কেউ না হলেও
 বিশ্বের অধিকাংশ সমাজে তাদের সবসময় আলাদা করে নিচু দৃষ্টিতে দেখা হয়ে থাকে। 

ফলে তাদের সমাজে গ্রহণযোগ্যতা, সমমর্যাদা ও আইনের দৃষ্টিতে সমতা প্রতিষ্ঠার  জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে।

শুধুমাত্র যৌন প্রবৃত্তি ও লিঙ্গ পরিচয়ের কারণে মানবাধিকার লংঘনের ঘটনা সারা বিশ্বে আজ গুরুত্বর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

Monday, April 18, 2022

JusticeMakers Bangladesh and BIHR's Joint Statement of Solidarity with Civilian Populations and a Call for a Negotiated End to the War in Ukraine


We, civil society groups from the five continents of the world working together for a just, peaceful, sustainable and prosperous world, jointly call for a negotiated solution to end the war in Ukraine as promptly and swiftly as possible. This must include an immediate cessation of hostilities against civilians and the removal of Russian military forces and weaponry from Ukraine, coupled with an agreed statement and provision of security assurances by and for all parties.

Friday, April 15, 2022

মেহেরপূরে যৌন সংখ্যালঘু হিজরাকে নির্যাতন ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন।

মেহেরপুরের গাংনীতে যৌন সংখ্যালঘু সমকামী হিজরা সম্প্রদায়ের এক ব্যক্তিকে নির্যাতন করার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

একই সাথে উক্ত ঘটনার সাথে জড়িত অপরাধীকে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ ।

গতকাল ১৪ এপ্রিল ২০২২ খ্রীষ্টাব্দ তারিখে মাথাভাংগা ডট কমে প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, হিজরাদের চাঁদার দাবিতে অতিষ্ট হয়ে নদী নামের এক হিজরাকে পিটিয়েছেন ব্যবসায়ী। গতকাল বুধবার বিকেলে গাংনী উপজেলার বামন্দী বাজারে এ ঘটনা ঘটে।

Wednesday, March 23, 2022

BIHR and JusticeMakers Bangladesh are deeply concerned over media exposure of the identity of homosexual lesbian girls.

Bangladeshi Human rights organizations Bangladesh Institute of Human Rights (BIHR) and JusticeMakers Bangladesh have expressed deep concern over the media exposure the identity of homosexual lesbian girls who has come from Noakhali to meet her girlfrind at Tangail.

At the same time, BIHR and JusticeMakers Bangladesh have demanded to respect the love of homosexual lesbian teenagers and esure their adiquet and proper security and protection.

According to the news published in different media, it is known that love relationship developed between two teenager girls through Facebook. These two girls have come together after crossing a long distance due to the affection of love. 

Monday, March 14, 2022

মানবাধিকার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে যোগদানের উদ্দেশ্যে মানবাধিকার আইনজীবী শাহানূর ইসলামের লুক্সেমবার্গ গমন।


লুক্সেমবার্গ পররাষ্ট্র ও ইউরোপিয়ান বিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রনে মানবাধিকার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে যোগদানের উদ্দেশ্যে মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম আজ লুক্সেমবার্গ গমন করেন।

এশিয়া ইউরোপ ফাউণ্ডেশন, সিঙ্গাপুর, সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনীত রাউল ওয়ালেংবার্গ ইন্সটিউট, সুইডেন,পররাষ্ট্র ও ইউরোপ বিষয়ক মন্ত্রণালয়, ফ্রান্স, পররাষ্ট্র বিষয়ক বিভাগ, ফিলিপাইন, পররাষ্ট্র বিষয়ক বিভাগ, সুইজারল্যান্ড এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়, চীন এর সহযোগীতায় সেমিনারটি আয়োজন করছে লুক্সেমবার্গ পররাষ্ট্র ইউরোপ বিষয়ক মন্ত্রণালয়।

Monday, February 21, 2022

বালুমহালের নামে ফসলী জমি কাটার অভিযোগে আদালতের সুয়োমোটো মামলা!


নওগাঁ জেলাধীন বদলগাছি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিতছোট যমুনা নদীর বালুমহালের বালু উত্তোলনের নামে নদী তীর সংলগ্ন ফসলী জমির মাটি কাটার অভিযোগে নওগাঁর আদালতে সুয়োমটো মামলা হয়েছে! 
মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব ও জেলা এডভোকেট বার এসোসিয়েশন, নওগাঁর বিজ্ঞ আইনজীবী শাহানূর ইসলাম সৈকত গত ২০শে ফ্রেব্রুয়ারী জনস্বার্থে বদলগাছি থানার এখতিয়ার সম্পন্ন নওগাঁর বিজ্ঞ আমলী আদালতে এ সংক্রান্তে দৈনিক করতোয়াসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রদর্শন ও উত্থাপনপূর্বক বিজ্ঞ বিচারকের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রার্থনা করেন। 

Saturday, January 22, 2022

JusticeMakers Bangladesh concerns over the physical abuse of trans-woman beauty vlogger in Dhaka.

Bangladeshi human rights organization JusticeMakers has expressed concern over the recent incident of holding captive, black mailing and physical abuse of a beauty vlogger transgender woman in Dhaka. It also urges to the government of Bangladesh to immediate action against culprits who were involved with the heinous crime against transgender woman and bring the culprits before the book and give exemplary punishment after quick and impartial investigation.

According to the news published on different newspaper that transgender beauty vlogger Saad Mua has claimed that she was held captive by a man and a woman in Dhaka's Bashundhara residential area recently and brought allegations of blackmail, physical and verbal abuse.

Monday, January 10, 2022

যশোরে যৌন সংখ্যালঘু সমকামী হিজরা ব্যাক্তিকে হত্যার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন।

যশোরে যৌন সংখ্যালঘু সমকামী হিজরা সম্প্রদায়ের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

একই সাথে যশোরে যৌন সংখ্যালঘু সমকামী হিজড়া ব্যক্তিকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার পূর্বক বিচারে সোপর্দ করে দায়ীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ ।

গত ০৯ জানুয়ারী ২০২২ খ্রীষ্টাব্দ দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, গত ০৮ জানুয়ারী শনিবার সকালে যশোর-ছুটিপুর সড়কের হালসা ব্রিজের কাছে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে লাভলী (৩০) নামে এক হিজড়া খুন হয়েছে।

Thursday, December 9, 2021

Concern about inadequate World Bank CSO engagement on key policy processes

JusticeMakers Bangladesh,and BIHR amongst with other Civil society organisations write to express their continued concern and frustration with the lack of adequate and substantive World Bank engagement on key policy processes, such as the IDA20 replenishment and Development Policy Financing retrospective. These processes are decisive pillars of the World Bank’s development assistance and lending policies in the post Covid-19 recovery context. Their design and implementation have a lasting impact on recipient countries across the world and it is the role of civil society to ensure that these processes are delivered in the public interest.

Wednesday, December 1, 2021

LETTER to UNSG: United Nations Regional Human Rights Commission in Asia.

Mr. António Guterres
Secretary General
United Nations

Dear Secretary General Guterres,

As a recognized UN organization together with Asian organizations and individuals listed below, we are writing to ask that you do all you can to bring about a United Nations Regional Human Rights Commission in Asia.

Considering that Asia is so large and diverse, the continent poses considerable challenges for organizations and individuals within the region to develop a harmonised approach to prevalent human rights issues, collaborate together and coordinate any human rights issues.

Tuesday, November 30, 2021

চট্রগ্রামে যৌন সংখ্যালঘু সমকামী কিশোরকে নির্যাতন, নগ্ন করে ভিডিও ধারণ ও চাঁদা আদায়ের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন।

চট্রগ্রামে রিয়াজ উদ্দীন বাজারে গগন মার্কেটের দ্বিতীয় তলায় যৌন সংখ্যালঘু সমকামী গে কিশোরকে নির্যাতনপূর্বক নগ্ন করে ভিডিও ধারণ ও ব্ল্যাক মেইলিং করে চাঁদা আদায়ের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।


একই সাথে উক্ত ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ ।

Monday, November 15, 2021

Freemuse, BIHR and JusticeMakers Bangladesh Joint call to end the investigation of band Meghdol

Image: Screenshot from Meghdol’s music video
 Esho Amar Shohore / Meghdol on 
YouTube

On 31 October 2021, the Metropolitan Magistrate Court ordered the Police Bureau of Investigation (PBI) to investigate members of the rock band Meghdol three days after a legal complaint was filed against them for allegedly insulting “religious sentiments” during one of their performances.

“Investigating members of the band Meghdol over their music is in clear violation of the musicians’ human right to freely express themselves artistically,” said Gerd Elmark, Freemuse Interim Executive Director. “The right to freedom of expression is guaranteed by Article 19 of the ICCPR and should be protected. Artists should not be subjected to legal prosecution for their political beliefs or stances towards religion. We call on the Bangladeshi authorities to end the investigation against Meghdol.”

“We are gravely concerned over the incident of investigating members of music group Meghdol for hurting religious sentiment. […] Instead of constitution guaranteeing freedom of artistic expression as free-thinking, artists and activists are continuously facing obstacles and barriers to exercise their constitutional rights by state and non-state actors in Bangladesh. […],” said Shahanur Islam, Secretary General, Bangladesh Institute of Human Rights (BIHR) and JusticeMakers Bangladesh. “We are urging the Prime Minister of Bangladesh to do everything in her power to ensure to drop the case against members of Meghdol after a full and impartial investigation into the reported case […].”

Thursday, November 11, 2021

CCBE urges for impartial investigation into attack against Lawyer Shahanur Islam!

The Council of Bars and Law Societies of Europe (CCBE) urges Prime Minister of Bangladesh H.E. Sheikh Hasina to do everything in her power to ensure that a full and impartial investigation into the reported attack is being carried out, with a view to bringing those responsible to justice in accordance with international standards, as well as to ensure the safety of lawyer Shahanur Islam and his family members, since they believe that the continuous harassment against Mr. Shahanur Islam is based solely on his legitimate activities as a human rights lawyer.

The CCBE also express its serious concern over the prosecution and continuous harassment of lawyer Shahanur Islam as well as draw attention to the United Nations Basic Principles on the Role of Lawyers, in particular Principles 16, 17 and 18 on Guarantees for the functioning of lawyers and Principle 23 on Freedom of expression and association.

Monday, November 1, 2021

BIHR Joint Statement: No Climate Justice without Debt Justice

The climate emergency is fuelling the accumulation of debt in countries in the global south.

Countries suffering from the worst impacts of climate change have contributed very little to it, yet they are facing more expensive borrowing costs because of their climate vulnerabilities. They are left with almost no option but to borrow to finance climate mitigation and adaptation, and fund reconstruction and recovery after an extreme climate event. Countries that have accumulated unsustainable debt levels have reduced fiscal space and opportunities to invest in adaptation and mitigation, as well as to recover from loss and damage from increasingly severe climate extreme events, slow onset events and environmental hazards. At the same time, climate finance - which should respond to the principle of common but differentiated responsibilities, as formulated in the 1992 Rio Principles to reflect historical climate debt - is being delivered mainly through loans and debt-creating modalities, placing the financial burden onto the shoulders of the global south.