Tuesday, March 18, 2025

Press & Public Statement: JMBF Strongly Condemns the Continuous Attacks on Minorities in Bangladesh and Demands Immediate International Intervention

(বাংলায় বিবৃতিটি পড়তে, অনুগ্রহপূর্বক ইংরেজি ভার্ষণের শেষে দেখুন)
Paris, France | March 18, 2025: France-based human rights watchdog JusticeMakers Bangladesh in France (JMBF) strongly condemns the ongoing violence and systematic persecution of religious minorities and indigenous communities in Bangladesh during the tenure of the current interim government led by former Nobel Laureate for Peace, Professor Muhammad Yunus. The recent surge in murders, rapes, religious persecution, and the destruction of homes and businesses exposes a severe human rights crisis and clear violations of fundamental rights, demanding urgent action from the international community.

According to a report published by reputable news media in Bangladesh on March 13, 2025, JMBF has learned that Bangladesh has witnessed a horrifying 92 incidents of violence against minorities in just the first two months of 2025 (January and February). During this period, 11 minority individuals were murdered, and three women were subjected to rape. Places of worship have been direct targets, with 25 attacks on temples, and there has been at least one documented case of religious defamation. Additionally, six incidents of violent attacks against indigenous people have been reported.

The violence has not been limited to physical attacks; it has extended into economic and social oppression. Over these two months, 38 cases of targeted attacks, vandalism, and looting of homes and businesses have been documented. Furthermore, two individuals have lost their jobs due to their religious identity, and six other unspecified attacks have also been reported.

The scale of persecution becomes even more alarming when looking at the months following the stepping down of the Bangladesh Awami League-led government. Between August 4 and December 31, 2024, a shocking 2,184 incidents of targeted attacks on minorities took place across the country. During this period, 32 people were murdered, and 133 places of worship were attacked. The violence against women continued, with 13 cases of sexual violence, including rape, reported.

Communities faced widespread destruction and displacement, with 1,906 incidents of attacks, vandalism, looting, and disorder recorded. The economic survival of minority groups was further threatened by 47 cases of land and business establishment seizures, alongside 38 incidents of brutal physical assault. Meanwhile, the rise of religious intolerance became evident through 15 allegations of religious defamation, further marginalizing already vulnerable populations.

Robert Simon, a prominent French human rights activist and Chief Adviser of JMBF expressed deep concern over the unfolding atrocities, stating, "The systematic attacks on religious minorities in Bangladesh represent a horrific and deliberate assault on fundamental human rights. The interim government’s silence and failure to act make it clear that there is no political will to protect these communities. The international community must take immediate action to hold the Bangladeshi authorities accountable. This is not just a domestic issue—it is a crisis that demands global attention."

Advocate Shahanur Islam, a Bangladeshi human rights lawyer and the Founder President of JMBF, condemned the government’s complicity and called for urgent international intervention. 
He stated, "The level of persecution in Bangladesh today is unparalleled in recent history. The government’s inaction in the face of over 2,000 targeted attacks is unacceptable. We demand an independent international investigation into these crimes, justice for the victims, and immediate security measures to protect religious minorities and indigenous people. JMBF will continue to fight against this injustice until Bangladesh ensures equal rights and protection for all its citizens. We call upon the UN, the EU, and the international human rights community to intervene before the situation worsens further."

Urgent Calls for International Action

JMBF firmly believes that justice cannot wait. The failure of the interim government led by Professor Muhammad Yunus to prevent these targeted attacks demonstrates a pattern of state-backed persecution and impunity. If the violence continues unchecked, Bangladesh’s minority communities face the risk of systematic displacement, further oppression, and irreparable losses.

JMBF urgently calls upon the United Nations, the European Parliament, various governments, and global human rights organizations to take immediate and decisive action. The organization demands a full, independent international investigation into crimes against minorities and legal justice and reparations for the victims.

Furthermore, JMBF calls for strong diplomatic and economic consequences against the Bangladeshi authorities if the persecution of minorities persists. The UN and other international organizations must deploy human rights monitoring mechanisms to prevent further escalation of violence.

The world cannot afford to turn a blind eye to the atrocities unfolding in Bangladesh. JusticeMakers Bangladesh in France remains committed to advocating for the rights of persecuted communities and holding those in power accountable for their actions. The time to act is now—before more innocent lives are lost.

For further information, media inquiries, or to support our cause, please contact:


Rezaul Hoque
Coordinator & Member
JusticeMakers Bangladesh in France (JMBF)
107 Rue Gallieni, 93000 Bobig
Email: info@jmbf.org
Phone: +33 (0)7 83 95 23 15
Website: www.jmbf.org

#StopPersecution #JusticeForBangladesh #HumanRightsMatter #JMBF

প্রেস ও পাবলিক বিবৃতি: জেএমবিএফ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চলমান হামলা ও অবিচারের তীব্র নিন্দা করছে এবং তাৎক্ষণিক আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানাচ্ছে! 

প্যারিস, ফ্রান্স | ১৮ মার্চ, ২০২৫: ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংস্থা জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে যৌন প্রবৃত্তিগত ও ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসী জনগণের বিরুদ্ধে চলমান সহিংসতা ও বৈষম্যমূলক নিপীড়নের তীব্র নিন্দা জানাচ্ছে। সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের হত্যা, ধর্ষণ, নির্যাতন, এবং তাদের বাড়িঘর ও ব্যবসায় হামলা ও ধ্বংসের ঘটনা মানবাধিকার লঙ্ঘনের এক গুরুতর সংকট সৃষ্টি করেছে। এই সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে জেএমবিএফ।

১৩ মার্চ, ২০২৫ তারিখে বাংলাদেশে প্রকাশিত সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, জেএমবিএফ জানতে পারে যে, ২০২৫ সালের প্রথম দুই মাস (জানুয়ারি ও ফেব্রুয়ারি) সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়কে টার্গেট করে মোট ৯২টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১১টি হত্যার ঘটনা, ৩টি ধর্ষণ, ২৫টি মন্দিরে হামলা, ১টি ধর্ম অবমাননার অভিযোগ, ৬টি আদিবাসীদের ওপর হামলা, ৩৮টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান হামলা, ভাংচুর ও লুটপাট, ২টি চাকরি থেকে অপসারণ এবং ৬টি অন্যান্য হামলার ঘটনা ঘটেছে।

গত ৪ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ-নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের পরবর্তী মাসগুলিতে নিপীড়নের মাত্রা আরো উদ্বেগজনক হয়ে উঠেছে। ৪ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাঁচ মাসে সংখ্যালঘুদের উপর ২১৮৪টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩২টি হত্যার ঘটনা, ১৩৩টি উপাসনালয়ে হামলা, ১৩টি নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা, ১৯০৬টি বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ, ৪৭টি জমি ও ব্যবসা দখল, ৩৮টি শারীরিক নির্যাতন, এবং ১৫টি ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বিপন্ন জনগণের প্রতি আরও বৈষম্য সৃষ্টি হচ্ছে।

ফরাসি মানবাধিকার কর্মী এবং জেএমবিএফ এর প্রধান উপদেষ্টা রবার্ট সাইমন সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, "বাংলাদেশে ধর্মীয়, জাতিগত এবং যৌন সংখ্যালঘুদের বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণগুলো একটি ভয়াবহ এবং উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ, যা মৌলিক মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ। অন্তর্বর্তী সরকারের নীরবতা এবং কার্যক্রমে ব্যর্থতা স্পষ্টভাবে এই সম্প্রদায়গুলোকে রক্ষা করার রাজনৈতিক ইচ্ছার অভাব নির্দেশ করে। এটি আর শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা নয়, এটি একটি সংকট যা বিশ্বব্যাপী মনোযোগ দাবি করে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান সহিংসতা বন্ধে তৎক্ষণাত পদক্ষেপ নিতে হবে।"

বাংলাদেশি মানবাধিকার আইনজীবী এবং জেএমবিএফ এর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম সৈকত, চলমান সহিংসতা বন্ধে সরকারের দায়িত্বহীনতার নিন্দা করে এবং তাৎক্ষণিক আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, "বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে ধরনের নির্যাতন হচ্ছে, তা সাম্প্রতিক ইতিহাসে অতুলনীয়। ২,০০০-এরও বেশি পরিকল্পিত আক্রমণের সম্মুখীন হওয়া সত্ত্বেও সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থতা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা এই অপরাধগুলোর জন্য একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত, ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার এবং সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য তৎক্ষণাত পদক্ষেপ দাবি করছি। জেএমবিএফ যতক্ষণ না বাংলাদেশ সকল নাগরিকের জন্য সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করবে, ততক্ষণ এই অন্যায়গুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। আমরা জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার সম্প্রদায়কে এই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছি।"

জেএমবিএফ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে প্রফেসর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এইসব পরিকল্পিত আক্রমণগুলো প্রতিরোধে ব্যর্থতা একটি রাজ্য-সমর্থিত নিপীড়ন এবং দায়মুক্তির উদাহরণ। যদি সহিংসতা অব্যাহত থাকে, তবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ঝুঁকি আরও বৃদ্ধি পাবে, এবং তাদের প্রতি আরো নিপীড়ন ও অপ্রতিরোধ্য ক্ষতি হতে পারে।

জেএমবিএফ জাতিসংঘ, ইউরোপীয় পার্লামেন্ট, বিভিন্ন রাষ্ট্রের সরকার এবং বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলোকে তৎক্ষণাৎ ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে। জেএমবিএফ একটি সম্পূর্ণ স্বাধীন আন্তর্জাতিক তদন্ত এবং সংখ্যালঘুদের জন্য আইনগত ন্যায়বিচার ও ক্ষতিপূরণ দাবি করছে।

এছাড়া, জেএমবিএফ সংখ্যালঘুদের প্রতি নিপীড়ন অব্যাহত থাকলে, বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে শক্তিশালী কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে এবং জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিয়মিতভাবে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তৎপর থাকতে বলছে।

জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) ভুক্তভোগী সম্প্রদায়ের অধিকার রক্ষায় এবং ক্ষমতাধরদের তাদের কর্মের জন্য জবাবদিহি করতে বাধ্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

অতিরিক্ত তথ্য, মিডিয়া অনুসন্ধান, অথবা আমাদের উদ্যোগে সমর্থন জানাতে, অনুগ্রহ করে যোগাযোগ করুন:


রেজাউল হক
সমন্বয়ক এবং সদস্য
জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)
ইমেইল: info@jmbf.org
ফোন: +33 (0)7 83 95 23 15
ওয়েবসাইট: www.jmbf.org

#StopPersecution #JusticeForBangladesh #HumanRightsMatter #JMBF

************************************************ 
JMBF is an independent non-profit, nonpartisan human rights organization registered in France with registration number W931027714 under the association law of 1901, dedicated to defending human rights, fighting for justice, and empowering communities in Bangladesh and beyond.

No comments:

Post a Comment