Showing posts with label JAMALPUR. Show all posts
Showing posts with label JAMALPUR. Show all posts

Thursday, December 28, 2023

প্রেস বিবৃতি: জামালপুর ও হবিগঞ্জে পুলিশ হেফাজতে শারীরিক নির্যাতনে দুই আসামী নিহতের অভিযোগের ঘটনায় জেএমবিএফ বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানিয়েছে।

প্যারিস, ফ্রান্স; ২৮ ডিসেম্বর ২০২৩: গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশের জামালপুর জেলার অন্তর্গত সরিষাবাড়ী থানায় এবং হবিগঞ্জ জেলার অন্তর্গত বানিয়াচং থানায় পুলিশ হেফাজতে নির্যাতনের কারণে আনোয়ার হোসেন ও গোলাম রব্বানী নামক দুইজন গ্রেফতারকৃত আসামীর কথিত মৃত্যুর অভিযোগের ঘটনায় ফ্রান্স ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে।


জেএমবিএফ বিচারিক ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে নিরপক্ষে তদন্তের মাধ্যমে উল্লেখিত মানবাধিকারের চরম লঙ্ঘনজনিত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের খুজে বের করে দ্রুত স্বচ্ছ বিচারের মাধ্যমে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবি করেছে।

বাংলাদেশে প্রকাশিত একাধিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, জামালপুর জেলার সরিষাবাড়ী থানাধীন চাপরকোনা গ্রামের আনোয়ার হোসেনকে (৪৫)গত ২৬ ডিসেম্বর বিকেলে চাঁপারকোনা বাজার থেকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় আনোয়ারকে থানায় আনার পর অসুস্থ হয়ে পড়ে। মধ্যরাত ১টার দিকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

STATEMENT: JMBF Calls for Justice and Accountability for the Alleged Two Deaths Due to Torture under Police Custody in Jamalpur & Habiganj

Paris, France; December 28, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF) is gravely concerned and outraged over the alleged death of Anwar Hossain and Golam Rabbani due to torture in police custody at Sarishabari Police Station under Jamalpur district and Baniachang Police Station under Habiganj district in Bangladesh, on December 26, 2023.

JMBF demands exemplary punishment for the culprits involved in the alleged gross human rights violation, investigating by forming an inquiry committee led by a judicial magistrate to ensure the highest levels of integrity and transparency in the proceedings.


Multiple news sources reported that Anwar Hossain (45) of village Chaparkona under Sarishabari police station in Jamalpur district was arrested on December 26 in the afternoon in connection with a case filed on December 25 for locking into an altercation with one Firoz Mia in Chaparkona market on December 10. Mushfiqur Rahman, officer-in-charge of Sarishabari police station, said Anwar fell ill after being brought to the police station on Tuesday evening. He died while being taken to Sarishabari Upazila Health Complex around 1 am. Mehedi Hasan, the duty doctor of Sarishabari Upazila Health Complex, said Anwar was brought dead to the hospital. An ECG was also performed to confirm his death. Police later handed over his dead body to his family after the completion of the autopsy by Jamalpur General Hospital. However, the deceased’s family claimed that Anwar died due to torture in custody. Anwar's wife, Alpana Begum, said that her husband was completely sound when he was picked up by the police, and her husband was killed due to torture by police in Sarishabari police station. His sister, Nurjahan Begum, demanded justice for the killing of her brother. Meanwhile, Sub-Inspector Sohel Rana, the investigating officer of the case, denied the family’s torture and murder allegations.