Tuesday, July 1, 2025

BANGLADESH: JMBF Deeply Concerned Over Repressive Cases Against 55 Senior Lawyers of Gazipur District Bar, Imprisonment of Two Seniors, and Interference with Professional Independence

To read the Bengali and French versions, please scroll down and click ‘More’.

Paris, France; July 1, 2025: The France-based human rights organization JusticeMakers Bangladesh in France (JMBF) is deeply concerned and alarmed that at least 55 experienced and senior lawyers of the Gazipur District Bar have faced more than 70 cases filed from August 2024 to June 2025. These cases arose in the context of student and mass movements during July-August 2024, accusing them of “murder,” “terrorism,” and “anti-state activities.”

Most of the accused have long held leadership roles within the Gazipur District Bar, serving as important pillars of the judicial system and performing their professional duties with honor.

JMBF is especially concerned that senior lawyers Advocate Abdur Rahman Master and 88-year-old Advocate Abdul Bari were arrested on October 15, 2024, and February 2, 2025, respectively, and are currently imprisoned. Considering their age, health, and fundamental right to legal assistance, they must be granted bail and released on humanitarian grounds.

JMBF further notes with alarm that, in the cases filed related to the July-August incidents last year, senior lawyers politically affiliated with or close to the Awami League have been denied permission to represent the accused in Gazipur courts and have even been barred from submitting powers of attorney on their behalf. This not only violates the rule of law but also constitutes a direct infringement of Articles 31 and 33 of the Bangladesh Constitution, Articles 7, 10, and 11 of the United Nations Universal Declaration of Human Rights (UDHR), and notably the “United Nations Basic Principles on the Role of Lawyers.”

Robert Simon, Chief Advisor of JMBF and prominent French human rights activist, said:“Such repressive actions against lawyers in Gazipur and other parts of Bangladesh are not only against the rule of law but also violate fundamental principles of international human rights and justice. An accused person has the right to competent legal assistance under all circumstances. If a lawyer is harassed for performing their professional duties, it is not just an insult to the judiciary but a breaking of the backbone of democracy.”

Advocate Shahanur Islam, founder president of JMBF and distinguished Bangladeshi human rights lawyer, said: “The state repression against senior and renowned lawyers in Gazipur represents a serious violation of human rights and professional independence. The involvement, arrest, and obstruction of senior lawyers in legal defense appear to be a sinister political tactic adopted by the Bangladesh Awami League and its allied organizations to shield their leaders and activists from punishment.

Our call is that lawyers should be able to practice their profession fearlessly, independently, and with dignity — this is not only the responsibility of the Bangladesh state but also a matter that must draw special attention from the international community.”

JMBF firmly believes that ensuring the professional independence and security of lawyers is a fundamental duty of the state in a society founded on the rule of law, justice, and human rights. Influencing the judiciary for any political reason, intimidating professionals, or depriving litigants of the right to legal assistance contradicts democracy.

Strong Demands of JMBF:
  • Immediate Withdrawal of Repressive Cases and Demand for Impartial Investigation: The cases filed against at least 55 senior lawyers of Gazipur district, accusing them of ‘murder,’ ‘terrorism,’ and ‘anti-state activities,’ are considered targeted and repressive by JMBF. We strongly demand the immediate withdrawal of these cases and call for impartial and independent investigations to identify the actual perpetrators and take legal action accordingly — instead of abusing the law to harass professionals.
  • Ensure Bail for Elderly and Ailing Lawyers: Advocate Abdur Rahman Master and Advocate Abdul Bari — both senior, respected, and long associated with the judiciary, with one being 88 years old — must be granted bail promptly on humanitarian grounds, considering their age, health, and fundamental right to legal aid, alongside other senior lawyers.
  • Stop Obstructing Lawyers from Performing Their Professional Duties: Preventing senior lawyers from submitting powers of attorney on behalf of accused persons or banning case proceedings based on political ideology is entirely unconstitutional. This violates Articles 31 and 33 of the Constitution, Articles 7, 10, and 11 of the UDHR, and the “United Nations Basic Principles on the Role of Lawyers.”Immediate and effective action must be taken against such unjust interference.
  • Ensure Professional Independence and Security: JMBF strongly urges the Government of Bangladesh, the Supreme Court, and the Bangladesh Bar Council to take effective and visible steps to protect the professional independence, security, and dignity of lawyers. Ensuring that lawyers do not become victims of political vengeance is the responsibility of the state.
  • Appeal for Effective Intervention by International Organizations: JMBF calls upon international human rights organizations, bar associations, and other lawyer organizations to monitor ongoing human rights violations in Gazipur and other parts of Bangladesh, protest accordingly, and provide legal and diplomatic assistance if necessary, so that professionals never face such intimidation again.
JMBF expresses solidarity with the victimized lawyers and reiterates its commitment to stand by all lawyers facing political and professional violence in Bangladesh, affirming its unwavering support for justice.

Thank you,


Advocate Mohammad Alamgir
General Secretary
JusticeMakers Bangladesh in France (JMBF)
Emeil: mohammad.alamgir@jmbf.org
Website: www.jmbf.org

Fact in Brief: (Based on reliable sources of JMBF)

At least 55 senior lawyers of Gazipur District Bar, including former presidents, general secretaries, treasurers, public prosecutors (PP), and government pleaders (GP), have faced at least 70 cases filed from August 2024 to June 2025, accusing them of murder, terrorism, and anti-state activities.

Most of these cases were filed in July-August 2024 at police stations such as Gacha, Basan, Sripur, Kaliakoir, and Uttara West in Gazipur, with some cases filed at Tongi West, Konabari, and Paltan police stations in Dhaka.

Charges include sections 302 (murder), 307 (attempt to murder), and 326 (grievous hurt) of the Penal Code 1860; sections 3, 4, and 5 of the Explosives Act 1908; and sections 6, 7, and 10 of the Anti-Terrorism Act 2009 (amended 2013).

Those named include former president Advocate Md. Wazuddin Mia, Md. Shah Alam Sarkar, and Sudip Kumar Chakraborty; former general secretary Advocate Samsul Alam Pradhan; former acting public prosecutor Advocate Mokbul Hossain Kajol; former treasurer Advocate Habibullah Belali; former joint general secretaries Advocates Majharul Islam Selim and Md. Kamrul Hasan; former library secretary Advocate Md. Shahidul Islam; former cultural secretaries Advocates Md. Hafizur Rahman and Md. Wasim Khalil.

Other former executive members include Bahadur Bepari, G.M. Rabbi, Md. Enamul Haque, Rezaul Karim Reza, Adnan Hossain, Minhajur Rahman Sumon, Md. Habibur Rahman Noyon, another Md. Habibur Rahman, Md. Nurul Amin, Bayezid Bostami, Md. Tipu Sultan, Md. Saeed Khan, Rezaur Rahman Laskar Mithu, Abdul Matin, and Abu Nasher bin Kabir Masum.

Additional accused include former auditor Advocate Roman Mondal, former sports secretary Advocate Md. Nurul Islam Nuru, and former joint general secretary Advocate Md. Ataur Rahman Khan.

Most of these lawyers have been active leaders of the Gazipur District Bar and have been associated with the judiciary for many years. Senior lawyers Advocate Abdur Rahman Master and 88-year-old Advocate Abdul Bari were arrested on October 15, 2024, and February 2, 2025, respectively, and are currently in jail.

Notably, since August 5, 2024, following the fall of the previous government, senior lawyers politically affiliated with or supported by the Bangladesh Awami League have been denied permission to represent accused persons in Gazipur courts and have been barred from submitting powers of attorney.

বাংলাদেশ: গাজীপুর জেলা আইনজীবী সমিতির ৫৫ জন সিনিয়র আইনজীবীর বিরুদ্ধে দমনমূলক মামলা, প্রবীণদের কারাবরণ ও পেশাগত স্বাধীনতায় হস্তক্ষেপে জেএমবিএফ গভীরভাবে উদ্বিগ্ন

প্যারিস, ফ্রান্স; ০১ জুলাই, ২০২৫:
ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছে যে, গাজীপুর জেলা আইনজীবী সমিতির অন্তত ৫৫ জন অভিজ্ঞ ও সিনিয়র আইনজীবীর বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র ও গণ-আন্দোলনের প্রেক্ষিতে “হত্যা”, “সন্ত্রাস” ও “রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের” অভিযোগ এনে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত প্রায় ৭০টির অধিক মামলা দায়ের করা হয়েছে।



এসব মামলায় অভিযুক্তদের অধিকাংশই বিচারিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গাজীপুর জেলা বারে দীর্ঘদিন যাবৎ নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং পেশাগত দায়িত্ব সুনামের সঙ্গে পালন করে আসছিলেন।

জেএমবিএফ বিশেষভাবে উদ্বিগ্ন যে, প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান মাস্টার ও ৮৮ বছর বয়সী অ্যাডভোকেট আব্দুল বারী যথাক্রমে ২০২৪ সালের ১৫ অক্টোবর ও ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি গ্রেফতার হন এবং বর্তমানে কারাগারে রয়েছেন। এমন প্রেক্ষাপটে তাঁদের বার্ধক্য, স্বাস্থ্য ও আইনি সহায়তার ন্যায্য অধিকার বিবেচনায় নিয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে জামিন ও মুক্তির ব্যবস্থা গ্রহণ জরুরি।

জেএমবিএফ আরও উদ্বেগজনকভাবে লক্ষ্য করছে যে, গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলাগুলোতে অভিযুক্তদের পক্ষে আওয়ামী লীগ বা মতাদর্শগতভাবে ঘনিষ্ঠ সিনিয়র আইনজীবীদের গাজীপুর আদালতে মকদ্দমা পরিচালনার অনুমতি দেওয়া হয়নি এবং তাঁদের পক্ষে ওকালতনামা দাখিল করতেও বাধা দেওয়া হয়েছে। এটি শুধু আইনের শাসনের পরিপন্থী নয়, বরং বাংলাদেশ সংবিধানের ৩১ ও ৩৩ অনুচ্ছেদ, জাতিসংঘ মানবাধিকার ঘোষণার (UDHR) ৭, ১০ ও ১১ ধারা, এবং বিশেষ করে “United Nations Basic Principles on the Role of Lawyers”-এর সরাসরি লঙ্ঘন।

জেএমবিএফ-এর প্রধান উপদেষ্টা, প্রখ্যাত ফরাসি মানবাধিকারকর্মী রবার্ট সিমন বলেন: “গাজীপুরসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আইনজীবীদের বিরুদ্ধে এ ধরনের দমনমূলক পদক্ষেপ শুধু আইনের শাসনের পরিপন্থী নয়, এটি আন্তর্জাতিক মানবাধিকার ও ন্যায়বিচারের মৌলিক নীতিমালার লঙ্ঘন। একজন অভিযুক্ত ব্যক্তি যেকোনো পরিস্থিতিতে যোগ্য আইনজীবীর সহায়তা পাওয়ার অধিকার রাখেন। কোনো আইনজীবীকে যদি তাঁর পেশাগত দায়িত্ব পালনের জন্য হয়রানির শিকার হতে হয়, তবে সেটি শুধু বিচারব্যবস্থার অপমান নয়, বরং গণতন্ত্রের মেরুদণ্ড ভেঙে দেওয়ার শামিল।”

জেএমবিএফ-এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট বাংলাদেশি মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহানুর ইসলাম বলেন: “গাজীপুরে প্রবীণ ও খ্যাতনামা আইনজীবীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় দমন-পীড়নের যে চিত্র ফুটে উঠেছে, তা মানবাধিকার ও পেশাগত স্বাধীনতার গুরুতর লঙ্ঘন। এসব মামলায় আইনজীবীদের জড়ানো, গ্রেফতার এবং সিনিয়র আইনজীবীদের আইনি লড়াইয়ে বাধা দেওয়ার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাজা থেকে রক্ষার এক হীন রাজনৈতিক কৌশল গ্রহণ করেছে বলে প্রতীয়মান হচ্ছে।
আমাদের আহ্বান, আইনজীবীরা যেন নির্ভয়ে, স্বাধীনভাবে ও মর্যাদার সঙ্গে তাঁদের পেশা পরিচালনা করতে পারেন—এটি শুধু বাংলাদেশের রাষ্ট্রীয় দায় নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়েরও বিশেষভাবে নজরে আনার মতো বিষয়।”

জেএমবিএফ দৃঢ়ভাবে বিশ্বাস করে, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি সমাজে আইনজীবীদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা, পেশাজীবীদের ভয়ভীতি প্রদর্শন বা বিচারপ্রার্থীর আইনগত সহায়তা লাভের অধিকার হরণ করা গণতন্ত্রের পরিপন্থী।

জেএমবিএফ-এর সুস্পষ্ট ও জোরালো দাবিসমূহ:
১. অবিলম্বে দমনমূলক মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি: গাজীপুর জেলার অন্তত ৫৫ জন সিনিয়র আইনজীবীর বিরুদ্ধে যেসব ‘হত্যা’, ‘সন্ত্রাস’, ও ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও দমনমূলক বলে আমরা মনে করি। জেএমবিএফ জোর দাবি জানাচ্ছে, এসব মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক এবং নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক—না যে পেশাজীবীদের হয়রানির হাতিয়ার হিসেবে আইনের অপব্যবহার করা হবে।

২. প্রবীণ ও অসুস্থ আইনজীবীদের জামিন নিশ্চিতকরণ: অ্যাডভোকেট আব্দুর রহমান মাস্টার ও অ্যাডভোকেট আব্দুল বারী—দুজনেই প্রবীণ, সম্মানিত এবং দীর্ঘকাল ধরে বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত। তাঁদের একজন ৮৮ বছর বয়সী। বার্ধক্য, শারীরিক অবস্থা ও আইনি সহায়তা পাওয়ার মৌলিক অধিকার বিবেচনায় নিয়ে তাঁদের এবং অন্যান্য প্রবীণ আইনজীবীদের জামিন দ্রুত ও মানবিক দৃষ্টিভঙ্গিতে নিশ্চিত করতে হবে।

৩. আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান বন্ধ করুন: মামলা পরিচালনার ক্ষেত্রে অভিযুক্তদের পক্ষে সিনিয়র আইনজীবীদের ওকালতনামা দাখিল করতে না দেওয়া, কিংবা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে মকদ্দমা পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপ করা সম্পূর্ণ অসাংবিধানিক। এটি সংবিধানের ৩১ ও ৩৩ অনুচ্ছেদ, জাতিসংঘ মানবাধিকার ঘোষণার (UDHR) ৭, ১০ ও ১১ ধারা এবং “United Nations Basic Principles on the Role of Lawyers”-এর সরাসরি লঙ্ঘন। এ ধরনের অন্যায় হস্তক্ষেপের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

৪. পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে: বাংলাদেশ সরকার, সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশ বার কাউন্সিলকে জেএমবিএফ দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছে, আইনজীবীদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর ও দৃষ্টিগোচর পদক্ষেপ গ্রহণ করা হোক। একজন আইনজীবী যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন—এটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

৫. আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকর হস্তক্ষেপ কামনা: জেএমবিএফ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বার অ্যাসোসিয়েশন ও অন্যান্য আইনজীবী সংগঠনসমূহের প্রতি আহ্বান জানাচ্ছে, গাজীপুরসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলমান এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পর্যবেক্ষণ করুন, যথাযথ প্রতিবাদ জানান এবং প্রয়োজনে আইনগত ও কূটনৈতিক সহায়তা দিন, যাতে ভবিষ্যতে পেশাজীবীরা আর এ ধরনের ভয়ভীতির মুখোমুখি না হন।

জেএমবিএফ ভুক্তভোগী আইনজীবীদের প্রতি সংহতি প্রকাশ করছে এবং বাংলাদেশে চলমান রাজনৈতিক ও পেশাগত সহিংসতার শিকার সকল আইনজীবীর পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে, এবং ন্যায়বিচারের পক্ষে অটল থাকার ঘোষণা দিচ্ছে।

ধন্যবাদান্তে,

অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর
মহাসচিব
জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)
ইমেলঃ mohammad.alamgir@jmbf.org
ওয়েবসাইটঃ www.jmbf.org

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: (জেএমবিএফ-এর নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে)

গাজীপুর জেলা আইনজীবী সমিতির ৫৫ আইনজীবীর বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসের মামলা: প্রবীণ দুই আইনজীবী কারাগারে, অভিযুক্তদের পক্ষে ওকালতনামা দাখিলে বাধা

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, পাবলিক প্রসিকিউটর (পিপি), গভর্নমেন্ট প্লিডার (জিপি)সহ অন্তত ৫৫ জন সিনিয়র আইনজীবীর বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত অন্তত ৭০টি মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলার বেশিরভাগই ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” ও কথিত “গণ-অভ্যুত্থান”কে কেন্দ্র করে গাজীপুরের গাছা, বাসন, শ্রীপুর, কালিয়াকৈর ও উত্তরা পশ্চিম থানায় এবং কিছু মামলা টঙ্গী পশ্চিম, কোনাবাড়ী ও ঢাকার পল্টন থানায় দায়ের করা হয়।

অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০২ (হত্যা), ৩০৭ (হত্যাচেষ্টা), ৩২৬ (গুরুতর জখম), বিস্ফোরক দ্রব্যাদি আইন, ১৯০৮-এর ৩, ৪ ও ৫ ধারা এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৬, ৭ ও ১০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

তালিকাভুক্তদের মধ্যে রয়েছেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ ওয়াজউদ্দিন মিয়া, মোঃ শাহ আলম সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী। এছাড়া রয়েছেন সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামসুল আলম প্রধান, সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল, সাবেক কোষাধ্যক্ষ অ্যাডভোকেট হাবিবুল্লাহ বেলালী, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম ও মোঃ কামরুল হাসান, সাবেক লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম, এবং সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান ও মোঃ ওয়াসিম খলিল।

এছাড়াও রয়েছেন সাবেক কার্যকরী সদস্য বাহাদুর বেপারী, জি.এম. রাব্বী, মোঃ এনামুল হক, রেজাউল করিম রেজা, আদনান হোসেন, মিনহাজুর রহমান সুমন, মোঃ হাবিবুর রহমান নয়ন, মোঃ হাবিবুর রহমান (অন্য একজন), মোঃ নুরুল আমিন, বায়েজিদ বোস্তামী, মোঃ টিপু সুলতান, মোঃ সায়িদ খান, রেজাউর রহমান লষ্কর মিঠু, আব্দুল মতিন ও আবু নাছের বিন কবির মাসুম।

অভিযোগ রয়েছে আরও কয়েকজনের বিরুদ্ধেও, যাঁদের মধ্যে রয়েছেন সাবেক অডিটর অ্যাডভোকেট রোমান মণ্ডল, সাবেক ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম নুরু এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আতাউর রহমান খান।

এই আইনজীবীদের অধিকাংশই গাজীপুর জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিচারব্যবস্থার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। প্রবীণ দুই আইনজীবী—অ্যাডভোকেট আব্দুর রহমান মাস্টার ও ৮৮ বছর বয়সী অ্যাডভোকেট আব্দুল বারী যথাক্রমে ২০২৪ সালের ১৫ অক্টোবর ও ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি গ্রেফতার হন এবং বর্তমানে তাঁরা কারাগারে রয়েছেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য, বিগত সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময় থেকে জুলাই-আগস্টের ঘটনায় দায়েরকৃত মামলাগুলোতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ অভিযুক্তদের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ-সমর্থিত বা মতাদর্শগতভাবে ঘনিষ্ঠ কোনো সিনিয়র আইনজীবীকে গাজীপুর আদালতে মকদ্দমা পরিচালনার অনুমতি দেওয়া হয়নি; এমনকি তাঁদের পক্ষে ওকালতনামাও দাখিল করতে দেওয়া হয়নি।

Bangladesh : JMBF profondément préoccupé par les affaires répressives contre 55 avocats seniors du Barreau du district de Gazipur, l’emprisonnement de deux aînés, et l’ingérence dans l’indépendance professionnelle

Paris, France ; 1er juillet 2025 : 
L’organisation de défense des droits humains basée en France, JusticeMakers Bangladesh en France (JMBF), est profondément préoccupée et alarmée par le fait qu’au moins 55 avocats expérimentés et seniors du Barreau du district de Gazipur ont fait l’objet de plus de 70 affaires déposées entre août 2024 et juin 2025. Ces affaires sont liées aux mouvements étudiants et populaires de juillet-août 2024, les accusant de « meurtre », « terrorisme » et « activités anti-étatiques ».

La plupart des accusés occupent depuis longtemps des postes de direction au sein du Barreau du district de Gazipur, servant de piliers importants du système judiciaire et accomplissant leurs devoirs professionnels avec honneur.

Le JMBF est particulièrement préoccupé par le fait que les avocats seniors, Maître Abdur Rahman Master et l’avocat Abdul Bari, âgé de 88 ans, ont été arrêtés respectivement les 15 octobre 2024 et 2 février 2025, et sont actuellement emprisonnés. Compte tenu de leur âge, de leur santé et de leur droit fondamental à l’assistance juridique, il est urgent qu’ils bénéficient d’une mise en liberté sous caution et soient libérés pour des raisons humanitaires.

Le JMBF note également avec inquiétude que, dans les affaires déposées liées aux incidents de juillet-août de l’année dernière, des avocats seniors politiquement affiliés ou proches de la Ligue Awami ont été privés de la permission de représenter les accusés dans les tribunaux de Gazipur et même empêchés de soumettre des procurations en leur nom. Cela constitue non seulement une violation de l’État de droit, mais aussi une atteinte directe aux articles 31 et 33 de la Constitution du Bangladesh, aux articles 7, 10 et 11 de la Déclaration universelle des droits de l’homme (DUDH) des Nations Unies, et plus particulièrement aux « Principes fondamentaux des Nations Unies sur le rôle des avocats ».

Robert Simon, conseiller en chef du JMBF et militant français des droits humains, a déclaré : « Ces actions répressives contre les avocats à Gazipur et ailleurs au Bangladesh ne sont pas seulement contraires à l’État de droit, elles violent aussi des principes fondamentaux des droits humains internationaux et de la justice. Une personne accusée a le droit à une assistance juridique compétente en toutes circonstances. Si un avocat est harcelé pour avoir accompli ses devoirs professionnels, ce n’est pas seulement une insulte à la justice, mais une rupture de l’épine dorsale de la démocratie. »

L’avocat Shahanur Islam, président fondateur du JMBF et éminent avocat bangladais des droits humains, a déclaré : « La répression étatique contre des avocats seniors et renommés à Gazipur constitue une grave violation des droits humains et de l’indépendance professionnelle. L’implication, l’arrestation et l’obstruction des avocats seniors dans la défense juridique semblent être une tactique politique sinistre adoptée par la Ligue Awami du Bangladesh et ses organisations alliées pour protéger leurs dirigeants et activistes de toute punition.

Notre appel est que les avocats puissent exercer leur profession sans peur, en toute indépendance et dignité — c’est non seulement une responsabilité de l’État bangladais, mais aussi un sujet qui doit attirer une attention particulière de la communauté internationale. »

Le JMBF est fermement convaincu que garantir l’indépendance professionnelle et la sécurité des avocats est un devoir fondamental de l’État dans une société fondée sur l’État de droit, la justice et les droits humains. Influencer la justice pour des raisons politiques, intimider les professionnels ou priver les justiciables de leur droit à une assistance juridique est contraire à la démocratie.

Demandes claires et fermes du JMBF :
  • Retrait immédiat des affaires répressives et demande d’enquête impartiale : Les affaires déposées contre au moins 55 avocats seniors du district de Gazipur, les accusant de « meurtre », « terrorisme » et « activités anti-étatiques », sont considérées par le JMBF comme ciblées et répressives. Nous exigeons le retrait immédiat de ces affaires et appelons à des enquêtes impartiales et indépendantes pour identifier les vrais auteurs et engager des poursuites légales appropriées — au lieu d’abuser de la loi pour harceler des professionnels.
  • Garantir la mise en liberté sous caution des avocats âgés et malades : Maître Abdur Rahman Master et Maître Abdul Bari — tous deux seniors, respectés et de longue date associés à la magistrature, dont l’un âgé de 88 ans — doivent obtenir sans délai une mise en liberté sous caution pour raisons humanitaires, compte tenu de leur âge, santé et droit fondamental à l’assistance juridique, ainsi que d’autres avocats seniors.
  • Cesser d’entraver les avocats dans l’exercice de leurs fonctions professionnelles :Empêcher des avocats seniors de soumettre des procurations au nom des accusés ou interdire la procédure judiciaire pour des raisons d’idéologie politique est totalement anticonstitutionnel. Cela viole les articles 31 et 33 de la Constitution, les articles 7, 10 et 11 de la DUDH, ainsi que les « Principes fondamentaux des Nations Unies sur le rôle des avocats ». Des mesures immédiates et efficaces doivent être prises contre ces ingérences injustes.
  • Garantir l’indépendance et la sécurité professionnelles : Le JMBF exhorte fortement le gouvernement du Bangladesh, la Cour suprême et le Conseil des barreaux du Bangladesh à prendre des mesures effectives et visibles pour protéger l’indépendance professionnelle, la sécurité et la dignité des avocats. Assurer que les avocats ne deviennent pas des victimes de vengeance politique est une responsabilité étatique.
  • Appel à une intervention efficace des organisations internationales : Le JMBF appelle les organisations internationales des droits humains, les barreaux et autres associations d’avocats à surveiller les violations des droits humains en cours à Gazipur et ailleurs au Bangladesh, à protester en conséquence et à fournir assistance juridique et diplomatique si nécessaire, afin que les professionnels ne soient plus jamais intimidés.
Le JMBF exprime sa solidarité avec les avocats victimes et réaffirme son engagement à soutenir tous les avocats confrontés à la violence politique et professionnelle au Bangladesh, confirmant son soutien indéfectible à la justice.

Merci,


Maître Mohammad Alamgir
Secrétaire général
JusticeMakers Bangladesh en France (JMBF)
Mail: mohammad.alamgir@jmbf.org
Site web: www.jmbf.org

Faits en bref : (Basé sur des sources fiables du JMBF)

Au moins 55 avocats seniors du Barreau du district de Gazipur, y compris d’anciens présidents, secrétaires généraux, trésoriers, procureurs publics (PP) et plaideurs gouvernementaux (GP), ont fait face à au moins 70 affaires déposées entre août 2024 et juin 2025, les accusant de meurtre, terrorisme et activités anti-étatiques.

La plupart de ces affaires ont été déposées en juillet-août 2024 dans des commissariats tels que Gacha, Basan, Sripur, Kaliakoir et Uttara West à Gazipur, avec quelques affaires déposées aux commissariats de Tongi West, Konabari et Paltan à Dhaka.

Les chefs d’accusation comprennent les articles 302 (meurtre), 307 (tentative de meurtre) et 326 (blessures graves) du Code pénal de 1860, les articles 3, 4 et 5 de la Loi sur les explosifs de 1908, ainsi que les articles 6, 7 et 10 de la Loi antiterroriste de 2009 (amendée en 2013).

Parmi les nommés figurent l’ancien président Maître Md. Wazuddin Mia, Md. Shah Alam Sarkar, et Sudip Kumar Chakraborty ; l’ancien secrétaire général Maître Samsul Alam Pradhan ; l’ancien procureur public par intérim Maître Mokbul Hossain Kajol ; l’ancien trésorier Maître Habibullah Belali ; les anciens secrétaires généraux adjoints Maîtres Majharul Islam Selim et Md. Kamrul Hasan ; l’ancien secrétaire de la bibliothèque Maître Md. Shahidul Islam ; les anciens secrétaires culturels Maîtres Md. Hafizur Rahman et Md. Wasim Khalil.

D’autres anciens membres exécutifs comprennent Bahadur Bepari, G.M. Rabbi, Md. Enamul Haque, Rezaul Karim Reza, Adnan Hossain, Minhajur Rahman Sumon, Md. Habibur Rahman Noyon, un autre Md. Habibur Rahman, Md. Nurul Amin, Bayezid Bostami, Md. Tipu Sultan, Md. Saeed Khan, Rezaur Rahman Laskar Mithu, Abdul Matin et Abu Nasher bin Kabir Masum.

Sont également inculpés l’ancien auditeur Maître Roman Mondal, l’ancien secrétaire aux sports Maître Md. Nurul Islam Nuru, et l’ancien secrétaire général adjoint Maître Md. Ataur Rahman Khan.

La plupart de ces avocats ont été des leaders actifs du Barreau du district de Gazipur et sont associés à la magistrature depuis de nombreuses années. Les avocats seniors Maître Abdur Rahman Master et l’avocat Abdul Bari, âgé de 88 ans, ont été arrêtés respectivement les 15 octobre 2024 et 2 février 2025, et sont actuellement en prison.

Notamment, depuis le 5 août 2024, après la chute du précédent gouvernement, des avocats seniors affiliés politiquement ou soutenus par la Ligue Awami du Bangladesh se voient refuser la permission de représenter les accusés devant les tribunaux de Gazipur et sont empêchés de soumettre des procurations.

*********************************************************************************** 
JMBF is an independent non-profit, nonpartisan human rights organization registered in France with registration number W931027714 under the association law of 1901, dedicated to defending human rights, fighting for justice, and empowering communities in Bangladesh and beyond.

No comments:

Post a Comment