Saturday, May 6, 2023

Bangladeshi Human Rights Lawyer Shahanur Islam Meets with French Professor Dr. Philippe Benoit

Prominent Bangladeshi human rights activist and lawyer advocate Shahanur Islam and French human rights activist and Professor Dr. Philippe Benoit attended a bilateral meeting in Paris to discuss ongoing human rights violations in Bangladesh on yesterday 5th May. The meeting was also attended by Moinuddin Khan, a Bangladeshi human rights activist living in Paris.

During the two-hour-long meeting, the they discussed finding out a detailed strategic plan to stop the human rights violations committed against ethnic, social, religious, and sexual minorities in Bangladesh. They also discussed ways to ensure that journalists, lawyers, and human rights activists can perform their professional duties without fear.

In addition, the meeting focused on working together to provide easy access to various services available in France for Bangladeshi political asylum seekers, refugees, and immigrants.

Dr. Philippe Benoit is a Professor of Bengali Language and Literature at ILANCO University, Paris, while Advocate Shahanur Islam is the Founder Secretary General of JusticeMakers Bangladesh. Mr. Islam is currently staying in France as a laureate of the Marian Initiative for Human Rights Defenders program launched by the French President.

বাংলাদেশী মানবাধিকার আইনজীবী শাহানূর ইসলাম’এবং ফ্রান্স অধ্যাপক ড. ফিলিপ বেনোয়া’র বৈঠক

বাংলাদেশে ক্রমাগত চলামান মানবাধিকার লংঘন প্রতিরোধে একযোগে কাজ করার উদ্দেশ্যে বাংলাদেশী বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আইজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম এবং ফ্রান্সের মানবাধিকার কর্মী ও অধ্যাপক ড. ফিলিপ বেনোয়া’র দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল পারিসের মন্থমারেথ এ দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত উক্ত বৈঠকে অন্যান্যদের মধ্যে পারিসে বসবাসরত বাংলাদেশী মানবাধিকারকর্মী মঈনুদ্দীন খান উপস্থিত ছিলেন।

উক্ত বৈঠকে বাংলাদেশে চলমান জাতিগত, সামাজিক, ধর্মীয় ও যৌন সংখ্যালঘুদের প্রতি সংঘটিত মানবাধিকার লংঘনজনিত ঘটনা বন্ধে কৌশলগত পরিকল্পনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

তাছাড়া, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিষ্পেষিত সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকারকর্মীদের নির্ভিগ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিতে কাজ করার বিষয়ে উক্ত বৈঠকে আলোচনা হয়।

পাশাপাশি ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশী রাজনৈতিক আশ্ররপ্রার্থী, রিফুজি ও অভিবাসী ব্যক্তিদের ফ্রান্সে বিদ্যমান বিভন্ন সেবাসুমূহ সহজে প্রাপ্তি নিশ্চিত করতে একযোগে কাজ করার বিষয়ে উক্ত বৈঠকে আলোচনা হয়।

ড. ফিলিপ বেনোয়া প্যারিসের ইলানকো বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন।

জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব অ্যাডভোকেট শাহানূর ইসলাম বর্তমানে ফ্রান্স প্রেসিডেন্ট কর্তৃক প্রবর্তিত মেরিয়ান ইনিশিয়েটিভ ফর হিউম্যান রাইটস ডিফেন্ডারস প্রোগ্রামের লরিয়েট হিসেবে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন।


============================================================ Advocate Shahanur Islam | An Young, Ascendant, Dedicated Human Rights Defender, Lawyer and Blogger in Bangladesh, Fighting for Ensuring Human Rights, Rule of Law, Good Governance, Peace and Social Justice For the Victim of Torture, Extra Judicial Killing, Force Disappearance, Trafficking in Persons including Ethnic, Religious, Sexual and Social Minority People.

No comments:

Post a Comment