August 13, 2023

STATEMENT:JMBF Demands Prompt Justice for Transgender Woman's Murder in Brahmanbaria

[Paris, France: August 13, 2023] JusticeMakers Bangladesh in France (JMBF), a France base non-profit organization dedicated to defending human rights and advocating for justice, expresses profound concern and sorrow over the tragic killing of Sohel Rana, a transgender woman known as Dustu, in Brahmanbaria, Bangladesh. This distressing incident underscores the pressing need for immediate action to combat discrimination and violence against the LGBTQ+ community, particularly transgender individuals, within the nation.

August 12, 2023

JMBF Annual Report On Violence Against Lawyers in Bangladesh 2022

JMBF Annual Report on Violence Against Lawyers in Bangladesh 2022 by JusticeMakers Bangladesh in France (JMBF)

JusticeMakers Bangladesh in France (JMBF) Commences Operations in Paris

Defending human rights, Fighting for social justice, and empowering communities, the human rights organization JusticeMakers Bangladesh in France (JMBF) has officially launched its activities in Paris.

The momentous announcement of the nine-member executive committee of JusticeMakers Bangladesh in France (JMBF) was unveiled through unanimous consensus during an online general meeting held on June 1, 2023 (Thursday).

প্যারিসে মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)’ র পথ চলা শুরু!

মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচারের প্রতিষ্ঠা এবং নিপীড়িত সম্প্রদায়ের ক্ষমতায়নপ্রতিপাদ্যকে সামনে রেখে প্যারিসে মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) কার্যক্রম শুরু করেছে।

১লা জুন ২০২৩ (বৃহস্পতিবার) অনলাইনে অনুষ্টিত সাধারণ সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে বাংলাদেশী বিশিষ্ট মানবাধিকারকর্মী ও আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলামকে প্রেসিডেন্ট ও অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরকে সাধারন সম্পাদক করে জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) এর নয় সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনটির শুভ সুচনা করা হয়।

বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকার ও উন্নয়নকর্মী শরীফ মোস্তফা হেলাল ও তান্নি বিথি সরদারকে ভাইস প্রেসিডেন্ট এবং সানজিদা খানম সংগঠটির সহসাধারণ সম্পাদক হিসেবে সর্বসম্মতভাবে নির্বাচিত হোন। তাছাড়া,মইনুদ্দীন খান কোষাধ্যক্ষ এবং মোঃ আনিছার রহমান, অ্যাডভোকেট সাখিনা খাতুন ও মোসাঃ জান্নাতুল ফেরদৌস নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হোন।

August 10, 2023

জেএমবিএফ’’র বাংলাদেশে আইনজীবীদের বিরুদ্ধে সহিংসতার বার্ষিক প্রতিবেদন প্রকাশ!

প্যারিস, ফ্রান্স-আগস্ট ১০,২০২৩: জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)সম্প্রতি ২০২২ সালে বাংলাদেশে আইনজীবীদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার বেদনাদায়ক প্রবণতা সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে।

 উক্ত প্রতিবেদনে  ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে আইনঅজীবীরা পেশাগত দায়িত্ব পালনে যে সকল সহিংসতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তাঁর একটি ভয়াবহ চিত্র তুলে ধরেছে এবং উক্ত উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানিয়েছে।