“বাংলা ভাষার সম্পূর্ণ সংবাদ বিজ্ঞপ্তি পড়ার জন্য নিচে স্ক্রল করে ‘More’ এ ক্লিক করুন।” « Faites défiler vers le bas et cliquez sur “More” pour lire le communiqué de presse complet en bengali. »
FOR IMMEDIATE RELEASE
Paris, October 30, 2025: JusticeMakers Bangladesh in France (JMBF), with the technical support of the Council of Bars and Law Societies of Europe (CCBE), today released its groundbreaking report,“JMBF Report 2025: Crackdown Against Independence of Lawyers in Bangladesh under the Interim Government (August 2024 – September 2025).”
To access and download the full report in PDF format, please visit the following link : https://www.scribd.com/document/940509181/JMBF-Report-2025-Crackdown-on-Independence-of-Lawyers-in-Bangladesh-under-Interim-GovernmentResearched by Mosa Jannatul Ferdaus, Member of the Executive Committee of JMBF, and edited by Advocate Shahanur Islam, Founder President of JMBF, the report was prepared through systematic and regular monitoring of Bangladeshi news media, as well as information received from JMBF’s own network and partners. All reported incidents were verified, resulting in this comprehensive and evidence-based report.
The report, launched simultaneously in Paris, France, and Brussels, Belgium, documents alarming patterns of violence, intimidation, and systemic repression against lawyers in Bangladesh between August 2024 and September 2025, under the current interim government led by Nobel Laureate Prof. Muhammad Yunus, following the fall of the former Bangladesh Awami League–led government.
Advocate Shahanur Islam, prominent human rights lawyer and Founder President of JMBF, stated,“The Yunus-led Interim Government’s campaign against Bangladesh’s lawyers constitutes a systematic assault on justice, democracy, and the rule of law. By criminalizing legal defense through fabricated cases, arbitrary detention, physical violence, and professional disenfranchisement, the government has undermined citizens’ constitutional rights to a fair trial and independent representation.”
JMBF Chief Adviser, prominent French human rights activist Robert Simon, stated, “Without immediate domestic reform and sustained international pressure, the independence of the Bangladeshi legal profession—and with it, the rule of law—faces an irreversible collapse. We urge the global legal community, human rights organizations, and democratic governments to act decisively to protect lawyers, restore judicial independence, and hold perpetrators accountable.”
Chair of CCBE Human Rights Committee, Lawyer Barbara Porta, underlined that “The CCBE consistently stands in support of an autonomous, free, and independent legal profession. When the legal profession is silenced, society itself loses its voice.”
Alarming Evidence of State-Engineered Persecution
Drawing on 268 verified incidents affecting 849 lawyers, the report presents one of the most comprehensive records of state-sponsored persecution of the legal profession in Bangladesh’s history. It exposes a coordinated campaign to neutralize pro–Bangladesh Awami League (BAL) lawyers, silence political dissent, and subjugate the justice system.
Among its key findings:
§ Political Targeting as Core Strategy: 88% of incidents (236) and 93% of victims (795) involved lawyers affiliated with or perceived as supportive of the Awami League. Political belief was the dominant motive in 187 incidents affecting 730 victims.
§ Fabricated Charges and Judicial Harassment: 200 incidents (721 victims) involved false or politically motivated cases—including murder, attempted murder, sabotage, vandalism, and sedition. Authorities routinely invoked Section 54 of the CrPC, the Special Powers Act, and the Anti-Terrorism Act to justify arbitrary arrests and detentions.
§ Arbitrary Arrests, Detentions, and Torture: 75 incidents (203 victims) involved imprisonment, often following warrantless arrests or coerced “voluntary surrenders.” High-profile victims such as Barrister Turin Afroz endured brutal torture, cigarette burns, and gender-based humiliation in custody.
§ Physical Attacks and Murders: At least four lawyers were killed, including Advocate Sujon Mia (Moulvibazar), Advocate Saiful Islam (Chattogram), Advocate Abul Kalam (Comilla), and Advocate Nayan Sheikh (Bagerhat). JMBF documented 26 assaults, 7 chamber vandalism cases, and numerous acts of professional sabotage.
§ Suppression of Bar Associations: BNP–Jamaat-aligned lawyers forcibly occupied 16 bar committees, including the Bangladesh Bar Council and Supreme Court Bar Association, ousting elected BAL members. In 44 bar association elections, BAL lawyers were prevented from contesting through intimidation and fabricated charges.
§ Attacks on Judicial Independence: 46 judges and judicial officers were persecuted through arrests, forced resignations, or dismissals. Six Appellate Division justices, including one Chief Justice, were forced to resign, while others faced fabricated charges—evidence of systematic interference in the judiciary.
§ Gender-Based Persecution: Female lawyers, including Barrister Turin Afroz and Advocate Umaira Islam, were targeted with gender-based violence and degrading treatment, revealing a pattern of sexualized political repression.
§ Nationwide and Strategic in Nature: Dhaka recorded half of all incidents (123) and over 50% of victims (431), underscoring its political significance. Monthly trends showed surges in September–October 2024 and again in February–April 2025, revealing deliberate cycles of “shock crackdowns” to maintain fear and control.
Underlying Structural Challenges
JMBF identifies several institutional and legal failures enabling this repression:
§ Political Capture of Institutions: Courts, police, and bar associations have been co-opted by partisan interests, facilitating manipulation of nominations and denial of the right to practice.
§ Legal Tools of Repression: Sweeping powers under Section 54 of the CrPC, the Special Powers Act (1974), and the Anti-Terrorism Act (2009) have been systematically abused.
§ Impunity for Perpetrators: Murders, abductions, and assaults remain uninvestigated, reinforcing a climate of fear.
§ Polarization within the Legal Community: Political divisions prevent collective resistance to state control.
§ Media Censorship: Self-censorship and intimidation have restricted accurate reporting of abuses.
§ Collapse of Oversight: The absence of independent watchdogs enables continued persecution without accountability.
JMBF Recommendations
To address this crisis, JMBF calls for coordinated national, institutional, and international action:
To the Interim Government of Bangladesh
§ End Persecution Immediately: Drop fabricated cases, release detained lawyers, and reinstate suspended licenses and bar memberships.
§ Guarantee Judicial and Professional Independence: Uphold constitutional protections (Articles 31, 94, and 116A) and respect the UN Basic Principles on the Role of Lawyers.
§ Independent Investigations: Establish a National Commission of Inquiry, with international participation, to investigate murders, torture, and arbitrary arrests.
§ Repeal or Reform Repressive Laws: Amend or repeal Section 54 of the CrPC, the Special Powers Act, and abusive provisions of the Anti-Terrorism Act.
To the Bangladesh Bar Council and Bar Associations
§ Ensure Free and Fair Elections: Establish independent oversight of bar elections.
§ Protection Mechanisms: Create emergency funds, rapid-response legal defense units, and safe houses for threatened lawyers.
§ Professional Solidarity: Rebuild cross-party cooperation to protect the legal profession beyond political lines.
To the International Community
§ Apply Diplomatic Pressure: The UN, EU, Commonwealth, and partner governments should condemn the crackdown and demand compliance with the ICCPR, UDHR, and UN Basic Principles.
§ Impose Targeted Sanctions: Sanction officials responsible for grave abuses and monitor politically motivated trials through international trial observation missions.
§ Support At-Risk Lawyers: Expand emergency relocation and legal aid programs via the IBA, OIAD, and CCBE.
Long-Term Structural Reforms
§ Judicial Oversight: Establish a permanent independent body to safeguard judicial independence and monitor the protection of judges & lawyers.
§ Human Rights Training: Provide sustained education to law enforcement, judges, and lawyers on international standards.
§ Digital and Physical Security: Equip at-risk lawyers with secure communication tools, safe transport, and personal protection measures.
About JusticeMakers Bangladesh in France (JMBF)
JusticeMakers Bangladesh in France (JMBF) JMBF is an independent, non-profit, and non-partisan human rights organization registered in France (Registration No. W931027714) under the Association Law of 1901. It is dedicated to defending human rights, promoting justice, and empowering communities in Bangladesh and beyond. The overall objective of JMBF is to contribute to the defense, promotion, education, protection, and realization of human rights, including civil and political rights for all individuals, regardless of sex, caste, race, or faith.
About the Council of Bars and Law Societies of Europe (CCBE)
The Council of Bars and Law Societies of Europe (CCBE) represents the Bars and Law Societies of 46 countries, and through them more than 1 million European lawyers. As the voice of the European legal profession, it represents its members on all matters of mutual interest relating to the exercise of the profession of the lawyer, the rule of law and the proper administration of justice, as well as important developments in the law and jurisprudence, both at a European and international level, and the European courts.
Press Contacts:
Advocate Mohammad Alamgir
Secretary General
JusticeMakers Bangladesh in France (JMBF)
CNB Premises, 180 Boulevard Haussmann, 75008 Paris, France
Email: info@jmbf.org | Website: www.jmbf.org
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অধীনে আইনজীবীদের স্বাধীনতার ওপর দমন-পীড়ন বিষয়ে জেএমবিএফ-এর প্রতিবেদন ২০২৫ প্রকাশ
প্যারিস, ৩০ অক্টোবর ২০২৫: কাউন্সিল অব বার্স অ্যান্ড ল’ সোসাইটিজ অব ইউরোপ (সিসিবিই)-এর কারিগরি সহায়তায় প্যারিসভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) আজ তাদের যুগান্তকারী প্রতিবেদন “বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অধীনে আইনজীবীদের স্বাধীনতার ওপর দমন-পীড়ন প্রতিবেদন ২০২৫” প্রকাশ করেছে। সম্পূর্ণ প্রতিবেদনটি পিডিএফ আকারে পড়তে ও ডাউনলোড করতে ভিজিট করুন: https://www.scribd.com/document/940509181/JMBF-Report-2025-Crackdown-on-Independence-of-Lawyers-in-Bangladesh-under-Interim-Government
জেএমবিএফ-এর নির্বাহী কমিটির সদস্য মোসাঃ জান্নাতুল ফেরদৌসের গবেষণায় এবং জেএমবিএফ-এর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলামের সম্পাদনায় প্রণীত এই প্রতিবেদনটি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, জেএমবিএফ-এর নিজস্ব নেটওয়ার্ক ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত তথ্য নির্ভরযোগ্য সূত্রে যাচাইপূর্বক প্রস্তুত করা হয়েছে, যা একটি ব্যাপক, বস্তুনিষ্ঠ ও প্রামাণ্য দলিল।
ফ্রান্সের প্যারিস ও বেলজিয়ামের ব্রাসেলস থেকে একযোগে প্রকাশিত এই প্রতিবেদনটি ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আইনজীবীদের বিরুদ্ধে সংঘটিত ব্যাপক সহিংসতা, ভয়ভীতি ও পদ্ধতিগত দমন-পীড়নের ভয়াবহ চিত্র তুলে ধরেছে।
জেএমবিএফ-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহানুর ইসলাম বলেন,“ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আইনজীবীদের বিরুদ্ধে পরিচালিত পদ্ধতিগত অভিযান ন্যায়বিচার, গণতন্ত্র ও আইনের শাসনের ওপর একটি সুসংগঠিত আঘাত। মিথ্যা মামলা, নির্বিচার গ্রেফতার, শারীরিক নির্যাতন ও পেশাগত বঞ্চনার মাধ্যমে বর্তমান সরকার ন্যায্য বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার ও আইনজীবীদের পেশাগত সুরক্ষার মূলভিত্তি ধ্বংস করেছে।”
জেএমবিএফ প্রধান উপদেষ্টা ও ফরাসি মানবাধিকার কর্মী রবার্ট সিমন বলেন, “দেশীয় সংস্কার ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের অভাবে আজ বাংলাদেশের আইন পেশার স্বাধীনতার সঙ্গে সঙ্গে আইনের শাসন ধ্বংসের মুখে। আমরা বিশ্বব্যাপী আইনজীবী সংগঠন, মানবাধিকার প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক সরকারগুলোর প্রতি আহ্বান জানাই, তারা যেন বাংলাদেশের আইনজীবীদের সুরক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।”
সিসিবিই-এর মানবাধিকার কমিটির সভাপতি আইনজীবী বারবারা পোর্তা বলেন,“সিসিবিই সবসময়ই স্বতন্ত্র ও স্বাধীন আইনজীবী পেশার পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করে। যখন আইন পেশার কণ্ঠরোধ করা হয়, তখন সমাজেরও কণ্ঠ স্তব্ধ হয়ে যায়।”
রাষ্ট্র পরিকল্পিত দমন-পীড়নের উদ্বেগজনক প্রমাণ
জেএমবিএফ প্রতিবেদনটিতে ২৬৮টি যাচাইকৃত ঘটনায় ৮৪৯ জন আইনজীবীর ওপর দমন-পীড়নের তথ্য উপস্থাপন করেছে, যা বাংলাদেশের ইতিহাসে আইন পেশার ওপর সর্বোচ্চ রাষ্ট্র পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়নের নথি। প্রতিবেদনটিতে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের নিশ্চিহ্ন করা, রাজনৈতিক ভিন্ন মতাদর্শ দমন এবং বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণে নেওয়ার এক সুসংগঠিত ও উদ্বেগজনক প্রচেষ্টার সুনির্দিষ্ট তথ্য প্রকাশ পেয়েছে।
জেএমবিএফ প্রধান পর্যবেক্ষণসমূহ:
§ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আঘাত: আইনজীবীদের বিরুদ্ধে সংঘটিত নথিভুক্ত সহিংসতার ঘটনার ৮৮% (২৩৬টি) ও ভুক্তভোগী আইনজীবীর ৯৩% (৭৯৫ জন) বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থক আইনজীবী এবং সংঘটিত সহিংসতার রাজনৈতিক বিশ্বাস (১৮৭টি ঘটনায় ৭৩০ ভুক্তভোগী) প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে উঠে এসেছে।
§ মিথ্যা অভিযোগ ও বিচারিক হয়রানি: ৭২১ জন ভুক্তভোগী আইনজীবীর বিরুদ্ধে খুন, হত্যাচেষ্টা, নাশকতা, ভাঙচুর ও রাষ্ট্রদ্রোহের অভিযোগসহ বিভিন্ন গুরুতর ফৌজদারি অভিযোগে অন্তত ২০০টি মিথ্যা বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। এসময় সরকার আইনজীবীদের নির্বিচারে গ্রেফতার ও আটককে বৈধতা দিতে প্রায়শই সিআরপিসির ৫৪ ধারা, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এবং সন্ত্রাস দমন আইনের মতো কালা আইন ব্যবহার করেছে।
§ নির্বিচার গ্রেফতার, আটক ও নির্যাতন: এসময় ৭৫টি ঘটনায় ২০৩ জন ভুক্তভোগী আইনজীবীকে কারাগারে অন্তরীণ করা হয়েছে। যাদের মধ্যে ৫৭টি ঘটনায় ৭৩ জন আইনজীবীকে পরোয়ানা ছাড়াই গ্রেফতার করে কারাবন্দী করা হয়েছে এবং ১৮টি ঘটনায় ১৩০ জন আইনজীবী স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে কারাবন্দী করা হয়েছে। ব্যারিস্টার তুরিন আফরোজের মতো আইনজীবী শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিচারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনের কারণে গ্রেফতার, কারাবন্দী, পুলিশ হেফাজতে নৃশংস নির্যাতন, দুর্বৃত্তদের দ্বারা সিগারেটের আগুনে শরীর পোড়ানো এবং লিঙ্গভিত্তিক অপমান সহ্য করেছেন।
§ শারীরিক হামলা ও হত্যাকাণ্ড: এসময় অন্তত চারজন আইনজীবীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মামলায় সহায়তা করায় মৌলভীবাজারে আইনজীবী অ্যাডভোকেট সুজন মিয়া ও বাগেরহাটে অ্যাডভোকেট নায়ন শেখ, চট্টগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম এবং কুমিল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থিত আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম নিহত হন। এছাড়া প্রতিবেদনে ২৬টি শারীরিক হামলা, ৭টি চেম্বার ভাঙচুর এবং বহু পেশাগত ধ্বংসযজ্ঞ নথিভুক্ত করা হয়েছে।
§ বার অ্যাসোসিয়েশন দখল: এসময় বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা জেলা আইনজীবী সমিতিসহ ১৬টি বার কমিটি বিএনপি–জামায়াতপন্থী আইনজীবীরা নির্বাচিত আওয়ামী লীগপন্থী সদস্যদের জোরপূর্বক উৎখাত করে দখল করেছে। তাছাড়া, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ ৪৪টি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মিথ্যা মামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে দেয়া হয়নি।
§ বিচার বিভাগের ওপর আক্রমণ: এসময় ৪৬ জন বিচারপতি ও বিচারককে গ্রেফতার, বাধ্যতামূলক পদত্যাগ, বরখাস্ত বা অবসর প্রদান করা হয়েছে। একজন প্রধান বিচারপতিসহ ছয়জন আপিল বিভাগের বিচারপতিকে চাপ প্রয়োগ করে পদত্যাগে বাধ্য করা হয়েছে। হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে বিচারিক কার্যক্রম থেকে বিরত রাখা এবং ১৮ জন জেলা ও দায়রা জজকে বিধিবহির্ভূতভাবে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। একজন সাবেক প্রধান বিচারপতি এবং একজন আপিল বিভাগের সাবেক বিচারপতিকে গ্রেফতার করে কারাবন্দী করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অভিযোগ এনে বিচার বিভাগের ওপর স্পষ্ট রাষ্ট্রীয় হস্তক্ষেপ চলমান রয়েছে।
§ নারী আইনজীবীদের ওপর লিঙ্গভিত্তিক নিপীড়ন: ব্যারিস্টার তুরিন আফরোজ ও অ্যাডভোকেট উমায়রা ইসলামসহ নারী আইনজীবীদের বিরুদ্ধে নির্যাতন ও অপমানজনক আচরণ হয়েছে—যা রাজনৈতিক প্রতিহিংসার লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিফলিত করে।
§ দেশব্যাপী পরিকল্পিত দমন: ঢাকা বিভাগে অর্ধেক ঘটনায় (১২৩টি) ও অর্ধেকের বেশি আইনজীবী ভুক্তভোগী (৪৩১ জন) শিকার হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর–অক্টোবর ও ২০২৫ সালের ফেব্রুয়ারি–এপ্রিল মাসে দমন তীব্রতর ছিল, যা দমন ও নিয়ন্ত্রণ বজায় রাখতে পরিকল্পিত “ক্র্যাকডাউন” বলে প্রতীয়মান হয়।
গভীর কাঠামোগত সমস্যা
জেএমবিএফ নিম্নলিখিত প্রাতিষ্ঠানিক ও আইনগত ব্যর্থতাগুলোকে এই দমননীতির চালিকা শক্তি হিসেবে চিহ্নিত করেছে:
§ প্রতিষ্ঠানগুলোর রাজনৈতিক দখল: আদালত, পুলিশ ও বার অ্যাসোসিয়েশনগুলো দলীয় স্বার্থে নিয়ন্ত্রিত হয়ে পড়েছে, ফলে মনোনয়ন ও পেশাগত অধিকার বঞ্চনা সহজ হয়েছে।
§ দমনমূলক আইনের অপব্যবহার: সিআরপিসির ধারা ৫৪, স্পেশাল পাওয়ার অ্যাক্ট (১৯৭৪) ও অ্যান্টি-টেররিজম অ্যাক্ট (২০০৯) নির্বিচারে প্রয়োগ করা হয়েছে।
§ অপরাধীদের দায়মুক্তি: হত্যা, অপহরণ ও হামলার কোনো তদন্ত হয়নি, ফলে ভয় ও নিস্তব্ধতা বজায় আছে।
§ আইনজীবীদের রাজনৈতিক মেরুকরণ: দলীয় বিভাজন পেশার ঐক্যবদ্ধ প্রতিরোধকে বাধাগ্রস্ত করছে।
§ গণমাধ্যমের সেন্সরশিপ: ভয়ভীতি ও আত্ম-সেন্সরশিপ সঠিক তথ্য প্রচারকে বাধা দিচ্ছে।
§ তদারকি ব্যবস্থার অভাব: স্বাধীন নজরদারি সংস্থা না থাকায় নির্যাতন ও দমন অব্যাহত রয়েছে।
জেএমবিএফ-এর সুপারিশসমূহ
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান:
§ দমন অবিলম্বে বন্ধ করুন: মিথ্যা মামলা প্রত্যাহার, আটক আইনজীবীদের মুক্তি এবং স্থগিত লাইসেন্স ও সদস্যপদ পুনর্বহাল করুন।
§ বিচারিক ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করুন: সংবিধানের ৩১, ৯৪ ও ১১৬(ক) অনুচ্ছেদ অনুসারে আইনজীবীদের পেশাগত স্বাধীনতা রক্ষা করুন এবং জাতিসংঘের “বেসিক প্রিন্সিপলস অন দ্য রোল অব ল’ইয়ার্স” মেনে চলুন।
§ স্বাধীন তদন্ত কমিশন গঠন করুন: হত্যাকাণ্ড, নির্যাতন, মিথ্যা মামলা ও নির্বিচার গ্রেফতারের তদন্তে আন্তর্জাতিক অংশগ্রহণসহ একটি জাতীয় অনুসন্ধান কমিশন গঠন করুন।
§ দমনমূলক আইন সংশোধন বা বাতিল করুন: সিআরপিসি ৫৪ ধারা, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট ও অ্যান্টি-টেররিজম অ্যাক্টের অপব্যবহারযোগ্য ধারাগুলো সংস্কার বা বাতিল করুন।
বাংলাদেশ বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশনগুলোর প্রতি আহ্বান:
§ স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করুন: বার নির্বাচনের ওপর নিরপেক্ষ তদারকি ব্যবস্থা গড়ে তুলুন।
§ সুরক্ষা ব্যবস্থা গঠন করুন: হুমকির শিকার ও ঝুঁকিগ্রস্ত আইনজীবীদের জন্য জরুরি তহবিল, দ্রুত আইনি সহায়তা ইউনিট ও নিরাপদ আশ্রয়কেন্দ্র তৈরি করুন।
§ পেশাগত সংহতি পুনর্গঠন করুন: দলীয় সীমারেখা পেরিয়ে আইনজীবী সমাজের ঐক্য পুনঃপ্রতিষ্ঠা করুন।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান:
§ কূটনৈতিক চাপ প্রয়োগ করুন: জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও অংশীদার সরকারগুলোকে এই দমননীতি নিন্দা ও আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি—ICCPR, UDHR এবং UN Basic Principles—মেনে চলার আহ্বান জানান।
§ লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করুন: গুরুতর নির্যাতনের জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলোর আন্তর্জাতিক পর্যবেক্ষণ নিশ্চিত করুন।
§ ঝুঁকিতে থাকা আইনজীবীদের সহায়তা করুন: IBA, OIAD ও CCBE-এর মাধ্যমে জরুরি স্থানান্তর ও আইনি সহায়তা কর্মসূচি সম্প্রসারিত করুন।
দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কার:
§ বিচার বিভাগীয় তদারকি সংস্থা: বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা রক্ষায় স্থায়ী স্বাধীন তদারকি সংস্থা গঠন করুন।
§ মানবাধিকার শিক্ষা: আইনশৃঙ্খলা বাহিনী, বিচারক ও আইনজীবীদের জন্য আন্তর্জাতিক মানদণ্ডভিত্তিক মানবাধিকার প্রশিক্ষণ প্রদান করুন।
§ ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা: ঝুঁকিতে থাকা আইনজীবীদের নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ও ব্যক্তিগত সুরক্ষা উপকরণ সরবরাহ করুন।
জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ):
জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) ফ্রান্সে নিবন্ধিত (নিবন্ধন নং W931027714) একটি স্বাধীন, অলাভজনক ও নির্দলীয় মানবাধিকার সংস্থা, যা ১৯০১ সালের ফরাসি অ্যাসোসিয়েশন আইনের অধীনে নিবন্ধিত। সংস্থাটি মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রচার ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে অধিকারভিত্তিক সচেতনতা গঠনে কাজ করে। জেএমবিএফ-এর মূল লক্ষ্য হলো লিঙ্গ, জাত, বর্ণ বা ধর্ম নির্বিশেষে মানবাধিকার, বিশেষত নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষা, প্রচার, শিক্ষা, সুরক্ষা ও বাস্তবায়নে কাজ করা।
কাউন্সিল অব বার্স অ্যান্ড ল’ সোসাইটিজ অব ইউরোপ (সিসিবিই):
সিসিবিই ইউরোপের ৪৬টি দেশের বার ও ল’ সোসাইটিগুলোর প্রতিনিধিত্ব করে, এবং তাদের মাধ্যমে এক মিলিয়নেরও বেশি ইউরোপীয় আইনজীবীকে প্রতিনিধিত্ব করে। এটি ইউরোপ ও আন্তর্জাতিক অঙ্গনে আইনজীবী পেশা, আইনের শাসন ও সুষ্ঠু বিচার ব্যবস্থার স্বার্থে কাজ করে এবং ইউরোপীয় আদালতসমূহে আইন পেশার কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখে।
আরও তথ্যের জন্য যোগাযোগ করুন:
অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর
মহাসচিব
জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)
সিএনবি ভবন, ১৮০ বুলভার্ড হসমান, ৭৫০০৮ প্যারিস, ফ্রান্স
CNB Premises, 180 Boulevard Haussmann, 75008 Paris, France
ইমেইল: info@jmbf.org | ওয়েবসাইট: www.jmbf.org
POUR DIFFUSION IMMÉDIATE
JMBF publie son rapport 2025 sur la répression contre l’indépendance des avocats au Bangladesh sous le gouvernement intérimaire
Paris, le 30 octobre 2025 : JusticeMakers Bangladesh in France (JMBF), avec le soutien technique du Conseil des Barreaux et Sociétés de Droit d’Europe (CCBE), a publié aujourd’hui son rapport inédit intitulé « Rapport JMBF 2025 : Répression contre l’indépendance des avocats au Bangladesh sous le gouvernement intérimaire (août 2024 – septembre 2025) ». Pour accéder et télécharger le rapport complet au format PDF, veuillez consulter le lien suivant :
Rédigé par Mosa Jannatul Ferdaus, membre du Comité exécutif du JMBF, et édité par l’avocat Shahanur Islam, président fondateur du JMBF, le rapport a été préparé à partir d’un suivi systématique et régulier des médias bangladais, ainsi que d’informations recueillies auprès du réseau et des partenaires du JMBF. Tous les incidents rapportés ont été vérifiés, aboutissant à ce rapport complet et fondé sur des preuves.
Publié simultanément à Paris (France) et à Bruxelles (Belgique), le rapport documente des schémas alarmants de violences, d’intimidations et de répressions systématiques contre les avocats au Bangladesh entre août 2024 et septembre 2025, sous le gouvernement intérimaire actuel dirigé par le lauréat du prix Nobel Prof. Muhammad Yunus, à la suite de la chute de l’ancien gouvernement dirigé par la Bangladesh Awami League.
L’avocat Shahanur Islam, éminent défenseur des droits humains et président fondateur du JMBF, a déclaré, « La campagne du gouvernement intérimaire dirigé par Yunus contre les avocats du Bangladesh constitue une attaque systématique contre la justice, la démocratie et l’État de droit. En criminalisant la défense juridique par le biais de procès fabriqués, d’arrestations arbitraires, de violences physiques et de privations professionnelles, le gouvernement a sapé les droits constitutionnels des citoyens à un procès équitable et à une représentation indépendante. »
Robert Simon, conseiller principal du JMBF et célèbre militant français des droits humains, a déclaré, « Sans réforme intérieure immédiate et sans pression internationale soutenue, l’indépendance de la profession juridique au Bangladesh et avec elle, l’État de droit risque un effondrement irréversible. Nous appelons la communauté juridique mondiale, les organisations de défense des droits humains et les gouvernements démocratiques à agir de manière décisive pour protéger les avocats, restaurer l’indépendance judiciaire et traduire les responsables en justice. »
Barbara Porta, présidente du Comité des droits humains du CCBE, a souligné, « Le CCBE soutient constamment une profession juridique autonome, libre et indépendante. Quand la profession d’avocat est réduite au silence, c’est la société elle-même qui perd sa voix. »
Preuves alarmantes de persécution orchestrée par l’État
S’appuyant sur 268 incidents vérifiés affectant 849 avocats, le rapport présente l’un des relevés les plus complets de persécution étatique de la profession juridique dans l’histoire du Bangladesh. Il révèle une campagne coordonnée visant à neutraliser les avocats pro–Bangladesh Awami League (BAL), à réduire au silence la dissidence politique et à subjuguer le système judiciaire.
Principales conclusions:
§ Ciblage politique comme stratégie centrale : 88 % des incidents (236) et 93 % des victimes (795) concernaient des avocats affiliés ou perçus comme proches de l’Awami League. Les convictions politiques étaient le principal motif dans 187 incidents touchant 730 victimes.
§ Accusations fabriquées et harcèlement judiciaire : 200 incidents (721 victimes) impliquaient des affaires fausses ou politiquement motivées — y compris pour meurtre, tentative de meurtre, sabotage, vandalisme et sédition. Les autorités invoquaient fréquemment l’article 54 du Code de procédure pénale (CrPC), la Loi sur les pouvoirs spéciaux et la Loi antiterroriste pour justifier les arrestations arbitraires et détentions.
§ Arrestations arbitraires, détentions et torture : 75 incidents (203 victimes) concernaient des emprisonnements, souvent après des arrestations sans mandat ou des « redditions volontaires » forcées. Des victimes de premier plan comme Barrister Turin Afroz ont subi des tortures brutales, des brûlures de cigarette et des humiliations sexistes en détention.
§ Agressions physiques et meurtres : Au moins quatre avocats ont été tués : Me Sujon Mia (Moulvibazar), Me Saiful Islam (Chattogram), Me Abul Kalam (Comilla) et Me Nayan Sheikh (Bagerhat). Le JMBF a documenté 26 agressions, 7 cas de vandalisme de bureaux et de nombreux actes de sabotage professionnel.
§ Répression des barreaux : Les avocats affiliés au BNP–Jamaat ont occupé de force 16 comités du barreau, dont le Bangladesh Bar Council et le Supreme Court Bar Association, en évinçant les membres élus du BAL. Dans 44 élections de barreaux, les avocats du BAL ont été empêchés de se présenter par intimidation et par des accusations fabriquées.
§ Atteintes à l’indépendance judiciaire : 46 juges et magistrats ont été persécutés par des arrestations, des démissions forcées ou des révocations. Six juges de la Cour suprême, dont un Président de la Cour, ont été contraints à la démission, tandis que d’autres faisaient face à des accusations fabriquées — preuve d’une ingérence systématique dans le pouvoir judiciaire.
§ Persécution fondée sur le genre : Des avocates, dont Barrister Turin Afroz et Me Umaira Islam, ont été ciblées par des violences sexistes et des traitements dégradants, révélant un schéma de répression politique sexualisée.
§ Dimension nationale et stratégique : Dhaka a recensé la moitié de tous les incidents (123) et plus de 50 % des victimes (431), soulignant son importance politique. Les tendances mensuelles ont montré des pics en septembre–octobre 2024 et février–avril 2025, révélant des cycles délibérés de « répressions-chocs » pour maintenir la peur et le contrôle.
Défis structurels sous-jacents
Le JMBF identifie plusieurs défaillances institutionnelles et juridiques facilitant cette répression :
§ Captation politique des institutions : Les tribunaux, la police et les barreaux ont été cooptés par des intérêts partisans, facilitant la manipulation des nominations et le déni du droit d’exercer.
§ Outils juridiques de répression : Les pouvoirs étendus de l’article 54 du CrPC, de la Loi sur les pouvoirs spéciaux (1974) et de la Loi antiterroriste (2009) ont été systématiquement abusés.
§ Impunité des auteurs : Les meurtres, enlèvements et agressions restent impunis, renforçant un climat de peur.
§ Polarisation au sein de la communauté juridique : Les divisions politiques empêchent une résistance collective au contrôle étatique.
§ Censure des médias : L’autocensure et l’intimidation limitent la diffusion d’informations exactes sur les abus.
§ Effondrement des mécanismes de contrôle : L’absence d’organes indépendants de surveillance permet la poursuite de la persécution sans responsabilité.
Recommandations du JMBF
Afin de faire face à cette crise, le JMBF appelle à une action coordonnée au niveau national, institutionnel et international :
Au gouvernement intérimaire du Bangladesh
§ Mettre fin immédiatement à la persécution : Abandonner les affaires fabriquées, libérer les avocats détenus et rétablir les licences et adhésions suspendues.
§ Garantir l’indépendance judiciaire et professionnelle : Respecter les protections constitutionnelles (articles 31, 94 et 116A) et les Principes de base des Nations Unies sur le rôle des avocats.
§ Enquêtes indépendantes : Mettre en place une Commission nationale d’enquête, avec participation internationale, pour enquêter sur les meurtres, tortures et arrestations arbitraires.
§ Réformer ou abroger les lois répressives : Modifier ou abroger l’article 54 du CrPC, la Loi sur les pouvoirs spéciaux et les dispositions abusives de la Loi antiterroriste.
Au Bangladesh Bar Council et aux associations du barreau
§ Garantir des élections libres et équitables : Mettre en place une surveillance indépendante des élections du barreau.
§ Mécanismes de protection : Créer des fonds d’urgence, des unités de défense juridique rapide et des refuges pour les avocats menacés.
§ Solidarité professionnelle : Reconstituer la coopération interpartisane afin de protéger la profession juridique au-delà des clivages politiques.
À la communauté internationale
§ Exercer une pression diplomatique : L’ONU, l’UE, le Commonwealth et les gouvernements partenaires doivent condamner la répression et exiger le respect du PIDCP, de la DUDH et des Principes de base de l’ONU.
§ Imposer des sanctions ciblées : Sanctionner les responsables d’abus graves et surveiller les procès à motivation politique par des missions internationales d’observation.
§ Soutenir les avocats en danger : Étendre les programmes d’aide juridique et de relocalisation d’urgence via l’IBA, l’OIAD et le CCBE.
Réformes structurelles à long terme
§ Surveillance judiciaire : Créer un organe permanent et indépendant pour garantir l’indépendance du pouvoir judiciaire et surveiller la protection des juges et avocats.
§ Formation aux droits humains : Offrir une éducation continue aux forces de l’ordre, juges et avocats sur les normes internationales.
§ Sécurité numérique et physique : Fournir aux avocats menacés des outils de communication sécurisés, des moyens de transport sûrs et des mesures de protection personnelle.
À propos de JusticeMakers Bangladesh in France (JMBF)
JusticeMakers Bangladesh in France (JMBF) est une organisation indépendante, à but non lucratif et non partisane, enregistrée en France (numéro d’enregistrement W931027714) conformément à la Loi de 1901 sur les associations. Elle se consacre à la défense des droits humains, à la promotion de la justice et à l’autonomisation des communautés au Bangladesh et au-delà. L’objectif global du JMBF est de contribuer à la défense, à la promotion, à l’éducation, à la protection et à la réalisation des droits humains, y compris les droits civils et politiques de toutes les personnes, sans distinction de sexe, de caste, de race ou de religion.
À propos du Conseil des Barreaux et Sociétés de Droit d’Europe (CCBE)
Le Conseil des Barreaux et Sociétés de Droit d’Europe (CCBE) représente les barreaux et ordres d’avocats de 46 pays, et à travers eux plus de 1 million d’avocats européens. En tant que voix de la profession juridique européenne, il représente ses membres sur toutes les questions d’intérêt commun relatives à l’exercice de la profession d’avocat, à l’État de droit et à la bonne administration de la justice, ainsi qu’aux développements importants du droit et de la jurisprudence, tant au niveau européen qu’international, et devant les juridictions européennes.
Contacts presse :
Avocat Mohammad Alamgir
Secrétaire général
JusticeMakers Bangladesh in France (JMBF)
Locaux CNB, 180 Boulevard Haussmann, 75008 Paris, France
Email : info@jmbf.org | Site web : www.jmbf.org
No comments:
Post a Comment