Paris, France; July 24, 2025: France-based human rights organization JusticeMakers Bangladesh in France (JMBF) expresses its profound concern and strong condemnation over the death of Asif Shikder, a leader of the Jubo Dal’s Ward No. 93 unit, who died on Monday, July 21, 2025, in Mirpur, Dhaka, as a result of inhumane torture in the custody of joint forces.
JMBF firmly believes that the killing of Jubo Dal leader Asif Shikder at the hands of joint forces constitutes a gross violation of human rights and sends a horrifying message regarding the state of democracy, justice, and the rule of law in Bangladesh.
According to reports published in various media outlets and information obtained from reliable sources, JMBF has learned that during the night of July 20, approximately 25–30 members of a joint task force—comprising police, army, and plainclothes officers—raided Asif Shikder’s residence in Mirpur-1 under Shah Ali Police Station. In front of his family, Asif was brutally tortured—his hands and feet were tied, and he was dragged out and mercilessly beaten. He was later taken to a military camp, where he was subjected to electric shocks and medieval-style torture. The next morning, while still in police custody, Asif Shikder died—an event which, according to his family and eyewitnesses, amounts to a deliberate extrajudicial killing.
JMBF’s founding president and renowned human rights lawyer, Advocate Shahinur Islam, stated, "While Nobel Peace Laureate and current interim government head Dr. Muhammad Yunus speaks of promoting human rights, democracy, and the rule of law in Bangladesh, under his regime, extrajudicial killings, torture, arbitrary arrests, and mob violence have become disturbingly routine. This pattern reflects state-sponsored violence, gross ethical hypocrisy, and a dangerous lack of accountability."
JMBF’s chief advisor and prominent French human rights activist, Robert Simon, added: "Though Dr. Muhammad Yunus has long been an advocate for human rights, under his interim government, we are witnessing a series of brutal, state-sponsored killings by law enforcement agencies. This casts serious doubt on his moral and legal standing. We demand a clear response: Will he remain silent, or will he publicly identify who is responsible? Will he acknowledge the state’s role and take corrective action, or will his silence serve to enable further abuse?"
JMBF’s Demands and Appeals:
1. Independent Judicial Inquiry into the Killing of Asif Shikder: We demand an impartial, independent, and high-level judicial inquiry into the killing of Asif Shikder, which we consider an extrajudicial execution. This investigation must be completely free from government or military interference. All available evidence—including video footage, medical records, eyewitness statements, and the family’s formal complaints—must be transparently and thoroughly reviewed.
2. Immediate Disciplinary and Legal Action Against Involved Officers: All members of the armed forces, police, and plainclothes personnel involved must be immediately suspended and subjected to internal disciplinary proceedings. Furthermore, criminal prosecution must be initiated as necessary. No individual, regardless of position within the state apparatus, should be above the law.
3. End to Forced Entry, Torture, and Harassment by Joint Forces: It is completely unacceptable in a democratic society for joint forces to raid private residences at night, conduct warrantless searches, and torture citizens. Such actions must cease immediately. Any arrests must be based on specific charges, follow proper legal procedures, and be backed by judicial warrants. The use of joint forces as instruments of fear, abuse, and political suppression must end.
4. International Human Rights Intervention and Monitoring: We call upon the United Nations Human Rights Council, Amnesty International, Human Rights Watch, and other responsible international bodies to investigate this case and apply diplomatic and legal pressure on the Bangladeshi authorities. Given the longstanding culture of impunity in Bangladesh, international accountability is now urgently required.
5. Psychological Support, Financial Compensation, and Security for Asif Shikder’s Family: The psychological and social trauma inflicted on Asif Shikder’s family is immense. The government must immediately provide them with professional psychological counseling, appropriate financial compensation, and long-term security to help them return to a life of dignity. Furthermore, the family must be shielded from surveillance, intimidation, or harassment, and their safety should be ensured under international observation.
JMBF expresses full solidarity with the family of the late Asif Shikder and reaffirms its commitment to monitoring the human rights situation in Bangladesh.
Sincerely,
Tanni Bithi Sardar
Vice President
JusticeMakers Bangladesh in France (JMBF)
Fact in Brief (Based on Media Reports and JMBF’s Verified Sources):
On the morning of Monday, July 21, 2025, Jubo Dal leader Asif Shikder of Ward No. 93 died due to torture inflicted by joint forces in Dhaka’s Mirpur area. Late on the night of July 20, joint forces raided his residence in Mirpur-1 under Shah Ali Police Station and took him into custody.
Asif’s mother, Swapna Begum, reported that around 2:00 a.m., approximately 25–30 members of the joint task force—including police from Shah Ali station, army personnel, and plainclothes officers—stormed their home and began ransacking it. When Asif asked for a reason, he was immediately slapped and beaten by both army and plainclothes officers. They tied his hands behind his back, bound his legs, and began torturing him.
Despite repeated inquiries by the family, no justification for the arrest or the abuse was provided. Asif was beaten severely inside the house, dragged outside, and again beaten on the street. He was then taken to a military camp, where he was subjected to electric shocks.
At around 11:00 a.m. on July 21, the family was informed by local sources that Asif had died in Shah Ali police custody due to brutal physical torture.
According to Shah Ali Police Station’s Officer-in-Charge (OC), Md. Shafiqul Islam, three other individuals were detained during the night raid and taken to a military camp. The next morning, when the joint forces attempted to hand them over to the police, the OC dispatched a sub-inspector (SI) to prepare the seizure list. Upon returning, the SI reported that the detainees were in critical condition. They were then taken to a hospital, where Asif Shikder was pronounced dead.
বাংলাদেশ এলার্টঃ ঢাকায় যৌথবাহিনীর নির্যাতনে যুবদল নেতা আসিফ শিকদারের মৃত্যুর ঘটনায় জেএমবিএফ-এর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ
প্যারিস, ফ্রান্স; ২৪ জুলাই, ২০২৫: ফ্রান্স ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান, জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) গত ২১ জুলাই ২০২৫ ইং তারিখে সোমবার ঢাকার মিরপুরে যৌথবাহিনীর হেফাজতে অমানবিক নির্যাতনে জাতীয়তাবাদী যুবদলের ৯৩ নম্বর ওয়ার্ডের নেতা আসিফ শিকদারের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জ্ঞাপন করছে।
জেএমবিএফ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, যৌথবাহিনীর নির্যাতনে যুবদল নেতা আসিফ শিকদারের মৃত্যু মানবাধিকারের চরম লঙ্ঘন, যা দেশের গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের জন্য ভয়াবহ বার্তা বহন করে।
বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ ও নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী জেএমবিএফ জানতে পেরেছে যে, গত ২০ জুলাই দিবাগত গভীর রাতে প্রায় ২৫-৩০ জনের একটি যৌথবাহিনী (পুলিশ, সেনা ও সাদা পোশাকধারী সদস্য) শাহআলী থানাধীন মিরপুর ১ নম্বরে আসিফ শিকদারের বাসায় অভিযান চালায়। পরিবারের সামনে আসিফকে হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করে টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে নির্মমভাবে মারপিট করা হয়। পরবর্তীতে, সেনা ক্যাম্পে তাকে ইলেকট্রিক শক দেওয়াসহ মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। পরদিন সকালে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসিফ শিকদার মৃত্যুবরণ করেন, যা পরিবার ও প্রত্যক্ষদর্শীদের মতে একটি পরিকল্পিত বিচারবহির্ভূত হত্যা।
জেএমবিএফ-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রখ্যাত মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম বলেন, "শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুস প্রশাসন একদিকে দেশে মানবাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসনের উন্নয়নের বয়ান দিচ্ছেন, অন্যদিকে তার শাসনামলে রাষ্ট্রীয় মদদে বিনা বিচারে হত্যা, নির্যাতন, স্বেচ্ছাচারী গ্রেফতার ও মব সন্ত্রাসের মতো নির্মম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যা তার নেতৃত্বাধীন সরকারের অধীনে রাষ্ট্রীয় সহিংসতা, চরম নৈতিক দ্বিচারিতা এবং জবাবদিহির অভাব নির্দেশ করে।"
জেএমবিএফ-এর প্রধান উপদেষ্টা, প্রখ্যাত ফরাসি মানবাধিকারকর্মী রবার্ট সিমন বলেন, "শান্তিতে নোবেল বিজয়ী এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুস দীর্ঘদিন মানবাধিকারের পক্ষে কথা বললেও, তার সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একের পর এক নির্মম রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ঘটে চলেছে—যা তার নৈতিক ও আইনগত অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। তার অবস্থান স্পষ্ট করার জোর দাবি জানাচ্ছি—তিনি নীরব থাকবেন না কি স্পষ্ট করে জাতিকে বলবেন এই ঘটনার দায় কে নেবে? তিনি কি এ ঘটনার দায় স্বীকার করে অবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নাকি নীরবতা দিয়ে নির্যাতনকে প্রশ্রয় দেবেন? "
জেএমবিএফ-এর দাবি ও আহ্বানঃ
১. আসিফ শিকদারের হত্যাকাণ্ডের ঘটনার নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি: আমরা জোরালোভাবে দাবি করছি যে আসিফ শিকদারের মৃত্যু একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং এ ঘটনায় একটি নিরপেক্ষ, স্বাধীন ও উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হোক। এই তদন্ত কমিটিতে যেন সরকারের বা সেনাবাহিনীর কোনো প্রকার প্রভাব না থাকে, তা নিশ্চিত করতে হবে। তদন্তে নির্যাতনের ভিডিও ফুটেজ, চিকিৎসা প্রতিবেদন, প্রত্যক্ষদর্শীর বিবৃতি এবং পরিবারের অভিযোগ গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত করতে হবে।
২. সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে: এই হত্যাকাণ্ডে জড়িত সকল সেনা সদস্য, পুলিশ কর্মকর্তা ও সাদা পোশাকধারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেবলমাত্র তদন্ত নয়, অভিযুক্তদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত, প্রশাসনিক জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনে ফৌজদারি মামলার আওতায় আনা জরুরি। অপরাধী যেই হোক, তিনি রাষ্ট্রীয় বাহিনীর সদস্য হলেও আইনের ঊর্ধ্বে থাকতে পারেন না।
৩. যৌথবাহিনীর নামে সাধারণ মানুষের ঘরে জোরপূর্বক প্রবেশ, নির্যাতন ও হয়রানি বন্ধ করতে হবে: দেশের অভ্যন্তরে সাধারণ মানুষের বাসায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, তল্লাশি ও নির্যাতন চালানো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অপমানজনক ও বেআইনি ঘটনা। এই প্রক্রিয়া এখনই বন্ধ করতে হবে। কোনো ব্যক্তিকে গ্রেফতারের আগে সুনির্দিষ্ট অভিযোগ, পরোয়ানা এবং প্রক্রিয়াগত ন্যায্যতা নিশ্চিত করা বাধ্যতামূলক। আর যৌথবাহিনীর নামে জনগণের ওপর ভয়ভীতি, নির্যাতন ও রাজনৈতিক দমননীতির অবসান ঘটাতে হবে।
৪. আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ এবং পর্যবেক্ষণ দাবি করছি: এই ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সক্রিয় হস্তক্ষেপ প্রয়োজন। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য দায়িত্বশীল সংগঠনসমূহ যেন এই ঘটনায় পর্যবেক্ষণ, তদন্ত ও আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে। বাংলাদেশের ভেতরে যেহেতু বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলছে, তাই আন্তর্জাতিক পর্যায়ে জবাবদিহি তৈরি করাই এখন একমাত্র পথ।
৫. নিহত আসিফ শিকদারের পরিবারকে মনোচিকিৎসা, অর্থনৈতিক ক্ষতিপূরণ এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নৃশংস এই ঘটনার মানসিক ও সামাজিক প্রভাব নিহতের পরিবারে গভীরভাবে প্রতিফলিত হয়েছে। সরকারকে অবিলম্বে আসিফ শিকদারের পরিবারকে পেশাদার মনোচিকিৎসা সেবা, উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তারা পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। একই সঙ্গে পরিবারটির ওপর কোনো ধরনের নজরদারি, হুমকি বা হয়রানির প্রচেষ্টা যেন না হয়, সে বিষয়েও আন্তর্জাতিক পর্যবেক্ষণ জরুরি।
জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) নিহত আসিফ শিকদারের পরিবারের প্রতি সংহতি জানাচ্ছে এবং বাংলাদেশে চলমান মানবাধিকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
ধন্যবাদান্তে,
তান্নি বিথি সরদার
সহ-সভাপতি
জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)
ঘটনাবলি সংক্ষেপে (পত্রিকায় প্রকাশিত সংবাদ ও জেএমবিএফ-এর নিজস্ব নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী):
গত ২১ জুলাই ২০২৫ ইং, সোমবার সকালে রাজধানীর মিরপুরে যৌথবাহিনীর নির্যাতনে জাতীয়তাবাদী যুবদলের ৯৩ নম্বর ওয়ার্ডের নেতা আসিফ শিকদার মৃত্যুবরণ করেন। ২০ জুলাই, রবিবার গভীর রাতে শাহআলী থানাধীন মিরপুর ১ নম্বরে তার বাসায় অভিযান চালিয়ে যৌথবাহিনী তাকে গ্রেফতার করে।
নিহতের মা স্বপ্না বেগম বলেন, ২০ জুলাই রবিবার দিবাগত রাত ২টার দিকে শাহআলী থানার ওসি, পুলিশ, সেনাবাহিনী এবং সাদা পোশাকধারী প্রায় ২৫-৩০ জন যৌথবাহিনীর সদস্য তাদের বাসায় জোর করে প্রবেশ করে এবং ঘর তছনছ করতে শুরু করে। সে সময় নিহত আসিফ বাসায় প্রবেশের কারণ জানতে চাইলে সামরিক বাহিনী ও পুলিশের সাদা পোশাকধারীরা তাকে অন্যায়ভাবে চড়-থাপ্পড় মারতে থাকে। পরে তারা আসিফের হাত পেছনমোড়া করে ও পা বেঁধে অমানবিক নির্যাতন শুরু করে।
পরিবারের সদস্যরা নির্যাতনের কারণ জানতে চাইলেও যৌথবাহিনী কোনো সুনির্দিষ্ট কারণ না দেখিয়ে দফায় দফায় আসিফকে শারীরিকভাবে নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে তাকে টেনে-হিঁচড়ে বাড়ি থেকে বের করে এনে রাস্তায়ও নির্মমভাবে মারধর করা হয়। পরে তাকে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও ইলেকট্রিক শক দেওয়া হয়।
পরবর্তীতে বেলা ১১টার সময় নিহতের পরিবারের সদস্যরা লোকমুখে সংবাদ পান যে আসিফ শিকদার শাহআলী থানায় পুলিশ হেফাজতে অমানবিক শারীরিক নির্যাতনের কারণে মারা গেছেন।
শাহআলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ২০ জুলাই দিবাগত গভীর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩ জন আসামিকে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে যায়। ২১ জুলাই সকালে যৌথবাহিনীর সদস্যরা নিহত আসিফসহ তিন আসামিকে থানায় হস্তান্তর করতে চাইলে তিনি আসামি গ্রহণ না করে একজন এসআইকে জব্দ তালিকার জন্য ঘটনাস্থলে পাঠান। সে সময় যৌথবাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। জব্দ তালিকা প্রস্তুতের পর এসআই থানায় ফিরে জানান, আসামিরা অসুস্থবোধ করছেন। এরপর টিমসহ তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আসিফ শিকদার মারা যান।
ALERTE BANGLADESH : Le JMBF condamne fermement et exprime sa vive inquiétude concernant la mort du dirigeant de Jubo Dal, Asif Shikder, suite à des actes de torture perpétrés par les forces conjointes à Dhaka
Paris, France ; 24 juillet 2025: L’organisation de défense des droits humains basée en France, JusticeMakers Bangladesh in France (JMBF), exprime sa profonde inquiétude et sa condamnation la plus ferme suite à la mort d’Asif Shikder, responsable de l’unité 93 du Jubo Dal, survenue le lundi 21 juillet 2025 à Mirpur, Dhaka, des suites de tortures inhumaines infligées par les forces conjointes en détention.
Le JMBF considère que la mort d’Asif Shikder, causée par les forces conjointes, constitue une grave violation des droits humains, véhiculant un message terrifiant pour l’état de droit, la démocratie et les libertés fondamentales au Bangladesh.
Selon les informations recueillies auprès de plusieurs médias ainsi que de sources fiables du JMBF, dans la nuit du 20 juillet, un groupe de 25 à 30 membres des forces conjointes (policiers, militaires et agents en civil) a fait une descente au domicile d’Asif Shikder, situé à Mirpur-1, sous la juridiction du commissariat de Shah Ali. Devant sa famille, Asif a été violemment torturé : ses mains et ses pieds ont été ligotés, puis il a été traîné hors de chez lui et battu sauvagement. Par la suite, il a été emmené dans un camp militaire où il aurait subi des décharges électriques et d’autres formes de torture d’un autre âge. Le lendemain matin, toujours en garde à vue, Asif Shikder est décédé. Sa famille et les témoins parlent d’un meurtre prémédité et extrajudiciaire.
Le président fondateur du JMBF, l’avocat et défenseur des droits humains Maître Shahinur Islam, a déclaré : « Alors que le lauréat du prix Nobel de la paix et actuel chef du gouvernement intérimaire, le Dr Muhammad Yunus, affirme vouloir promouvoir les droits de l’homme, la démocratie et l’état de droit au Bangladesh, son régime est marqué par une recrudescence d’exécutions extrajudiciaires, d’actes de torture, d’arrestations arbitraires et de violences d’État. Cela témoigne d’un système de violences institutionnalisées, d’une hypocrisie morale choquante et d’une absence totale de reddition de comptes. »
Le conseiller principal du JMBF, le défenseur des droits humains français Robert Simon, a ajouté : « Bien que le Dr Muhammad Yunus se soit historiquement engagé en faveur des droits humains, son gouvernement intérimaire est aujourd’hui témoin d’une série d’assassinats brutaux perpétrés par les forces de sécurité de l’État. Cela remet sérieusement en question sa crédibilité morale et juridique. Nous exigeons une réponse claire : va-t-il rester silencieux ou assumera-t-il publiquement la responsabilité de cet acte ? Reconnaîtra-t-il la responsabilité de l’État ou cautionnera-t-il ces crimes par son silence ? »
Revendications et Appels du JMBF :
1. Une enquête judiciaire indépendante sur la mort d’Asif Shikder: Le JMBF exige une enquête judiciaire indépendante, impartiale et de haut niveau sur ce qui constitue, selon nous, une exécution extrajudiciaire. Cette enquête doit être exempte de toute influence gouvernementale ou militaire et inclure toutes les preuves disponibles : vidéos de la torture, rapports médicaux, témoignages oculaires, et la plainte formelle de la famille.
2. Sanctions disciplinaires et poursuites judiciaires immédiates contre les forces impliquées: Tous les membres des forces armées, de la police et les agents en civil impliqués doivent être immédiatement suspendus et faire l’objet d’enquêtes internes. Si nécessaire, des poursuites pénales doivent être engagées. Nul ne doit être au-dessus des lois, quels que soient son uniforme ou sa fonction.
3. Mettre fin aux descentes nocturnes, aux tortures et aux harcèlements par les forces conjointes: Dans une démocratie, il est inacceptable et illégal que les forces conjointes pénètrent dans des domiciles privés sans mandat, de nuit, pour fouiller, arrêter ou torturer. Ces pratiques doivent cesser immédiatement. Toute arrestation doit respecter les procédures légales, être fondée sur des accusations précises et autorisée par un mandat judiciaire. L’usage des forces conjointes comme outil de répression politique et de terreur doit prendre fin.
4. Intervention et surveillance internationale des droits humains: Le JMBF appelle le Conseil des droits de l’homme de l’ONU, Amnesty International, Human Rights Watch, et les autres institutions internationales à enquêter, intervenir et exercer des pressions diplomatiques sur le gouvernement bangladais. Étant donné la culture persistante de l’impunité au Bangladesh, seule la responsabilité internationale peut garantir la justice.
5. Soutien psychologique, indemnisation financière et sécurité pour la famille d’Asif Shikder: Le traumatisme psychologique et social subi par la famille d’Asif est immense. Le gouvernement doit lui fournir immédiatement un soutien psychologique professionnel, une indemnisation financière juste et une protection de long terme pour assurer leur sécurité et leur dignité. La famille doit être protégée contre toute surveillance, menace ou harcèlement, et leur situation doit faire l’objet d’une surveillance internationale.
Le JMBF exprime sa solidarité totale avec la famille d’Asif Shikder et continuera de suivre de près la situation des droits humains au Bangladesh.
Cordialement,
Tanni Bithi Sardar
Vice-Présidente
JusticeMakers Bangladesh in France (JMBF)
Résumé des faits (selon les médias et les sources fiables du JMBF) :
Le matin du lundi 21 juillet 2025, le dirigeant de Jubo Dal, Asif Shikder, de l’unité 93, est décédé à la suite de tortures infligées par les forces conjointes à Mirpur, Dhaka. La veille au soir, son domicile avait été perquisitionné et il avait été arrêté par des membres des forces conjointes (armée, police et agents en civil).
Selon sa mère, Swapna Begum, vers 2h du matin, environ 25 à 30 membres de ces forces ont fait irruption dans la maison familiale, saccageant les lieux. Lorsqu’Asif a demandé les raisons de cette intrusion, il a été giflé et battu sans ménagement. Les agents ont ensuite attaché ses mains et ses pieds avant de commencer à le torturer brutalement.
La famille, malgré ses protestations, n’a reçu aucune explication. Asif a été battu à l’intérieur, puis traîné dehors et de nouveau frappé dans la rue. Il a ensuite été transféré dans un camp militaire où il aurait reçu des décharges électriques.
Vers 11h, les membres de la famille ont appris par des voisins qu’Asif était mort en détention au commissariat de Shah Ali, apparemment suite à des actes de torture.
Le commissaire de police de Shah Ali, Md. Shafiqul Islam, a déclaré que trois personnes avaient été arrêtées lors de cette opération conjointe et conduites dans un camp militaire. Le matin du 21 juillet, les forces ont tenté de les remettre à la police. Un sous-inspecteur a été dépêché pour dresser un procès-verbal, mais à son retour, il a signalé que les détenus étaient dans un état critique. Ils ont été transférés à l’hôpital, où Asif a été déclaré mort.
***********************************************************************************
Copyright © JusticeMakers Bangladesh in France (JMBF), 2025. All rights reserved. No part of this publication may be reproduced, stored in a retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without the prior permission of JMBF.
JMBF is an independent non-profit, nonpartisan human rights organization registered in France with registration number W931027714 under the association law of 1901, dedicated to defending human rights, fighting for justice, and empowering communities in Bangladesh and beyond.
***********************************************************************************
স্বত্বাধিকার © জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (JMBF), ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত। এই প্রকাশনার কোনো অংশ JMBF-এর পূর্বানুমতি ছাড়া কোনোভাবে—ইলেকট্রনিক, যান্ত্রিক, ফটোকপি, রেকর্ডিং বা অন্য কোনো মাধ্যমে—পুনরুৎপাদন, সংরক্ষণ বা প্রেরণ করা যাবে না।
JMBF একটি স্বাধীন, অলাভজনক, অরাজনৈতিক মানবাধিকার সংস্থা, যা ফ্রান্সে Association Law of 1901 অনুযায়ী নিবন্ধিত (নিবন্ধন নম্বর W931027714)। এটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার রক্ষা, ন্যায়বিচারের জন্য সংগ্রাম এবং সমাজকে ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছে।
***********************************************************************************
Copyright © JusticeMakers Bangladesh en France (JMBF), 2025. Tous droits réservés. Aucune partie de cette publication ne peut être reproduite, stockée dans un système de récupération, ou transmise sous quelque forme ou par quelque moyen que ce soit—électronique, mécanique, photocopie, enregistrement ou autre—sans l'autorisation préalable de JMBF.
JMBF est une organisation indépendante, à but non lucratif et non partisane de défense des droits humains, enregistrée en France sous le numéro W931027714 conformément à la loi de 1901 sur les associations. Elle s'engage à défendre les droits humains, à lutter pour la justice et à autonomiser les communautés au Bangladesh et au-delà.
No comments:
Post a Comment