
ব্যক্তিকে দোষী সাব্যস্ত করতে যুক্তি
উত্থাপন করেন। অন্যদিকে,অভিযুক্ত পক্ষের আইনজীবী অভিযুক্ত ব্যক্তির পক্ষে
যুক্তি উত্থাপন করে তাকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেন।
ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার সর্বোচ্চ দায় রাষ্ট্রের এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ আনয়ন করা হয়, তা যুক্তিসংগত সন্দেহ ছাড়াই রাষ্ট্রকে প্রমাণ করতে হয়।অভিযুক্ত ব্যক্তির ঘটনা প্রমাণের দায় থাকে না। তাকে কোন প্রমাণ উত্থাপন করতে হয় না। তাই অভিযুক্ত ব্যক্তির নির্দোষীতাও প্রমাণ করতে হয় না। অভিযুক্ত ব্যক্তি সকল প্রকার নাগরিক অধিকার সমভাবে ভোগের অধিকারী এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে যুক্তি তর্ক উত্থাপনের অধিকারী।
ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার সর্বোচ্চ দায় রাষ্ট্রের এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ আনয়ন করা হয়, তা যুক্তিসংগত সন্দেহ ছাড়াই রাষ্ট্রকে প্রমাণ করতে হয়।অভিযুক্ত ব্যক্তির ঘটনা প্রমাণের দায় থাকে না। তাকে কোন প্রমাণ উত্থাপন করতে হয় না। তাই অভিযুক্ত ব্যক্তির নির্দোষীতাও প্রমাণ করতে হয় না। অভিযুক্ত ব্যক্তি সকল প্রকার নাগরিক অধিকার সমভাবে ভোগের অধিকারী এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে যুক্তি তর্ক উত্থাপনের অধিকারী।
- একজন ডিফেন্স ল’য়ার প্রয়োজনীয় তথ্য প্রমাণ উত্থাপন করে সরকার পক্ষে উত্থাপিত সকল যুক্তি খণ্ডন করেন এবং সরকার পক্ষের আনিত অভিযোগসমূহ প্রমাণের দায় নিশ্চিত করতে সরকার পক্ষ কর্তৃক উত্থাপিত সন্দেহজনক উত্থাপন সমূহকে চ্যালেঞ্জ করেন।
- একজন ডিফেন্স ল’য়ার মামলা চলাকালীন পদ্ধতিগত ভুল সম্পর্কে চ্যালেঞ্জ
করে এবং অবিশ্বাস্য প্রমাণের ভিত্তিতে আনিত অভিযোগসমূহ বাতিলের চেষ্টা
করেন।
- একজন ডিফেন্স ল’য়ার অভিযুক্ত ব্যক্তিকে তার প্রাপ্য অধিকার সম্পর্কে
অবগত করেন এবং সে সকল অধিকার যেন লংঘিত না হয় তা নিশ্চিত করার চেষ্টা করেন।
- একজন ডিফেন্স ল’য়ার অভিযুক্ত ব্যক্তিকে ঘটনার শুরু
থেকে তার প্রাপ্ত অধিকার সম্পর্কে অবগত করেন,যেন অভিযুক্ত ব্যক্তি সে সকল
অধিকার সম্পর্কে সচেতন হতে পারে। যা থেকে পরবর্তীতে মামলা চলাকালীন সময়ে
সুবিধা পাওয়া যায়।
- একজন ডিফেন্স ল’য়ার মামলা পরিচালনায় সুবিধা পেতে
অভিযুক্ত ব্যক্তিকে জামিনের মাধ্যমে সাময়িকভাবে মুক্ত করার উদ্যোগ গ্রহণ
করতে পারেন।
- একজন ডিফেন্স ল’য়ার সরকার পক্ষের আইনজীবীর সাথে
মধ্যস্থতার মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ হ্রাস, এমন কি
বাতিল করার উদ্যোগ গ্রহণ করতে পারেন।
- একজন ডিফেন্স ল’য়ার মামলা মোকাবেলায় সুবিধা আদায়ের
জন্য মামলার বিভিন্ন স্তরে গৃহীতব্য বিভিন্ন কৌশল ও যুক্তি-তর্ক সম্পর্কে
অভিযুক্ত ব্যক্তির সাথে পরামর্শ করতে পারেন।
- একজন ডিফেন্স ল’য়ার অভিযুক্ত ব্যক্তির পক্ষে মামলা
সঠিকভাবে মোকাবেলার জন্য অন্যান্য সাক্ষীদের অভিযুক্ত ব্যক্তির সুবিধা
প্রাপ্তির দৃষ্টিতে বোঝার চেষ্টা করেন এবং অভিযুক্ত ব্যক্তির সাথে
নিবিড়ভাবে কাজ করেন।
- একজন ডিফেন্স ল’য়ার কোন কোন সাক্ষীকে ডাকা হবে বা কিভাবে তাদের পরীক্ষা করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।
- একজন ডিফেন্স ল’য়ার জুরিবোর্ডের কোন সদস্য অভিযুক্ত
ব্যক্তির বিরুদ্ধে পক্ষপাতিত্ব করছে কিনা তা নির্ধারন করে তাকে জুরিবোর্ড
থেকে সরিয়ে নিতে আবেদন করতে পারেন।
তাই যত দ্রুত সম্ভব অভিযুক্ত ব্যক্তির একজন আইনজীবীর সহযোগিতা নেওয়া খুব
গুরুত্বপূর্ণ। কারণ ঘটনার প্রাথমিক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তিকে সুরক্ষা
প্রদান করতে একজন আইনজীবী যেভাবে সাহায্য করতে পারেন, মামলা চলাকালীন অনেক
সময় তা সম্ভব হয় না।
লেখক:মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিক; প্রতিষ্ঠাতামহাসচিব, জাস্টিসমেকার্সবাংলাদেশ; মোবাইলঃ ০১৭২০৩০৮০৮০, ইমেল: saikotbihr@gmail.com, ব্লগ: www.shahanur.blogspot.com
নিবন্ধটি নিম্নোক্ত নিউজ মিডিয়ায় প্রকাশিত হয়েছে:
১। ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা, BanglaNews24.Com, December 29, 2012
২। ফৌজদারি বিচারব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা, DailySonarDesh.Com, January 04, 2013
৩। ফৌজদারি (Criminal) মামলায় আপনার আইনজীবীর ভূমিকা, BdLawNews.Com, December 31, 2012
৪। ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা, Gorai24.Com, June 23, 2013
৫। ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা, BanglaNews.Com.Bd, June 23, 2013
৬। ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা, OpenNews24.Com, June 24, 2013
৭। ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা, 52Somachar.Com, June 23, 2013
৮। ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা, BartaBangla .Com, June 23, 2013
৯। ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা, UNSBD.Com, June 23, 2013
১০। ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা,Bangladesh-Web.Com, June 24, 2013
১২। ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা, UnitedNews24.Com, June 23, 2013
১৩। ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা, NirvikSangbad.Com, June 23, 2013
14. ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা, PrimeNewsBd24.Com
======================================================================
Personal site of Advocate Shahanur Islam (an young, ascendant and promising human rights defender and lawyer) working for ensuring human rights, rule of law and social justice in Bangladesh and the Globe. কপিরাইট © অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত. সকল সত্ব ® সংরক্ষিত. শাহানূর ডট ব্লগস্পট ডট কম'র প্রকাশিত/প্রচারিত কোন নিবন্ধ, মতামত, তথ্য, ছবি, আলোকচিত্র, ভিডিও চিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ব্যতীত ব্যবহার আইনগত দণ্ডনীয়.
নিবন্ধটি নিম্নোক্ত নিউজ মিডিয়ায় প্রকাশিত হয়েছে:
১। ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা, BanglaNews24.Com, December 29, 2012
২। ফৌজদারি বিচারব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা, DailySonarDesh.Com, January 04, 2013
৩। ফৌজদারি (Criminal) মামলায় আপনার আইনজীবীর ভূমিকা, BdLawNews.Com, December 31, 2012
৪। ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা, Gorai24.Com, June 23, 2013
৫। ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা, BanglaNews.Com.Bd, June 23, 2013
৬। ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা, OpenNews24.Com, June 24, 2013
৭। ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা, 52Somachar.Com, June 23, 2013
৮। ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা, BartaBangla .Com, June 23, 2013
৯। ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা, UNSBD.Com, June 23, 2013
১০। ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা,Bangladesh-Web.Com, June 24, 2013
১২। ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা, UnitedNews24.Com, June 23, 2013
১৩। ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা, NirvikSangbad.Com, June 23, 2013
14. ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা, PrimeNewsBd24.Com
======================================================================
Personal site of Advocate Shahanur Islam (an young, ascendant and promising human rights defender and lawyer) working for ensuring human rights, rule of law and social justice in Bangladesh and the Globe. কপিরাইট © অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত. সকল সত্ব ® সংরক্ষিত. শাহানূর ডট ব্লগস্পট ডট কম'র প্রকাশিত/প্রচারিত কোন নিবন্ধ, মতামত, তথ্য, ছবি, আলোকচিত্র, ভিডিও চিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ব্যতীত ব্যবহার আইনগত দণ্ডনীয়.