Monday, October 13, 2025

BANGLADESH ALERT: JMBF Strongly Condemns Brutal Police Attacks on Peaceful Assembly of Jatio Party and MPO Teachers in Dhaka

“বাংলা ভাষার সম্পূর্ণ সংস্করণ দেখার জন্য, নিচে স্ক্রল করে ‘More’ এ ক্লিক করুন।” "Pour consulter les versions complètes en français, faites défiler vers le bas et cliquez sur ‘Voir plus’.”
Paris, France; 13 October 2025: The France-based human rights organization JusticeMakers Bangladesh in France (JMBF) expresses deep concern and strong condemnation over the recent brutal police attacks on peaceful political and social gatherings in Dhaka.

On 11 October, a peaceful political assembly of the Jatio Party at Kakrail More in the capital was violently disrupted by police. The following day, on 12 October, a peaceful protest by MPO-registered teachers in front of the National Press Club, demanding their legitimate rights, was attacked with sound grenades and baton charges, leaving many Jatio Party activists and several teachers bloodied and injured.

JMBF firmly believes that these attacks, politically motivated, constitute not only a violation of citizens’ constitutional rights to freedom of expression and peaceful assembly but also a clear breach of international human rights law, which is completely unacceptable.

It is the duty of the current caretaker government to ensure equal rights for all citizens and political parties. Under no circumstances should dissenting opinions be suppressed through intimidation, violence, or coercion. Yet, recent events demonstrate that state power is being misused to suppress peaceful civic and political activities, which is deeply concerning.

Robert Simon, Chief Advisor and renowned French human rights activist, said, "The suppression of peaceful civic and political activity in Bangladesh is completely unacceptable. All parties must operate within dialogue and the rule of law."

Advocate Shahanur Islam, Founder and President of JMBF, stated, "The current caretaker government’s repeated assaults on the fundamental human rights of citizens are extremely alarming. We stand fully with all victims and reaffirm our unwavering commitment to democracy, human rights, and the rule of law. At this moment, international attention on the ongoing repression is urgently needed."

Demands of JMBF:
  1. Conduct immediate, independent, and impartial investigations into these attacks.
  2. Provide adequate medical care and compensation to injured teachers and political activists.
  3. Bring the perpetrators to justice under the law.
  4. Ensure unhindered exercise of constitutional rights for all citizens and political parties to hold assemblies and protests.
JMBF calls upon international human rights organizations, the United Nations, and democracy-supporting statesto urgently address the escalating repression and human rights violations in Bangladesh and take appropriate action.

JMBF expresses full solidarity with the affected political activists and teachers and reiterates its unwavering commitment to democracy, human rights, and the rule of law.

Thank you

Advocate Mohammad Almgir
Secretary General
Justicemakers Bangladesh in France (JMBF)
Email: info@jmbf.org | Website: www.jmbf.org

Fact in Brief

11 October: A National Party assembly at the central office in Kakrail, convened to discuss the party’s role in the upcoming parliamentary elections, was violently disrupted by police. The party had obtained prior permission for the gathering, yet police intervened using tear gas and sound grenades, injuring several activists.

12 October: Between 2:30 pm and 3:30 pm, a peaceful protest by MPO-registered teachers demanding educational nationalization in front of the National Press Club was disrupted by police with sound grenades and baton charges. Injured teachers included Md. Shafikul Islam Kajol (40), Ganapati Hawlader (32), and Akkas Ali (55). The teachers were demanding 20% house rent allowance, 1,500 BDT medical allowance, and 75% festival bonus for staff. Injured individuals received first aid at Dhaka Medical College Hospital, with visible injuries on the head, legs, and other parts of the body.

বাংলাদেশ এলার্টঃ রাজধানীতে জাতীয় পার্টি ও এমপিও শিক্ষকদের শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষোভে পুলিশের বর্বর হামলার ঘটনায় জেএমবিএফ-এর কঠোর নিন্দা

প্যারিস, ফ্রান্স; ১৩ অক্টোবর ২০২৫: গত ১১ অক্টোবর রাজধানী ঢাকায় কাকরাইল মোড়ে জাতীয় পার্টির শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশ এবং ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের অতর্কিত হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জে জাতীয় পার্টির অনেক নেতাকর্মী এবং বেশ কয়েকজন শিক্ষক রক্তাক্ত আহত হওয়ার ঘটনায় ফ্রান্সভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করছে।

জেএমবিএফ দৃঢ়ভাবে বিশ্বাস করে, শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষোভে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এসব হামলা শুধু নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের সাংবিধানিক অধিকার লঙ্ঘন নয়, বরং এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনেরও সুস্পষ্ট লঙ্ঘন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বর্তমান অন্তবর্তী সরকারের কর্তব্য হলো—সকল নাগরিক ও রাজনৈতিক দলের সমান অধিকার নিশ্চিত করা, এবং কোনোভাবেই ভয়ভীতি, নির্যাতন বা দমনমূলক আচরণের মাধ্যমে বিরোধী মত দমন করা নয়। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলি প্রমাণ করছে যে, সরকার শান্তিপূর্ণ নাগরিক ও রাজনৈতিক কার্যক্রম দমনে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করছে, যা গভীর উদ্বেগজনক।

জেএমবিএফ-এর প্রধান উপদেষ্টা, প্রখ্যাত ফরাসী মানবাধিকারকর্মী রবার্ট সিমন বলেন, "বাংলাদেশে শান্তিপূর্ণ নাগরিক ও রাজনৈতিক কার্যক্রম দমন করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সকল পক্ষকে সংলাপ ও আইনের শাসনের মধ্যে থাকতে হবে।"

জেএমবিএফ-এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিখ্যাত মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম বলেন, "বর্তমান অন্তবর্তী সরকার যেকভাবে এক জনগণের মৌলিক মানবাধিকারের উপর একের পর এক আঘাত হেনে চলেছে তা অত্যন্ত উদ্বেগজনক। আমরা সকল ভুক্তভোগীর পাশে আছি এবং গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের পক্ষে আমাদের অবস্থান অটল। এই মুহূর্তে দমননীতির বিরুদ্ধে আন্তর্জাতিক দৃষ্টি অত্যন্ত জরুরি।"

জেএমবিএফ-এর দাবীসমূহ:
১। অবিলম্বে এসব হামলার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করতে হবে।
২। আহত শিক্ষক ও রাজনৈতিক কর্মীদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
৩। দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
৪। সকল নাগরিক ও রাজনৈতিক দলের সভা-সমাবেশের সাংবিধানিক অধিকার অবাধে চর্চার নিশ্চয়তা দিতে হবে।

জেএমবিএফ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, জাতিসংঘ এবং গণতন্ত্র-সমর্থিত রাষ্ট্রসমূহের প্রতি বাংলাদেশে ক্রমবর্ধমান দমননীতি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোতে দৃষ্টি প্রদান এবং প্রয়োজনে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে। 

জেএমবিএফ ভুক্তভোগী রাজনৈতিক কর্মী ও শিক্ষকদের প্রতি সম্পূর্ণ সহমর্মিতা জ্ঞাপন করছে এবং গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের পক্ষে অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করছে।

ধন্যবাদান্তে,

অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর
মহাসচিব
জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)
ইমেইলঃ info@jmbf.org | ওয়েবসাইটঃ www.jmbf.org

ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ রাজধানীতে দুই স্থানে পুলিশের হামলায় জাতীয় পার্টির নেতা-কর্মী ও এমপিও শিক্ষক রক্তাক্ত আহত

১১ অক্টোবর, শনিবার, রাজধানীর কাকরাইল মোড়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের ভূমিকা নির্ধারণে ডাকা সমাবেশ পুলিশের হামলায় পণ্ড হয়ে যায়।

জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য তারা আগেই পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছিল। কিন্তু তারপরও পুলিশ তাদের সমাবেশে বাধা দেয়। এ সময় পুলিশ দলটির নেতাকর্মীদের ওপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

অন্য একটি ঘটনায়, ১২ অক্টোবর, রবিবার, দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে অন্তত তিনজন শিক্ষক আহত হয়েছেন। আহতরা হলেন— মো. শফিকুল ইসলাম কাজল (৪০), গণপতি হাওলাদার (৩২) ও আক্কাস আলী (৫৫)।

এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভ মিছিল করছিলেন শিক্ষকরা। এ সময় পুলিশ বাধা দেয়। পরে শিক্ষক–কর্মচারীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ সদস্যরা। এতে বেশ কয়েকজন শিক্ষক রক্তাক্ত আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তাঁদের মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে লাঠিচার্জের আঘাতের চিহ্ন রয়েছে।

ALERTE BANGLADESH : JMBF condamne fermement les attaques brutales de la police contre les rassemblements pacifiques du Parti Jatio et des enseignants MPO à Dhaka

Paris, France ; 13 octobre 2025: L’organisation française de défense des droits humains Justicemakers Bangladesh en France (JMBF) exprime sa profonde inquiétude et sa vive condamnation des récentes attaques brutales de la police contre des rassemblements politiques et sociaux pacifiques à Dhaka.

Le 11 octobre, une assemblée politique pacifique du Parti Jatio à Kakrail More dans la capitale a été violemment perturbée par la police. Le jour suivant, le 12 octobre, une manifestation pacifique des enseignants inscrits au MPOdevant le National Press Club, exigeant leurs droits légitimes, a été attaquée avec des grenades sonores et des coups de matraque, laissant de nombreux militants du Parti Jatio et plusieurs enseignants sanglants et blessés.

Le JMBF estime fermement que ces attaques, motivées politiquement, constituent non seulement une violation des droits constitutionnels des citoyens à la liberté d’expression et de réunion pacifique, mais également une violation claire du droit international des droits humains, ce qui est totalement inacceptable.

Il est du devoir du gouvernement intérimaire actuel de garantir l’égalité des droits pour tous les citoyens et tous les partis politiques. En aucun cas, les opinions dissidentes ne doivent être réprimées par l’intimidation, la violence ou la coercition. Cependant, les événements récents montrent que le pouvoir de l’État est utilisé pour réprimer les activités civiques et politiques pacifiques, ce qui est profondément préoccupant.

Robert Simon, conseiller principal et célèbre militant français des droits humains, a déclaré, "La répression des activités civiques et politiques pacifiques au Bangladesh est totalement inacceptable. Toutes les parties doivent agir dans le cadre du dialogue et de l’État de droit."

L’avocat Shahanur Islam, fondateur et président du JMBF, a déclaré,  "Les attaques répétées du gouvernement intérimaire actuel contre les droits humains fondamentaux des citoyens sont extrêmement préoccupantes. Nous nous tenons pleinement aux côtés de toutes les victimes et réaffirmons notre engagement indéfectible envers la démocratie, les droits humains et l’État de droit. À ce moment, une attention internationale sur la répression en cours est absolument nécessaire."

Exigences du JMBF :
  1. Mener des enquêtes immédiates, indépendantes et impartiales sur ces attaques.
  2. Fournir des soins médicaux adéquats et une compensation aux enseignants et militants politiques blessés.
  3. Traduire les responsables en justice conformément à la loi.
  4. Garantir l’exercice libre et sans entrave des droits constitutionnels pour tous les citoyens et tous les partis politiques de tenir des assemblées et des manifestations.
Le JMBF appelle les organisations internationales de défense des droits humains, les Nations Unies et les États soutenant la démocratie à porter une attention urgente à la répression croissante et aux violations des droits humains au Bangladesh et à prendre les mesures appropriées.

Le JMBF exprime sa pleine solidarité avec les militants politiques et les enseignants affectés et réaffirme son engagement indéfectible envers la démocratie, les droits humains et l’État de droit.

Merci

Avocat Mohammad Almgir
Secrétaire général
Justicemakers Bangladesh en France (JMBF)
Email : info@jmbf.org | Site web : www.jmbf.org

Résumé des faits :

11 octobre : Une assemblée du Parti Jatio au siège central de Kakrail, convoquée pour discuter du rôle du parti lors des prochaines élections parlementaires, a été violemment perturbée par la police. Bien que le parti ait obtenu l’autorisation préalable de la réunion, la police est intervenue en utilisant gaz lacrymogène et grenades sonores, blessant plusieurs militants.


12 octobre : Entre 14h30 et 15h30, une manifestation pacifique des enseignants MPO exigeant la nationalisation de l’éducation devant le National Press Club a été dispersée par la police avec des grenades sonores et des coups de matraque. Les enseignants blessés comprenaient Md. Shafikul Islam Kajol (40), Ganapati Hawlader (32) et Akkas Ali (55). Les enseignants réclamaient 20 % d’allocation de logement, 1 500 BDT d’allocation médicale et 75 % de prime de fête pour le personnel. Les blessés ont reçu les premiers soins au Dhaka Medical College Hospital, avec des blessures visibles à la tête, aux jambes et à d’autres parties du corps.

*********************************************************************************************************** Copyright © JusticeMakers Bangladesh in France (JMBF), 2025. All rights reserved. No part of this publication may be reproduced, stored in a retrieval system, or transmitted in any form or by any means — electronic, mechanical, photocopying, recording, or otherwise — without mentioning the name of JMBF. 

JMBF is an independent, non-profit, nonpartisan human rights organization registered in France with registration number W931027714 under the 1901 Association Law, dedicated to defending human rights, fighting for justice, and empowering communities in Bangladesh and beyond. 

*********************************************************************************************************** কপিরাইট © জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ), ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।এই প্রকাশনার কোনো অংশ জেএমবিএফ-এর নাম উল্লেখ ব্যতীত—ইলেকট্রনিক, যান্ত্রিক, ফটোকপি, রেকর্ডিং বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে—পুনঃপ্রকাশ, সংরক্ষণ বা পরিবহন করা যাবে না। 

জেএমবিএফ একটি স্বাধীন, অলাভজনক ও অরাজনৈতিক মানবাধিকার সংস্থা, যা ফ্রান্সে ১৯০১ সালের অ্যাসোসিয়েশন আইনের অধীনে W931027714 নম্বরে নিবন্ধিত। সংস্থাটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচারের জন্য সংগ্রাম এবং প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
 *********************************************************************************************************** Droits d’auteur © JusticeMakers Bangladesh en France (JMBF), 2025. Tous droits réservés. Aucune partie de cette publication ne peut être reproduite, stockée dans un système de récupération, ou transmise sous quelque forme ou par quelque moyen que ce soit — électronique, mécanique, photocopie, enregistrement ou autre — sans mentionner le nom de JMBF. 

JMBF est une organisation indépendante à but non lucratif et non partisane, enregistrée en France sous le numéro d’enregistrement W931027714 selon la loi de 1901 sur les associations, dédiée à la défense des droits humains, à la lutte pour la justice, et à l’autonomisation des communautés au Bangladesh et au-delà.

No comments:

Post a Comment