প্যারিস, ফ্রান্স; ১৮ ডিসেম্বর, ২০২৩: ফ্রান্স ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) প্রথমবারের মতো বাংলাদেশে সমকামী ব্যক্তির প্রতি সহিংসতা, বৈষম্য ও অধিকার বিষয়ক বিস্তারিত প্রদিবেদন “বাংলাদেশে সমকামী অধিকার ২০২২” প্রকাশ করেছে।
বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সমকামী ব্যক্তির প্রতি সহিংসতা, বৈষম্য ও অধিকার সংক্রান্ত খবর জাস্টিসমেকার্স বাংলাদেশ (জেএমবিডি)কর্তৃক নিয়মিত সংকলন ও যাচায়পূর্বক প্রাপ্ত তথ্য জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)১৮ ডিসেম্বর ২০২৩ এ প্রতিবেদন আকারে প্রকাশ করেছে।
বাংলাদেশে যৌন সংখ্যালঘু সমকামী গোষ্ঠীর বিরুদ্ধে চলমান ব্যাপক বৈষম্য ও সহিংসতার একটি স্পষ্ট চিত্র তুলে ধরাসহ প্রতিবেদনটিতে বাংলাদেশে সমকামী সম্প্রদায় প্রতিনিয়ত যে সকল কঠিন সংগ্রামের মাধ্যমে বেঁচে রয়েছে তাঁর উপর বিস্তারিত আলোকপাত করা করেছে।
জাস্টিসমেকার্স বাংলাদেশ (জেএমবিডি)এর প্রতিষ্ঠাতা মহাসচিব এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)এর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম প্রতিবেদনটি সম্পাদনা করেছেন। তিনি প্রতিবেদনের মুখবন্ধে বাংলাদেশে যৌন সংখ্যালঘু সমকামী সম্প্রদায় যেসব সহিংসতা, অবিচার, বৈষম্য, নির্যাতনের শিকার হয় তা নিরসনে তাঁর প্রতিষ্ঠিত মানবাধিকার সংগঠন জেএমবিডি এবং জেএমবিএফ আন্তরিকভাবে কাজ করবে বলে সংকল্প ব্যক্ত করেছেন।




