Monday, September 1, 2025

BANGLADESH ALERT: JMBF expresses deep concern and strongly condemns recent attacks, arrests, and fabricated cases against 19 lawyers across various districts in the country.

To read the Bengali and French versions, please scroll down and click ‘More’

Paris, France | 02 September 2025:
France-based human rights organization JusticeMakers Bangladesh in France (JMBF) expresses its profound concern and strong condemnation of these incidents of escalating attacks, arrests, fabricated cases, and harassment of lawyers across several districts in Bangladesh, solely due to the mere fulfillment of professional duties and political beliefs.

According to various reports and JMBF’s own reliable sources, on 11 February in Manikganj, Advocate Mojibur Rahman’s bail was denied in a case related to an anti-discrimination student movement; on 1 May, Advocate Mahfuzur Rahman was arrested in Sylhet and sent to jail; on 6 August, Advocate Aziyar Rahman was arrested in Jessore and sent to jail; on 7 August, two lawyers, Advocate Selim Shah and Advocate Taibur Rahman, were sent to jail in Nilphamari on allegations of political unrest; on 24 August, Advocate Billal Hossain was attacked at his home by hired assailants in Moulvibazar with intent to kill; on 29 June, 11 leading lawyers, including former presidents, secretaries, and treasurers of Dhaka Bar, faced embezzlement cases; and on 16 June, two lawyers, Ashiqur Rahman and Miraj Uddin Polwan, faced cases and arrest warrants in Laxmipur for allegedly causing disturbances in court. JMBF strongly believes that these incidents constitute direct interference with and attacks on the professional independence of the legal community by the current interim government.

JMBF believes that the recent politically motivated harassment, arrests, detention, and even attempts on the lives of multiple lawyers across various districts demonstrate that the rule of law and the independence of the judiciary in Bangladesh are under severe threat. These events constitute a clear violation of the Constitution of Bangladesh, the United Nations Human Rights Conventions, and the UN Basic Principles on the Role of Lawyers regarding professional status and fundamental human rights.

Robert Simon, Chief Advisor of JMBF and a renowned French human rights activist, said, "The successive attacks, cases, arrests, and harassment of lawyers in Bangladesh are not merely assaults on a professional group; they are blatant attacks on justice, democracy, and fundamental human rights. The international community must strongly protest this situation because when lawyers are silenced, the rights of ordinary citizens are also at risk."

Advocate Shahanur Islam, Founder President of JMBF and a prominent human rights lawyer, said, "The current interim government in Bangladesh is using law enforcement and the judicial system for political purposes to suppress human rights defenders and dissenting lawyers. By filing false cases, carrying out arbitrary arrests, and attempting assassinations, the state is perpetuating a culture of impunity. We, on behalf of JMBF, want to make it clear that this oppressive policy must stop immediately, and the security and justice of lawyers must be ensured."

JMBF Demands:
  1. Immediate cessation of all attacks, harassment, and false cases against lawyers.
  2. Identification and swift prosecution of those responsible for the attack on Advocate Billal Hossain.
  3. Immediate unconditional release of lawyers detained for political purposes.
  4. Guarantee of judicial independence and political neutrality in case proceedings.
  5. Effective action by the United Nations, European Union, International Bar Associations, and other international bodies.
JMBF believes that without ensuring the safety and independence of lawyers, Bangladesh’s judicial system and democratic future will be completely endangered.

Thank you,


Advocate Mohammad Alamgir
Secretary General
JusticeMakers Bangladesh in France (JMBF)
Email: mohammad.alamgir@jmbf.org
Website: www.jmbf.org

Fact in Brief: (According to various reports and JMBF’s reliable sources)

Incident 1: Bail denied for Advocate Mojibur Rahman in Manikganj in an arson case during the anti-discrimination student movement

On 11 February 2025, Advocate Mojibur Rahman’s bail was denied by the court, and he was sent to jail in connection with an arson and vandalism case. On the same day at 12 pm, Senior Judicial Magistrate-2 Judge Rahul Dev rejected the bail after hearing the case. The case was filed on 13 August last year for arson and vandalism during a victory procession in Saturia, Manikganj.

Incident 2: Arrest of former Sylhet Bar General Secretary Mahfuzur Rahman

On 1 May 2025, Advocate Mahfuzur Rahman, former General Secretary of Sylhet District Bar Association, was sent to jail by the court. Earlier that day, he was brought to court, where Metropolitan Magistrate First Court Judge Shariful Haque ordered him sent to jail. He had been arrested earlier that morning at his home by Kotwali Police in connection with attacks during the anti-discrimination student movement.

Incident 3: Arrest of Jessore lawyer Aziyar Rahman

On 6 August 2025, Advocate Aziyar Rahman, a member of Jessore District Bar Association, was arrested for allegedly trespassing the police station, obstructing official work, and issuing threats. The court ordered him to be sent to jail.

Incident 4: Arrest of two lawyers in Nilphamari on allegations of political unrest

On 7 August 2025, Advocate Selim Shah (40) and Advocate Taibur Rahman (35) were arrested by Nilphamari Sadar police. On 8 August, they were sent to jail as suspects in two separate cases filed for political unrest and vandalism.

Incident 5: Attempted murder attack on Advocate Billal Hossain in Moulvibazar

On 24 August 2025, at around 9 pm, hired assailants attacked Advocate Billal Hossain at his residence in Kalenga village, Kamalganj, Moulvibazar. The attackers damaged furniture, but the lawyer survived. Three attackers were detained by locals and handed over to the police.

Incident 6: Embezzlement cases against 11 lawyers including former Dhaka Bar leaders

On 29 June 2025, three separate cases were filed against 11 lawyers, including former presidents and general secretaries of Dhaka Bar, for embezzling 110 million BDT. Arrest warrants were issued by Metropolitan Magistrate Mehedi Hasan.

Incident 7: Case and arrest warrant for two lawyers in Laxmipur over court disturbances

On 16 June 2025, a case was filed against lawyers Ashiqur Rahman and Miraj Uddin Polwan for allegedly causing disturbances and fighting with court staff in Laxmipur. Chief Judicial Magistrate Abu Sufian Mohammad Noman issued arrest warrants. The accused denied the allegations, claiming they were attacked first.

বাংলাদেশ এলার্ট: সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় ১৯ জন আইনজীবীর উপর হামলা, গ্রেপ্তার, মিথ্যা মামলা ও হয়রানির ঘটনায় জেএমবিএফ-এর গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ।

প্যারিস, ফ্রান্স | ০২ সেপ্টেম্বর ২০২৫: শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালণ ও রাজনৈতিক মতাদর্শের কারণে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় আইনজীবীদের ওপর ক্রমবর্ধমান হামলা, গ্রেপ্তার, মিথ্যা মামলা ও হয়রানির ঘটনায় ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে।

বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত খবর ও জেএমবিএফ-এর নিজস্ব নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, গত ১১ ফেব্রুয়ারি মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় অ্যাডভোকেট মজিবর রহমানের জামিন নামঞ্জুর, ১ মে সিলেটে অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেফতারপূর্বক কারাগারে প্রেরণ, ৬ আগস্ট যশোরে অ্যাডভোকেট অজিয়ার রহমানকে গ্রেপ্তারপূর্বক কারাগারে প্রেরণ, ০৭ আগস্ট নীলফামারীতে দুই আইনজীবী অ্যাডভোকেট সেলিম শাহ ও অ্যাডভোকেট তৈয়বুর রহমানের বিরুদ্ধে রাজনৈতিক অস্থিরতার অভিযোগে গ্রেপ্তারপূর্বক জেল হাজতে প্রেরণ, ২৪ আগস্ট মৌলভীবাজারে অ্যাডভোকেট বিল্লাল হোসেনকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে ভাড়াটে খুনিদের হামলা, ২৯ জুন ঢাকা বারের সাবেক চারজন সভাপতি, সেক্রেটারি ও কোষাধক্যসহ ১১ জন নেতৃত্বদানকারী আইনজীবীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা এবং ১৬ জুন লক্ষ্মীপুর আদালতে হট্টগোল করার অভিযোগে দুই আইনজীবী আশিকুর রহমান ও মিরাজ উদ্দিন পলওয়ানের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারীর ঘটনা বাংলাদেশের আইনজীবী সমাজের পেশাগত স্বাধীনতার ওপর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সরাসরি আঘাত ও হস্তক্ষেপ বলে জেএমবিএফ দৃঢ়ভাবে বিশ্বাস করে।

জেএমবিএফ মনে করে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় একাধিক আইনজীবীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত হয়রানিমূলক মামলা, গ্রেফতার, জেল হাজতে প্রেরণ, এমনকি প্রাণনাশের উদ্দেশ্যে হামলার মতো ঘটনা প্রমাণ করে যে বাংলাদেশে আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে এবং উক্ত ঘটনাগুলো বাংলাদেশের সংবিধান, জাতিসংঘ মানবাধিকার সনদ ও জাতিসংঘের Basic Principles on the Role of Lawyers এর পেশাগত মর্যাদা ও অধিকার সংক্রান্ত মৌলিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

জেএমবিএফ এর প্রধান উপদেষ্টা, প্রখ্যাত ফরাসি মানবাধিকার কর্মী রবার্ট সিমন বলেন, "বাংলাদেশে একের পর এক আইনজীবীর ওপর এ হামলা, মামলা, গ্রেফতার ও হয়রানি কেবল একটি পেশাজীবী শ্রেণির ওপর আক্রমণ নয়; এটি মূলত ন্যায়বিচার, গণতন্ত্র এবং মৌলিক মানবাধিকারের ওপর নগ্ন আঘাত। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই পরিস্থিতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে হবে, কারণ আইনজীবীরা যখনই নিশ্চুপ করা হয়, তখন সাধারণ মানুষের অধিকারও বিপন্ন হয়।"

জেএমবিএফ এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম বলেন, "বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার ব্যবস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে মানবাধিকার রক্ষাকারী আইনজীবী ও ভিন্নমতাবলম্বীদের দমন করছে। এভাবে মিথ্যা মামলা, নির্বিচার গ্রেপ্তার এবং হত্যাচেষ্টা চালিয়ে যাওয়া রাষ্ট্রের দায়মুক্তির সংস্কৃতিকে আরও চিরস্থায়ী করে তুলছে। আমরা জেএমবিএফ-এর পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, এই দমননীতি অবিলম্বে বন্ধ করতে হবে এবং আইনজীবীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।"

জেএমবিএফ-এর দাবিসমূহ:
১. অবিলম্বে সকল আইনজীবীর ওপর হামলা, হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ করতে হবে।
২. অ্যাডভোকেট বিল্লাল হোসেনের ওপর হামলার দায়ীদের চিহ্নিত করে দ্রুত বিচার করতে হবে।
৩. রাজনৈতিক উদ্দেশ্যে আটক ও কারারুদ্ধ আইনজীবীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
৪. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং রাজনৈতিক প্রভাবমুক্তভাবে মামলা পরিচালনা করতে হবে।
৫. জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনসহ আন্তর্জাতিক মহলকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জেএমবিএফ বিশ্বাস করে, আইনজীবীদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা না গেলে বাংলাদেশের বিচারব্যবস্থা ও গণতান্ত্রিক ভবিষ্যৎ সম্পূর্ণভাবে বিপন্ন হয়ে পড়বে।

ধন্যবাদান্তে,


অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর
মহাসচিব, জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)
ইমেল: mohammad.alamgir@jmbf.org
ওয়েবসাইট: www.jmbf.org

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: (বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত খবর ও জেএমবিএফ-এর নিজস্ব নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী)

ঘটনা নং-১। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে অগ্নিসংযোগ মামলায় মানিকগঞ্জে আইনজীবী মজিবর রহমানের জামিন নামঞ্জুর

গত ১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলায় হাজিরা দিতে আসা জজ কোর্টের আইনজীবী মজিবর রহমানের জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। একই দিন দুপুর ১২টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক রাহুল দেব শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করেন। গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলে দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

ঘটনা নং-২। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় সিলেটের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কারাগারে

গত ০১ মে ২০২৫, বৃহস্পতিবার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। একই দিন দুপুরে তাকে আদালতে তোলা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শরিফুল হক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে ভোররাতে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনা নং-৩। থানায় অনধিকার প্রবেশের অভিযোগে যশোরের আইনজীবী অজিয়ার রহমান গ্রেপ্তার

গত ০৬ আগস্ট ২০২৫ তারিখে যশোরের কেশবপুরে থানায় অনধিকার প্রবেশ, সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট অজিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে যশোর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।

ঘটনা নং-৪। দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ও ভাঙচুরের অভিযোগে নীলফামারীর দুই আইনজীবী গ্রেপ্তার

০৭ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার দিবাগত রাতে নীলফামারী জেলা আইনজীবী সমিতির দুই আইনজীবী অ্যাডভোকেট সেলিম শাহ (৪০) এবং অ্যাডভোকেট তৈয়বুর রহমান (৩৫) কে গ্রেপ্তার করে নীলফামারী সদর থানা পুলিশ। পরবর্তীতে ৮ আগস্ট, শুক্রবার তাঁদের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে একটি জুম মিটিংয়ে অংশগ্রহণ করে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং নীলফামারীতে ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া দুটি পৃথক মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

ঘটনা নং-৫। মৌলভীবাজারে হত্যার উদ্দেশ্যে অ্যাডভোকেট বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়াটে খুনিদের হামলা

গত ২৪ আগস্ট ২০২৫ তারিখে রাত আনুমানিক ৯টার দিকে মৌলভীবাজার জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট বিল্লাল হোসেনকে হত্যার উদ্দেশ্যে একদল ভাড়াটে খুনি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে তার বাসায় হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। তবে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে আইনজীবী বিল্লাল হোসেন প্রাণে রক্ষা পান। ঘটনাস্থলেই এলাকাবাসী তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনা নং-৬। অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা বার-এর সাবেক নেতৃত্বসহ ১১ আইনজীবীর বিরুদ্ধে মামলা

গত ২৯ জুন, রোববার এগারো কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১ জন আইনজীবীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত মামলাগুলো আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সভাপতি আব্দুর রহমান হাওলাদার, আনোয়ার শাহাদাত শাওন, মিজানুর রহমান মামুন, মো. মাহবুবুর রহমানসহ আরও অনেকে।

ঘটনা নং-৭। লক্ষ্মীপুর আদালতে হট্টগোলের অভিযোগে দুই আইনজীবীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জারি

গত ১৬ জুন, সোমবার রাতে লক্ষ্মীপুর আদালতের এজলাসে আইনজীবীদের হট্টগোল ও আদালত কর্মচারীদের সঙ্গে মারামারির ঘটনায় আইনজীবী আশিকুর রহমান ও মিরাজ উদ্দিন পলওয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী আদালতের স্টেনোটাইপিস্ট আশরাফুজ্জামান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করলে বিজ্ঞ বিচারক আবু সুফিয়ান মোহাম্মদ নোমান আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে অভিযুক্ত আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে তাঁদের ওপরই আগে হামলা চালানো হয়েছিল।

ALERTE BANGLADESH : JMBF exprime sa profonde inquiétude et condamne fermement les récentes attaques, arrestations et affaires fabriquées contre 19 avocats dans divers districts du pays.

Paris, France | 01 septembre 2025 : L’organisation de défense des droits humains basée en France, JusticeMakers Bangladesh in France (JMBF), exprime sa profonde inquiétude et sa vive condamnation face à ces incidents d’attaques croissantes, d’arrestations, d’affaires fabriquées et de harcèlement visant des avocats dans plusieurs districts du Bangladesh, uniquement en raison de l’exercice de leurs fonctions professionnelles et de leurs convictions politiques.

Selon divers rapports et les sources fiables de JMBF, le 11 février à Manikganj, la demande de mise en liberté sous caution de l’avocat Mojibur Rahman a été refusée dans une affaire liée à un mouvement étudiant anti-discrimination ; le 1er mai, l’avocat Mahfuzur Rahman a été arrêté à Sylhet et envoyé en prison ; le 6 août, l’avocat Aziyar Rahman a été arrêté à Jessore et envoyé en prison ; le 7 août, deux avocats, Selim Shah et Taibur Rahman, ont été envoyés en prison à Nilphamari pour des allégations de troubles politiques ; le 24 août, l’avocat Billal Hossain a été attaqué chez lui par des assaillants payés à Moulvibazar avec intention de le tuer ; le 29 juin, 11 avocats de premier plan, dont d’anciens présidents, secrétaires et trésoriers du barreau de Dhaka, ont fait face à des accusations de détournement de fonds ; et le 16 juin, deux avocats, Ashiqur Rahman et Miraj Uddin Polwan, ont fait face à des affaires et à des mandats d’arrêt à Laxmipur pour avoir prétendument provoqué des perturbations au tribunal. JMBF croit fermement que ces incidents constituent une ingérence directe et des attaques contre l’indépendance professionnelle de la communauté juridique par le gouvernement intérimaire actuel.

JMBF estime que le harcèlement récent à motivation politique, les arrestations, la détention et même les tentatives contre la vie de plusieurs avocats dans différents districts montrent que l’état de droit et l’indépendance du pouvoir judiciaire au Bangladesh sont gravement menacés. Ces événements constituent une violation claire de la Constitution du Bangladesh, des conventions des Nations Unies sur les droits de l’homme et des Principes fondamentaux des Nations Unies sur le rôle des avocats concernant le statut professionnel et les droits humains fondamentaux.

Robert Simon, conseiller principal de JMBF et célèbre défenseur français des droits humains, a déclaré, "Les attaques successives, affaires, arrestations et harcèlement des avocats au Bangladesh ne sont pas seulement des agressions contre un groupe professionnel ; ce sont des attaques flagrantes contre la justice, la démocratie et les droits humains fondamentaux. La communauté internationale doit protester vigoureusement contre cette situation, car lorsque les avocats sont réduits au silence, les droits des citoyens ordinaires sont également menacés."

Advocat Shahanur Islam, président fondateur de JMBF et avocat éminent des droits humains, a déclaré,  "Le gouvernement intérimaire actuel du Bangladesh utilise les forces de l’ordre et le système judiciaire à des fins politiques pour réprimer les défenseurs des droits humains et les avocats dissidents. En déposant de fausses affaires, en procédant à des arrestations arbitraires et en tentant des assassinats, l’État perpétue une culture d’impunité. Nous, au nom de JMBF, tenons à affirmer clairement que cette politique oppressive doit cesser immédiatement et que la sécurité et la justice des avocats doivent être garanties."

Demandes de JMBF :
  1. Cesser immédiatement toutes les attaques, harcèlements et affaires fabriquées contre les avocats.
  2. Identifier et poursuivre rapidement les responsables de l’attaque contre l’avocat Billal Hossain.
  3. Libérer immédiatement et sans condition les avocats détenus pour des raisons politiques.
  4. Garantir l’indépendance du pouvoir judiciaire et la neutralité politique dans le traitement des affaires.
  5. Prendre des mesures efficaces par les Nations Unies, l’Union européenne, les associations internationales du barreau et autres instances internationales.
JMBF estime que sans garantir la sécurité et l’indépendance des avocats, le système judiciaire et l’avenir démocratique du Bangladesh seront complètement compromis.

Merci,


Advocat Mohammad Alamgir
Secrétaire général
JusticeMakers Bangladesh in France (JMBF)
Email : mohammad.alamgir@jmbf.org
Site web : www.jmbf.org

Résumé des faits : (Selon divers rapports et les sources fiables de JMBF)

Incident 1 : Refus de la mise en liberté sous caution pour l’avocat Mojibur Rahman à Manikganj dans une affaire d’incendie criminel liée au mouvement étudiant anti-discrimination.

Le 11 février 2025, la demande de mise en liberté sous caution de l’avocat Mojibur Rahman a été refusée par le tribunal, et il a été envoyé en prison dans le cadre d’une affaire d’incendie et de vandalisme. Le même jour, à 12 h, le juge du tribunal de première instance judiciaire senior-2, Rahul Dev, a rejeté la demande de mise en liberté sous caution. L’affaire avait été déposée le 13 août de l’année précédente pour incendie et vandalisme lors d’un cortège de victoire à Saturia, Manikganj.

Incident 2 : Arrestation de l’ancien secrétaire général du barreau de Sylhet, Mahfuzur Rahman

Le 1er mai 2025, l’avocat Mahfuzur Rahman, ancien secrétaire général du barreau du district de Sylhet, a été envoyé en prison par le tribunal. Plus tôt dans la journée, il avait été présenté au tribunal où le juge du tribunal de première instance métropolitaine, Shariful Haque, a ordonné son incarcération. Il avait été arrêté plus tôt ce matin-là à son domicile par la police de Kotwali dans le cadre d’attaques survenues lors du mouvement étudiant anti-discrimination.

Incident 3 : Arrestation de l’avocat d Jessore, Aziyar Rahman

Le 6 août 2025, l’avocat Aziyar Rahman, membre du barreau du district de Jessore, a été arrêté pour intrusion dans un commissariat, obstruction au travail officiel et menaces. Le tribunal a ordonné son incarcération.

Incident 4 : Arrestation de deux avocats à Nilphamari pour troubles politiques

Le 7 août 2025, les avocats Selim Shah (40 ans) et Taibur Rahman (35 ans) ont été arrêtés par la police de Nilphamari Sadar. Le 8 août, ils ont été envoyés en prison en tant que suspects dans deux affaires distinctes pour troubles politiques et vandalisme.

Incident 5 : Tentative de meurtre contre l’avocat Billal Hossain à Moulvibazar

Le 24 août 2025, vers 21 h, des assaillants payés ont attaqué l’avocat Billal Hossain à son domicile du village de Kalenga, Kamalganj, Moulvibazar. Les assaillants ont endommagé les meubles, mais l’avocat a survécu. Trois assaillants ont été arrêtés par des habitants et remis à la police.

Incident 6 : Affaires de détournement de fonds contre 11 avocats, dont des anciens dirigeants du barreau de Dhaka

Le 29 juin 2025, trois affaires distinctes ont été déposées contre 11 avocats, dont d’anciens présidents et secrétaires généraux du barreau de Dhaka, pour détournement de 110 millions BDT. Des mandats d’arrêt ont été émis par le magistrat métropolitain Mehedi Hasan.

Incident 7 : Affaire et mandat d’arrêt pour deux avocats à Laxmipur pour perturbation du tribunal

Le 16 juin 2025, une affaire a été déposée contre les avocats Ashiqur Rahman et Miraj Uddin Polwan pour avoir prétendument perturbé le tribunal et affronté le personnel du tribunal à Laxmipur. Le magistrat judiciaire en chef, Abu Sufian Mohammad Noman, a émis des mandats d’arrêt. Les accusés ont nié les allégations, affirmant qu’ils avaient été attaqués en premier.

*********************************************************************************************************** Copyright © JusticeMakers Bangladesh in France (JMBF), 2025. All rights reserved. No part of this publication may be reproduced, stored in a retrieval system, or transmitted in any form or by any means — electronic, mechanical, photocopying, recording, or otherwise — without mentioning the name of JMBF. 

JMBF is an independent, non-profit, nonpartisan human rights organization registered in France with registration number W931027714 under the 1901 Association Law, dedicated to defending human rights, fighting for justice, and empowering communities in Bangladesh and beyond. 
*********************************************************************************************************** কপিরাইট © জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ), ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।এই প্রকাশনার কোনো অংশ জেএমবিএফ-এর নাম উল্লেখ ব্যতীত—ইলেকট্রনিক, যান্ত্রিক, ফটোকপি, রেকর্ডিং বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে—পুনঃপ্রকাশ, সংরক্ষণ বা পরিবহন করা যাবে না। 

জেএমবিএফ একটি স্বাধীন, অলাভজনক ও অরাজনৈতিক মানবাধিকার সংস্থা, যা ফ্রান্সে ১৯০১ সালের অ্যাসোসিয়েশন আইনের অধীনে W931027714 নম্বরে নিবন্ধিত। সংস্থাটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচারের জন্য সংগ্রাম এবং প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
 *********************************************************************************************************** Droits d’auteur © JusticeMakers Bangladesh en France (JMBF), 2025. Tous droits réservés. Aucune partie de cette publication ne peut être reproduite, stockée dans un système de récupération, ou transmise sous quelque forme ou par quelque moyen que ce soit — électronique, mécanique, photocopie, enregistrement ou autre — sans mentionner le nom de JMBF. 

JMBF est une organisation indépendante à but non lucratif et non partisane, enregistrée en France sous le numéro d’enregistrement W931027714 selon la loi de 1901 sur les associations, dédiée à la défense des droits humains, à la lutte pour la justice, et à l’autonomisation des communautés au Bangladesh et au-delà.

No comments:

Post a Comment