Sunday, April 13, 2025

✨শুভ বাংলা নববর্ষ ১৪৩২!

"নতুন বছর, নতুন অঙ্গীকার — সামাজিক ন্যায়বিচারের পথে এগিয়ে চলার" 

🌸 শুভ নববর্ষ ১৪৩২ 🌸 

নতুন বছর, নতুন সম্ভাবনা ও আশার বার্তা নিয়ে আসা বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 

নতুন বছর হোক মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদার বিজয়ের বছর। আসুন, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়ে গড়ে তুলি একটি ন্যায়ভিত্তিক, সমতা ও মানবিকতায় পূর্ণ সমাজ। 💛 থাকুক আপনাদের জীবনে শান্তি, সুস্বাস্থ্য ও সাফল্যের ছোঁয়া। 

শুভ নববর্ষ! 

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত,
প্রতিষ্ঠাতা সভাপতি 
জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) 
www.jmbf.org

No comments:

Post a Comment