সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন: বাংলাদেশে এলজিবিটিকিউআই+ অধিকার বিষয়ক বাৎসরিক প্রতিবেদন ২০২৪।
প্যারিস, ১৭ মে ২০২৫: ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) আজ ‘বাংলাদেশের বার্ষিক সমকামী অধিকার প্রতিবেদন ২০২৪’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে বাংলাদেশে এলজিবিটিকিউআই+ সম্প্রদায়ের ওপর সংঘটিত সহিংসতা, নিপীড়ন ও বৈষম্যমূলক আচরণের বিস্তারিত চিত্র তুলে ধরে।
প্রতিবেদনটি বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম এবং জেএমবিএফ-এর নিজস্ব অনুসন্ধান ও তথ্যভাণ্ডারের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে লেসবিয়ান, গে, ট্রান্সজেন্ডার, ইন্টারসেক্স এবং যৌন সংখ্যালঘু অন্যান্য ব্যক্তিদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড, শারীরিক নির্যাতন, আত্মহত্যা, পুলিশি হয়রানি, গ্রেপ্তার, মিথ্যা মামলাসহ নানা রকম মানবাধিকার লঙ্ঘনের তথ্য উপস্থাপিত হয়েছে।