Paris, France; May 19, 2025 — JusticeMakers Bangladesh in Foreign (JMBF), a France-based human rights organization founded under the principles of the United Nations Human Rights Charter (Bill of Rights), expresses its deep concern, strong condemnation, and protest over the arrest of renowned Bangladeshi film actress Nusrat Faria. She was detained by immigration police on May 18, 2025, at Hazrat Shahjalal International Airport in Dhaka, just before boarding a flight to Thailand. JMBF demands her immediate and unconditional release and calls for the withdrawal of the fabricated case against her.
JMBF firmly believes that the false charges and arrest of Nusrat Faria constitute a gross violation of the Constitution of Bangladesh, human rights, and the rule of law. Reports indicate that an arrest warrant was issued against her in a case filed at Bhatara Police Station, Dhaka, accusing her of attempted murder—a charge JMBF regards as “entirely baseless, politically motivated, and vindictive.”
According to JMBF’s reliable sources and various media reports, on July 19, 2024, a man named Enamul Haque was allegedly shot in the Bhatara area. In March 2024, he filed a case naming 283 individuals, including former Prime Minister Sheikh Hasina. The case also listed 17 cultural figures, including Nusrat Faria. However, evidence confirms that Nusrat Faria was in Canada on professional assignments during the incident and returned to Bangladesh only on August 14, 2023.
JMBF strongly asserts that implicating Nusrat Faria in this politically motivated case solely for fulfilling her professional duties and arresting her at the airport violates Articles 31, 35, 36, 39, and 40 of the Constitution of Bangladesh, the Universal Declaration of Human Rights (UDHR), the International Covenant on Civil and Political Rights (ICCPR), and the fundamental rights to cultural freedom.
Advocate Shahanur Islam, Bangladeshi human rights lawyer and founding president of JMBF, stated, “Nusrat Faria is not involved in any political activities. She is a professional artist who played the role of Sheikh Hasina in a government-commissioned biopic about Sheikh Mujibur Rahman. This case is being used to politically punish her. It undermines justice and threatens freedom to participate in cultural activities.”
Robert Simon, renowned French human rights activist and chief advisor of JMBF, added, “Targeting an actress for her professional work is a blatant violation of human rights. We call upon the European Union and international human rights organizations to raise their voices against this injustice and hold the Government of Bangladesh accountable.”
JMBF believes Nusrat Faria has been arrested solely to harass her via a politically motivated and fabricated case. The organization demands her immediate and unconditional release.
Moreover, JMBF urges the swift withdrawal of this politically motivated case and calls for accountability of those who filed the false complaint, as well as the police officers and administrative officials involved.
The organization also emphasizes the need for international oversight to protect cultural activities and freedom of expression. If necessary, direct intervention by the United Nations should be ensured to take effective action against such human rights violations.
Finally, JMBF calls for a transparent, neutral, and independent investigation into all politically motivated cases filed against cultural activists and innocent civilians in Bangladesh, followed by their dismissal.
JMBF views this arrest not only as an attack on Nusrat Faria but as a broader assault on the cultural community, artistic freedom of expression, and human rights. (JMBF Condemns Politically Motivated Assault and Arrest of Actor Siddiqur Rahman and Fabricated Charges Against 32 Artists)
The organization urges citizens, journalists, human rights groups, cultural workers, and the international community to stand united against this injustice.
JMBF has previously issued several statements condemning politically motivated attacks, assaults, and legal harassment of cultural workers. The organization stands in solidarity with Nusrat Faria and all cultural workers affected by violence and is closely monitoring the situation.
Contact:
Ms. Jannatul Ferdaus
Member, Executive Committee
JusticeMakers Bangladesh in France (JMBF)
Email: jannatul.ferdaus@jmbf.org
Website: www.jmbf.org
Brief Summary (Based on JMBF’s reliable sources and media reports):
Actress Nusrat Faria, although abroad during the incident, was arrested on the morning of May 18, 2025, at Dhaka’s Hazrat Shahjalal International Airport while traveling to Thailand, in connection with an attempted murder case filed during the July uprising. She was first taken to a police station and later transferred to the Dhaka Metropolitan Detective Branch office.
On May 19, she appeared before the Chief Metropolitan Magistrate Court for the Bhatara case, where police requested her detention. Her lawyer applied for bail. The court scheduled the bail hearing for May 22 and ordered her remand in jail custody.
The case alleges that on July 19, 2023, Enamul Haque was shot in Bhatara. In March 2024, he filed a case against former Prime Minister Sheikh Hasina and 282 others, including 17 cultural figures such as Nusrat Faria, Apu Biswas, Nipun Akter, Zayed Khan, Meher Afroz Shaon, and Bhavna. The court accepted the complaint on April 28, and the FIR was recorded on May 3 by Bhatara Police.
Evidence shows Nusrat Faria was in Canada on July 19, 2023, returning to Bangladesh only on August 14, after completing professional duties.
Nusrat Faria began acting in 2015 and played Sheikh Hasina in the biopic “Mujib: The Making of a Nation,” directed by Shyam Benegal, a joint Bangladesh-India production about Bangabandhu Sheikh Mujibur Rahman.
Many believe she is being politically targeted because of her role in this government-backed film.
Notably, after the fall of Sheikh Hasina’s government last year, many pro-government cultural figures went into hiding or faced lawsuits. In March and April alone, at least 32 cultural workers faced murder or attempted murder charges, with some involved in multiple cases, including those with no political engagement.
সংবাদ ও গণ বিবৃতি : নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতার: সংবিধান, মানবাধিকার ও আইনের চরম লঙ্ঘন
প্যারিস, ফ্রান্স; ১৯ মে ২০২৫: জাতিসংঘ মানবাধিকার (সনদ বিল অব রাইটস) এর আলোকে প্রতিষ্ঠিত ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফরেন (জেএমবিএফ) বাংলাদেশের জনপ্রিয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ১৮ মে ২০২৫ তারিখে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার পূর্বে ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি, অভিনেত্রী নুসরাত ফারিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জেএমবিএফ।
জেএমবিএফ অভিনেত্রী নুসরাত ফারিয়ার মিথ্যা মামলা ও গ্রেফতারকে বাংলাদেশের মহান সংবিধান, মানবাধিকার ও আইনের চরম লঙ্ঘন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে। একই সঙ্গে, তাঁর বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় "হত্যাচেষ্টার অভিযোগে" গ্রেফতারি পরোয়ানা ছিল, যা আমরা "সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক" বলে জেএমবিএফ মনে করে।
জেএমবিএফ-এর নিজস্ব নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদে জানা যায় যে, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার ভাটারা এলাকায় এনামুল হক নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন বলে দাবি করে তিনি ২০২৪ সালের মার্চ মাসে একটি মামলা দায়ের করেন, যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করা হয়। ওই মামলায় নুসরাত ফারিয়াসহ আরও ১৭ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বের নাম অন্তর্ভুক্ত করা হয়। অথচ তথ্যপ্রমাণ অনুযায়ী, ওই সময়ে নুসরাত ফারিয়া কানাডায় পেশাগত কাজে অবস্থান করছিলেন এবং ১৪ আগস্ট দেশে ফেরেন।
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালনের কারণে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে মামলায় যুক্ত করা এবং বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা বাংলাদেশের সংবিধানের ৩১, ৩৫, ৩৬, ৩৯ ও ৪০ অনুচ্ছেদ, আন্তর্জাতিক মানবাধিকার সনদ (UDHR), ICCPR এবং সাংস্কৃতিক স্বাধীনতার মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল বলে জেএমবিএফ দৃঢ়ভাবে বিশ্বাস করে।
বাংলাদেশি মানবাধিকার ও আইনজীবী, প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম বলেন, “নুসরাত ফারিয়া কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত নন। তিনি একজন পেশাদার শিল্পী, যিনি শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত একটি সরকারি বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন মাত্র। তাঁকে রাজনৈতিক শাস্তি দিতে এই মামলা ব্যবহার করা হচ্ছে। এটি ন্যায়বিচারের পরিপন্থী এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে।”
খ্যাতনামা ফরাসি মানবাধিকার কর্মী ও জেএমবিএফ-এর প্রধান উপদেষ্টা রবার্ট সাইমন বলেন, “একজন অভিনেত্রীকে তাঁর পেশাগত কাজের কারণে রাজনৈতিক উদ্দেশ্যে টার্গেট করা মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে আহ্বান জানাচ্ছি—এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন এবং বাংলাদেশ সরকারকে জবাবদিহির আওতায় আনুন।”
জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) মনে করে, নুসরাত ফারিয়াকে শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত একটি মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে। তাই সংগঠনটি তাঁর অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছে।
এছাড়াও, জেএমবিএফ দাবি করে যে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাটি দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাহার করতে হবে এবং এই মামলার সাথে জড়িত যে ব্যক্তি মিথ্যা অভিযোগ করেছেন, সেইসাথে সংশ্লিষ্ট পুলিশ সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।
সংগঠনটি আরও জোর দিয়ে বলেছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে। প্রয়োজনে জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে এই ধরণের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সবশেষে, জেএমবিএফ দৃঢ়ভাবে আহ্বান জানায় যে, বাংলাদেশে সংস্কৃতিকর্মী ও নিরীহ নাগরিকদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলাগুলোর একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত পরিচালনা করতে হবে এবং সেই ভিত্তিতে এসব মামলা বাতিল করতে হবে।
জেএমবিএফ মনে করে, এই গ্রেফতার শুধুমাত্র নুসরাত ফারিয়ার নয়, বরং পুরো সংস্কৃতি অঙ্গনের, শৈল্পিক মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের বিরুদ্ধে হামলা। জেএমবিএফ সর্বস্তরের নাগরিক, সাংবাদিক, মানবাধিকার সংগঠন, সংস্কৃতিকর্মী এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে।
জেএমবিএফ পূর্বে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংস্কৃতিক কর্মীদের উপর আঘাত, হামলা ও মামলা দায়েরের প্রতিবাদে একাধিক বিবৃতি প্রদান করেছে। (JMBF Condemns Politically Motivated Assault and Arrest of Actor Siddiqur Rahman and Fabricated Charges Against 32 Artists)
জেএমবিএফ অভিনেত্রী নুসরাত ফারিয়াসহ সহিংসতার শিকার সকল সাংস্কৃতিক কর্মীর পাশে সর্বদা রয়েছে এবং তাঁদের বিরুদ্ধে সহিংসতার বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
যোগাযোগ:
মোসাঃ জান্নাতুল ফেরদৌস
সদস্য, নির্বাহী কমিটি
জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)
ইমেইল: jannatul.ferdaus@jmbf.org
ওয়েবসাইট: www.jmbf.org
সংক্ষিপ্ত বর্ণনা: (জেএমবিএফ-এর নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য ও বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী)
ঘটনার সময় দেশের বাইরে অবস্থান করলেও জুলাই অভ্যুত্থানে হত্যা চেষ্টার মামলায় নন্দিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গতকাল ১৮ মে রবিবার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গত জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় দায়ের করা ওই মামলায় নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে প্রথমে থানায় নেওয়া হয়েছিল। পরে সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়।
আজ ১৯ মে ভাটারা থানায় দায়ের করা মামলায় তাঁকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়। অন্যদিকে মিস ফারিয়ার আইনজীবী জামিনের জন্য আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত তাঁর জামিন শুনানির জন্য ২২ মে তারিখ ধার্য করেন এবং তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে জানা যায়, গত ১৯ জুলাই ভাটারা এলাকায় এনামুল হক নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। মার্চ মাসে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করে ভাটারা থানায় মামলা করেন। ওই মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, জায়েদ খান, মেহের আফরোজ শাওন, ভাবনা সহ ১৭ জন অভিনয়শিল্পীর নাম উল্লেখ করা হয়। ২৮ এপ্রিল আদালত মামলাটি গ্রহণ করে এজাহার হিসেবে রেকর্ড করার আদেশ দিলে ৩ মে ভাটারা থানা মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করে।
তথ্য অনুযায়ী, মামলায় উল্লিখিত ১৯ জুলাইয়ের ঘটনার সময় নুসরাত ফারিয়া কানাডায় ছিলেন। তিনি পেশাগত কাজ শেষে ২০২৩ সালের ১৪ আগস্ট দেশে ফেরেন।
নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত শ্যাম বেনেগালের পরিচালনায় বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন।
অনেকে মনে করছেন, শুধুমাত্র শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি সরকারি উদ্যোগের সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের কারণেই তাঁকে ‘শাস্তি’ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর তৎকালীন সরকার-সমর্থক অনেক সাংস্কৃতিক কর্মী আত্মগোপনে চলে যান। কেউ কেউ সক্রিয় থাকলেও তাঁদের বিরুদ্ধে বিভিন্ন মামলার সম্মুখীন হতে হয়েছে। শুধুমাত্র গত মার্চ এবং এপ্রিল মাসে অন্তত ৩২ জন সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে হত্যা, হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। যাদের অনেককে একাধিক মামলায় আসামি করা হয়েছে। এমনকি, যাঁরা রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন না, তাঁদেরও এসব মামলায় আসামি করা হয়েছে।
Déclaration de presse et publique : Arrestation de l’actrice Nusrat Faria – Une grave violation de la Constitution, des droits de l’homme et de l’État de droit
Paris, France ; 19 mai 2025 — JusticeMakers Bangladesh à l’étranger (JMBF), une organisation de défense des droits humains basée en France et fondée sur les principes de la Charte des droits de l’homme des Nations Unies (Déclaration universelle des droits de l’homme), exprime sa profonde inquiétude, sa vive condamnation et sa protestation face à l’arrestation de la célèbre actrice de cinéma bangladaise Nusrat Faria. Elle a été arrêtée par la police de l’immigration le 18 mai 2025 à l’aéroport international Hazrat Shahjalal de Dhaka, juste avant d’embarquer pour un vol à destination de la Thaïlande. JMBF exige sa libération immédiate et inconditionnelle ainsi que le retrait de la plainte fabriquée contre elle.
JMBF estime fermement que les fausses accusations et l’arrestation de Nusrat Faria constituent une violation grave de la Constitution du Bangladesh, des droits de l’homme et de l’État de droit. Des rapports indiquent qu’un mandat d’arrêt avait été délivré contre elle dans une affaire déposée au poste de police de Bhatara, Dhaka, l’accusant de tentative de meurtre — une accusation que JMBF qualifie de « totalement infondée, politiquement motivée et vindicative ».
Selon les sources fiables de JMBF et divers médias, le 19 juillet 2024, un homme nommé Enamul Haque aurait été blessé par balle dans la zone de Bhatara. En mars 2024, il a déposé une plainte impliquant 283 personnes, dont l’ancienne Première ministre Sheikh Hasina. L’affaire cite également 17 personnalités culturelles, dont Nusrat Faria. Cependant, les preuves confirment que Nusrat Faria se trouvait au Canada pour des engagements professionnels lors de l’incident et n’est retournée au Bangladesh que le 14 août 2023.
JMBF affirme fermement que l’imputation de Nusrat Faria dans cette affaire politiquement motivée, uniquement pour avoir accompli ses devoirs professionnels, ainsi que son arrestation à l’aéroport, violent les articles 31, 35, 36, 39 et 40 de la Constitution du Bangladesh, la Déclaration universelle des droits de l’homme (DUDH), le Pacte international relatif aux droits civils et politiques (PIDCP), et les droits fondamentaux à la liberté culturelle.
L’avocat Shahanur Islam, défenseur des droits humains bangladais et président fondateur de JMBF, a déclaré : « Nusrat Faria n’est impliquée dans aucune activité politique. C’est une artiste professionnelle qui a joué le rôle de Sheikh Hasina dans un biopic commandité par le gouvernement sur Sheikh Mujibur Rahman. Cette affaire est utilisée pour la punir politiquement. Cela va à l’encontre de la justice et menace la liberté de participer aux activités culturelles. »
Robert Simon, militant français renommé des droits de l’homme et conseiller principal de JMBF, a ajouté : « Cibler une actrice pour son travail professionnel est une violation flagrante des droits de l’homme. Nous appelons l’Union européenne et les organisations internationales de défense des droits humains à s’élever contre cette injustice et à tenir le gouvernement du Bangladesh responsable. »
JMBF considère que l’arrestation de Nusrat Faria vise uniquement à la harceler via une affaire politiquement motivée et fabriquée. L’organisation demande sa libération immédiate et sans condition.
De plus, JMBF appelle au retrait rapide de cette affaire politiquement motivée et à la mise en responsabilité de ceux qui ont déposé la fausse plainte, ainsi que des policiers et des fonctionnaires administratifs impliqués.
L’organisation insiste également sur la nécessité d’une surveillance internationale pour protéger les activités culturelles et la liberté d’expression. Si nécessaire, une intervention directe des Nations Unies doit être assurée pour prendre des mesures efficaces contre ces violations des droits humains.
Enfin, JMBF réclame une enquête transparente, neutre et indépendante sur toutes les affaires politiquement motivées déposées contre les activistes culturels et les civils innocents au Bangladesh, suivie de leur annulation.
JMBF considère que cette arrestation constitue non seulement une attaque contre Nusrat Faria, mais aussi une atteinte plus large à la communauté culturelle, à la liberté d’expression artistique et aux droits de l’homme. L’organisation appelle les citoyens, journalistes, groupes de défense des droits humains, travailleurs culturels et la communauté internationale à s’unir contre cette injustice.
JMBF a déjà publié plusieurs déclarations condamnant les attaques politiquement motivées, les agressions et le harcèlement juridique des travailleurs culturels. (JMBF Condemns Politically Motivated Assault and Arrest of Actor Siddiqur Rahman and Fabricated Charges Against 32 Artists)
L’organisation est solidaire de Nusrat Faria et de tous les travailleurs culturels victimes de violences et suit la situation de près.
Contact :
Mme Jannatul Ferdaus
Membre, Comité exécutif
JusticeMakers Bangladesh en France (JMBF)
Email : jannatul.ferdaus@jmbf.org
Site Web : www.jmbf.org
Résumé (basé sur les sources fiables de JMBF et les rapports médiatiques) :
L’actrice Nusrat Faria, bien qu’à l’étranger au moment des faits, a été arrêtée le matin du 18 mai 2025 à l’aéroport international Hazrat Shahjalal de Dhaka alors qu’elle se rendait en Thaïlande, en lien avec une affaire de tentative de meurtre déposée pendant le soulèvement de juillet. Elle a d’abord été conduite dans un poste de police, puis transférée au bureau de la Brigade de police métropolitaine de Dhaka.
Le 19 mai, elle a comparu devant la Cour du magistrat métropolitain en chef pour l’affaire de Bhatara, où la police a demandé sa détention. Son avocat a demandé une mise en liberté sous caution. L’audience pour la caution a été fixée au 22 mai, et la cour a ordonné sa mise en détention provisoire.
L’affaire concerne la blessure par balle d’Enamul Haque le 19 juillet 2023 à Bhatara. En mars 2024, il a déposé une plainte contre l’ancienne Première ministre Sheikh Hasina et 282 autres personnes, dont 17 figures culturelles comme Nusrat Faria, Apu Biswas, Nipun Akter, Zayed Khan, Meher Afroz Shaon et Bhavna. La plainte a été acceptée par la cour le 28 avril et la plainte officielle (FIR) a été enregistrée le 3 mai par la police de Bhatara.
Les preuves montrent que Nusrat Faria était au Canada le 19 juillet 2023 et est retournée au Bangladesh seulement le 14 août après avoir accompli ses engagements professionnels.
Nusrat Faria a commencé sa carrière d’actrice en 2015 et a incarné Sheikh Hasina dans le biopic « Mujib : La création d’une nation », réalisé par Shyam Benegal, une production conjointe Bangladesh-Inde sur la vie de Bangabandhu Sheikh Mujibur Rahman.
Beaucoup pensent qu’elle est ciblée politiquement en raison de son rôle dans ce film soutenu par le gouvernement.
Notons qu’après la chute du gouvernement de Sheikh Hasina l’an dernier, de nombreux artistes pro-gouvernementaux ont disparu ou ont été poursuivis en justice. Rien qu’en mars et avril, au moins 32 travailleurs culturels ont été poursuivis pour meurtre ou tentative de meurtre, certains impliqués dans plusieurs affaires, y compris des personnes sans engagement politique.
***************************************************************************
JMBF is an independent non-profit, nonpartisan human rights organization registered in France with registration number W931027714 under the association law of 1901, dedicated to defending human rights, fighting for justice, and empowering communities in Bangladesh and beyond.
No comments:
Post a Comment