Thursday, July 3, 2025

BANGLADESH: JMBF Deeply Concerned and Strongly Condemns the Recent Heinous Gang Rapes and Violence Against Women

To read the Bengali and French versions, please scroll down and click ‘More’.
Paris, France; July 3, 2025: JusticeMakers Bangladesh in France (JMBF), a Paris-based human rights organization, is deeply concerned and outraged over the growing incidents of brutal rape and violence against women under the current interim government led by Nobel Laureate Dr. Muhammad Yunus in Bangladesh.

On June 26 in Cumilla, a woman was allegedly raped, stripped naked, and brutally beaten in a medieval manner. The horrifying video was then circulated on social media. Just days later, on June 29 in Bhola, a woman was allegedly gang-raped by members of the Bangladesh Nationalist Party (BNP) and its affiliate organizations after her husband was tied up and held hostage. These barbaric and inhumane crimes have shocked the national conscience, JMBF firmly believes.

JMBF is alarmed to note that such atrocities are not isolated cases. According to various Bangladeshi human rights organizations, at least 481 women have been raped and at least 320 women murdered in the last six months alone. Despite this, the interim government led by Dr. Muhammad Yunus has remained largely silent, inactive, and irresponsible. This failure to take effective state action against such heinous crimes is both disgraceful and alarming. The government has completely failed to ensure the safety, dignity, and justice for women, JMBF asserts.

JMBF further believes that this failure does not merely represent mismanagement but also acts as a tacit endorsement of the perpetrators. In such a situation, the government has lost its minimum moral authority to speak on women’s safety and human rights.

If the government fails to ensure a safe environment for women, it must take moral responsibility and resign immediately, JMBF states unequivocally.

Robert Simon, Chief Advisor, JMBF & Renowned French Human Rights Activist, stated, “The horrific crimes against women in Bangladesh are not just national tragedies, but gross violations of international human rights. The government's silence is effectively enabling the perpetrators. The global community must take a stand and exert pressure. From France, we stand in unity against such brutality.”

Advocate Shahanur Islam, Founding President, of JMBF & Bangladeshi Human Rights Lawyer, stated “The Yunus-led interim government has completely failed to uphold the rights and dignity of women. The daily reports of rape, abuse, and murder reflect a deep social crisis. We demand a just, safe, and humane Bangladesh where every woman can live without fear. JMBF will intensify its advocacy and campaign for this cause.”

JMBF demands an immediate, impartial investigation and swift judicial process in all incidents of violence against women, including the recent ones in Bhola and Cumilla. It also urges the government to identify and bring to justice those responsible for circulating degrading videos of women online.

Bangladesh must not become a safe haven for rapists. JMBF envisions a humane, just, and women-friendly Bangladesh — where every woman can live safely, with dignity, and in complete freedom.

Thank you.

Mosa. Jannatul Ferdaus
Member, Executive Committee
JusticeMakers Bangladesh in France (JMBF)
Email: jannatul.ferdaus@jmbf.org
Website: www.jmbf.org

Fact in Brief: (Based on JMBF Sources and Credible News Reports):

Incident 1: Woman Raped, Stripped, and Beaten in Cumilla; Video Circulated on Social Media

On June 26, 2025, in Baheerchar village under Ramchandrapur Dakshin Union, Muradnagar Upazila, Cumilla district, a 25-year-old woman was reportedly raped. Later, she was stripped naked and beaten mercilessly by locals, who then circulated the video online.

According to the victim, her parents were not home during the incident. The accused, Fazor Ali (38), allegedly entered her house by force and raped her. Neighbors responded to her screams, caught the man, and beat him — while some recorded the event. On June 30, the woman filed a rape case at Muradnagar Police Station. The suspect is still at large, and police say a manhunt is ongoing.

Incident 2: Bhola Woman Gang-Raped After Husband Held Hostage; BNP-Affiliated Members Accused

On June 29, 2025, in Bhola's Tajumuddin Upazila, a woman was allegedly gang-raped by activists of BNP's affiliated organizations after her husband was lured into a trap and detained.

According to the victim’s husband, he was invited to his second wife’s home on June 28, where he was held and beaten by local activists. The following day, when his first wife came to pay a demanded ransom, she was assaulted and raped by multiple men. A formal complaint was filed at Tajumuddin Police Station naming seven individuals. A medical examination of the victim was completed that same night, and police state they are continuing their investigation.

বাংলাদেশঃ ভোলা ও কুমিল্লার নারকীয় নারী গণধর্ষণ ও নির্যাতনকাণ্ডে জেএমবিএফ গভীরভাবে উদ্বিগ্ন ও তীব্র নিন্দা প্রকাশ

প্যারিস, ফ্রান্স; ০৩ জুলাই ২০২৫: বর্তমান মুহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে সংঘটিত নারীর ওপর বর্বর ধর্ষণ ও নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনায় ফ্রান্সভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে।

গত ২৬ জুন কুমিল্লায় একজন নারীকে ধর্ষণের পর মধ্যযুগীয় কায়দায় বিবস্ত্র করে নির্মমভাবে মারধর এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া ও ২৯ জুন ভোলায় স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দ্বারা নারকীয় সংঘবদ্ধ ধর্ষণের ঘৃণ্য ও বর্বরচিত অপরাধ জাতীয় বিবেককে ভীষণভাবে নাড়া দিয়েছে বলে জেএমবিএফ দৃঢ়ভাবে বিশ্বাস করে।

জেএমবিএফ বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছে যে, শুধু কুমিল্লা ও ভোলার দুটি ঘটনাই নয়—বিভিন্ন বাংলাদেশি মানবাধিকার প্রতিষ্ঠানের তথ্যমতে, গত ৬ মাসে দেশে অন্তত ৪৮১ জন নারী ধর্ষণের শিকার এবং অন্তত ৩২০ জন নারী খুন হয়েছেন। অথচ দেশের বর্তমান নোবেলজয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এসব ঘটনায় অনেকাংশে নিশ্চুপ, নিষ্ক্রিয় এবং দায়িত্বহীন আচরণ করছে। এ ধরনের পাশবিক অপরাধের বিরুদ্ধে রাষ্ট্রীয় কার্যকর অবস্থান না নেওয়া অত্যন্ত লজ্জাজনক এবং উদ্বেগজনক। নারীর নিরাপত্তা, সম্মান ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে জেএমবিএফ মনে করে।

জেএমবিএফ বিশ্বাস করে, সরকারের এই ব্যর্থতা শুধু অব্যবস্থাপনার প্রকাশ নয়, বরং এটি অপরাধীদের প্রতি এক ধরনের নীরব অনুমোদনও। এই পরিস্থিতিতে নারী নিরাপত্তা ও মানবাধিকারের প্রশ্নে বর্তমান সরকার তার ন্যূনতম নৈতিক অধিকার হারিয়েছে।

জেএমবিএফ ভোলা ও কুমিল্লাসহ দেশের সকল নারীর বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনার দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। একই সঙ্গে সামাজিক মাধ্যমে নারীর ভিডিও ছড়িয়ে দেওয়ায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে।

জেএমবিএফ-এর মতে, যদি সরকার নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে না পারে, তাহলে নারী নিরাপত্তায় চরম ব্যর্থতার দায় স্বীকার করে মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

জেএমবিএফ-এর প্রধান উপদেষ্টা ও প্রখ্যাত ফরাসি মানবাধিকারকর্মী রবার্ট সিমন বলেন, “বাংলাদেশে নারীর বিরুদ্ধে ঘটে চলা এই অমানবিক অপরাধ শুধু জাতীয় নয়, আন্তর্জাতিকভাবেও মানবাধিকারের চরম লঙ্ঘন। সরকারের নীরবতা এ অপরাধের সহায়ক হয়ে উঠছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই বিষয়ে সোচ্চার হওয়া এবং চাপ সৃষ্টি করা।”

জেএমবিএফ-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশি মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহানুর ইসলাম বলেন, “বর্তমান ইউনুস নেতৃত্বাধীন সরকার নারীর অধিকার ও সম্মান রক্ষায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যেভাবে নারীরা প্রতিদিন ধর্ষিত, লাঞ্ছিত ও খুন হচ্ছেন, তা এক ভয়াবহ সামাজিক বিপর্যয়ের ইঙ্গিত। আমরা চাই একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ, যেখানে প্রতিটি নারী নির্ভয়ে বাঁচতে পারে।”

বাংলাদেশ কোনো ধর্ষকের নিরাপদ আশ্রয়স্থল হতে পারে না। জেএমবিএফ একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও নারীবান্ধব বাংলাদেশ চায় — যেখানে প্রতিটি নারী নিরাপদ, সম্মানিত এবং স্বাধীনভাবে বাঁচতে পারে।

ধন্যবাদান্তে-

মোসাঃ জান্নাতুল ফেরদৌস
সদস্য, নির্বাহী কমিটি
জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)
ইমেলঃ jannatul.ferdaus@jmbf.org
ওয়েবসাইটঃ www.jmbf.org

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ (জেএমবিএফ-এর নির্ভরযোগ্য সূত্র ও বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে):

ঘটনা নং – ০১ঃ কুমিল্লায় ধর্ষণের পর নারীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ

গত ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে এক নারীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় লোকজন তাকে ঘরের মধ্যেই বিবস্ত্র করে নির্যাতন করেছে।

পরে সেই নির্যাতনের ভিডিও শনিবার রাতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিবস্ত্র অবস্থায় ১০–১২ জন যুবক ওই নারীকে মারধর করছে। এ সময় ওই নারী বাঁচার জন্য চিৎকার করলেও কেউ তাকে রক্ষা করেনি।

ভুক্তভোগী নারী (২৫) গত ৩০ জুন, শুক্রবার মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে (৩৮) আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী অভিযোগ করেছেন, ঘটনার রাতে তার বাবা-মা বাড়ির বাইরে ছিলেন। ওই সময় ফজর আলী ঘরের বাইরে এসে দরজা খুলতে বলেন। তিনি দরজা না খুললে অভিযুক্ত কৌশলে ঘরে প্রবেশ করে এবং জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ফজর আলীকে আটক করে মারধর করে এবং ঘটনার ভিডিও ধারণ করে।

ঘটনা নং – ০২ঃ ভোলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে

গত ২৯ জুন ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বামীকে আটকে রেখে তার প্রথম স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

ঘটনার শিকার ওই ব্যক্তির স্বামী জানান, ২৮ জুন শনিবার রাতে দ্বিতীয় স্ত্রীর ডাকে তিনি তার বাসায় যান। সেখানে গেলে স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী তাকে আটকে রেখে মারধর করে এবং টাকার দাবি করে। পরদিন ২৯ জুন সকালে তার প্রথম স্ত্রী টাকা নিয়ে এলে তাকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

৩০ জুন সোমবার ভুক্তভোগীর স্বামী তজুমদ্দিন থানায় শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার পর রাতেই ভোলা সদর হাসপাতালে নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।


BANGLADESH : JMBF profondément préoccupé et condamne fermement les viols collectifs odieux et les violences faites aux femmes à Bhola et Cumilla

Paris, France ; 3 juillet 2025 : JusticeMakers Bangladesh en France (JMBF), une organisation de défense des droits humains basée à Paris, est profondément préoccupée et indignée par la multiplication des actes brutaux de viol et de violence à l’encontre des femmes sous le gouvernement intérimaire actuel dirigé par le lauréat du prix Nobel, le Dr Muhammad Yunus, au Bangladesh.

Le 26 juin à Cumilla, une femme aurait été violée, dénudée et battue sauvagement de manière médiévale. La vidéo horrifiante a ensuite été diffusée sur les réseaux sociaux. Quelques jours plus tard, le 29 juin à Bhola, une femme aurait été violée en réunion par des membres du Parti nationaliste du Bangladesh (BNP) et de ses organisations affiliées, après que son mari ait été ligoté et pris en otage. Ces crimes barbares et inhumains ont profondément choqué la conscience nationale, estime fermement le JMBF.

Le JMBF s’alarme de constater que ces atrocités ne sont pas des cas isolés. Selon plusieurs organisations bangladaises de défense des droits humains, au moins 481 femmes ont été violées et au moins 320 femmes assassinées au cours des six derniers mois seulement. Malgré cela, le gouvernement intérimaire dirigé par le Dr Muhammad Yunus est resté largement silencieux, inactif et irresponsable. Ce manquement à prendre des mesures étatiques efficaces contre de tels crimes odieux est à la fois honteux et alarmant. Le gouvernement a totalement failli à assurer la sécurité, la dignité et la justice pour les femmes, affirme le JMBF.

Le JMBF estime en outre que cet échec ne représente pas seulement une mauvaise gestion, mais agit aussi comme une approbation tacite des auteurs. Dans cette situation, le gouvernement a perdu son autorité morale minimale pour s’exprimer sur la sécurité des femmes et les droits humains.

Si le gouvernement ne parvient pas à garantir un environnement sûr pour les femmes, il doit assumer sa responsabilité morale et démissionner immédiatement, déclare sans équivoque le JMBF.

Déclaration de Robert Simon, conseiller principal du JMBF et militant français renommé des droits humains : « Les crimes horribles commis contre les femmes au Bangladesh ne sont pas seulement des tragédies nationales, mais de graves violations des droits humains internationaux. Le silence du gouvernement facilite en réalité les auteurs. La communauté internationale doit prendre position et exercer une pression. Depuis la France, nous sommes unis contre cette brutalité. »

Déclaration d’Avocat Shahinur Islam, président fondateur du JMBF et avocat bangladais des droits humains  « Le gouvernement intérimaire dirigé par Yunus a complètement échoué à défendre les droits et la dignité des femmes. Les rapports quotidiens de viols, d’abus et de meurtres reflètent une profonde crise sociale. Nous demandons un Bangladesh juste, sûr et humain où chaque femme puisse vivre sans peur. Le JMBF intensifiera ses actions et campagnes pour cette cause. »

Le JMBF exige une enquête immédiate, impartiale et une procédure judiciaire rapide dans tous les cas de violences faites aux femmes, y compris les récents à Bhola et Cumilla. Il presse également le gouvernement d’identifier et de traduire en justice les responsables de la diffusion de vidéos dégradantes de femmes en ligne.

Le Bangladesh ne doit pas devenir un refuge sûr pour les violeurs. Le JMBF aspire à un Bangladesh humain, juste et favorable aux femmes — où chaque femme puisse vivre en sécurité, dans la dignité et en totale liberté.

Merci


Mosa. Jannatul Ferdaus
Membre, Comité Exécutif
JusticeMakers Bangladesh en France (JMBF)
Mail: jannatul.ferdaus@jmbf.org
Site web: www.jmbf.org


Résumé des incidents (basé sur les sources du JMBF et des rapports de presse crédibles) :

Incident 1 : Femme violée, dénudée et battue à Cumilla ; vidéo diffusée sur les réseaux sociaux

Le 26 juin 2025, dans le village de Baheerchar, sous l’union Ramchandrapur Dakshin, upazila Muradnagar, district de Cumilla, une femme de 25 ans aurait été violée. Plus tard, elle a été dénudée et battue sans pitié par des habitants locaux qui ont ensuite diffusé la vidéo en ligne.

Selon la victime, ses parents n’étaient pas à la maison au moment des faits. L’accusé, Fazor Ali (38 ans), serait entré de force dans sa maison et l’aurait violée. Les voisins ont entendu ses cris, ont attrapé l’homme et l’ont battu — certains ont même filmé l’événement. Le 30 juin, la victime a déposé une plainte pour viol au poste de police de Muradnagar. Le suspect est toujours en fuite et la police poursuit ses recherches.

Incident 2 : Femme violée en réunion à Bhola après que son mari ait été pris en otage ; membres affiliés au BNP accusés

Le 29 juin 2025, dans l’upazila Tajumuddin de Bhola, une femme aurait été violée en réunion par des activistes des organisations affiliées au BNP après que son mari ait été piégé et détenu.

Selon le mari de la victime, il avait été invité chez sa seconde épouse le 28 juin, où il a été retenu et battu par des activistes locaux. Le lendemain, lorsque sa première épouse est venue payer la rançon demandée, elle a été agressée et violée par plusieurs hommes. Une plainte formelle a été déposée au poste de police de Tajumuddin, nommant sept individus. L’examen médical de la victime a été réalisé la même nuit, et la police indique que l’enquête se poursuit.

*********************************************************************************** 
JMBF is an independent non-profit, nonpartisan human rights organization registered in France with registration number W931027714 under the association law of 1901, dedicated to defending human rights, fighting for justice, and empowering communities in Bangladesh and beyond.

1 comment:

  1. Thanks to JMBF for reporting these heinous acts in three languages.

    ReplyDelete